নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ফিনিক্সের মৃত্যু নেই, ফিনিক্সের মৃত্যু হয়না....

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:১২

ফিনিক্সের মৃত্যু নেই, ফিনিক্সের মৃত্যু হয়না....

ফিনিক্সের মৃত্যু নেই, ফিনিক্সের মৃত্যু হয়না.....
এলোমেলো ভাবনার কোলাজ কিছু চিহ্ন রেখে যায়,
বড়ো মায়াবী সে চিহ্ন...নরম ক্ষত লুকিয়ে রেখেও বুক ভরে নিশ্বাস নেয় পায়ে পায়ে দিগন্তের শেষ প্রান্তে হেঁটে গিয়ে।
কিছু লড়াই খুব অদ্ভুত।মৌনমুখর...অকথিত সংলাপের বিন্যাসে শিরায় শিরায় তীব্র বারুদের গন্ধ।
কখনো নিকষ কালো অন্ধকারের মাঝে জোনাকির ধৃষ্টতা,কখনো বা গোঁত্তা খাওয়া ঘুড়ির হার-না-মানা জেদ।

গভীর রাতে রোজ জন্ম নেয় ফিনিক্স-
ডানা ঝাপটানোর আওয়াজ কেউ শুনতে পায়না...
শব্দের মিছিলের শেষ সারির স্বপ্নগুলো প্রত্যয়ী-
কেউ বুঝতে পারেনা...
অতীত আর বর্তমান এক অজানা বিন্দুতে মিলে মিশে ভবিষ্যতের জন্য প্রস্তুত-
কেউ খবর রাখে না।

মুহূর্তরা অবিরত চোখ রাখে খসে পড়া তারার খোঁজে,
বৃত্ত ছোটো হয়..মরমী সংকল্পের উষ্ণ পালকের পেলব স্পর্শে।
ভোর হবে...বদলাবে সময়।
বদলে যাবে সংজ্ঞা।
ফিনিক্সের মৃত্যু নেই,
ফিনিক্সের মৃত্যু হয়না।

সৌজন্যেঃ ব্লগার শূণ্য সারমর্ম।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


ফিনিক্স বেঁচে থাকবে আমাদের ভাবনায়,লেখায় ও কল্পনায়।

২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৫

জুল ভার্ন বলেছেন: আদতে ফিনিক্স পাখির কোনো অস্তিত্ব নাই। পৌরাণিক কাহিনী অনুসারে পবিত্র অনল প্রভা থেকে ফিনিক্স পাখির সৃষ্টি। ফিনিসীয় পুরাণ, চাইনিজ পুরাণ, গ্রিক পুরাণ, হিন্দু পুরাণ এবং প্রাচীন মিসরীয়দের বর্ণনায়ও ফিনিক্স পাখির উল্লেখ পাওয়া গেছে। প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে ফিনিক্স হল এক পবিত্র ‘অগ্নিপাখি’। আর এটি এমনই একটি পবিত্র আগুনের পাখি, যার জীবনচক্র আবর্তিত হতে থাকে হাজার হাজার বছর ধরে। প্রকৃত পক্ষে ফিনিক্স পাখি- একটি মিথ, যার কোনো অস্তিত্ব নাই।

২| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার শূন্য সারমর্ম ভালো কবিতা লেখেন।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৮

জুল ভার্ন বলেছেন: ওকে। তাঁর টাইমলাইনে যেয়ে পড়বো।

৩| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হুম। ফিনিক্স বেচে থাকবে মানুষের কল্পনায়।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৮

জুল ভার্ন বলেছেন: যভাবে হাজার হাজার বছর বেঁচে আছে- মানুষের কল্পনায়।

৪| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আধুনিক কবিতা!!

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১২

জুল ভার্ন বলেছেন: তাও দুই বছরের পুরনো

৫| ২৭ শে জুলাই, ২০২২ বিকাল ৫:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ফিনিক্সেরও মৃত্যু আছে সেও অগ্নিদগ্ধ হয়ে
মৃত্যু যন্ত্রনায় ছটফট করে;
হয়তো নোনা জলে ভেসে বিলাপ করে ,
যে নোনা জল থেকে জন্ম হয়
নতুন ফিনিক্সের .............
সেও মৃত্যু মৃত্যু বরণ করে
আগুন দেখেছি তাই শত জানালায়
শত জানালায় তার মুখের আদল ......

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৩

জুল ভার্ন বলেছেন: অসাধারণ!!! ❤️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.