নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলনা, ছিলনা সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন।" ....
সফলতার কোন সংজ্ঞা নেই, সফলতা একটা মানসিক ধারণা মাত্র। সবার জীবনে সফলতার মানদন্ড একই রকম নয়। কেননা জীবনকে একেকজন একেকরকম ভাবে দেখেন। সফলতা জীবনে সন্তুষ্টি আনে। কিন্তু সফল হওয়ার এই রাস্তা মোটেও সহজ নয়, অনেক চাপ ও ব্যার্থতার গ্লানি সামলে তাকে এগিয়ে যেতে হয়।
আমি সুন্দর নই
তবে সুন্দরের পূজারি।
আমি যুধিষ্ঠির নই
তবে অকারণে মিথ্যা বলি না।
আমি ধনী নই
তবে অকারণে মনে দারিদ্র নেই।
আমি অতি শিক্ষিত নই
তবে মানুষ হওয়ার শিক্ষা পেয়েছি।
আমি শক্তিশালী নই
তবে লড়াই করার সাহস আছে।
শুধু একটাই চাওয়া
যেন শিরদাঁড়া সোজা হয়ে
হাটতে পারি।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৫
জুল ভার্ন বলেছেন: লেখাটা একজনের, ভাবনা বহু জনের... তবে মন্তব্যের সাথে দ্বিমত নাই।
২| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৬
অপু তানভীর বলেছেন: সফলতা, সৌন্দর্য কিংবা সুখ আসলেই আপেক্ষিক একটা ব্যাপার । এটার সংঙ্গা আসলে একেক জনের কাছের একেক রকম । কেউ ৩০ হাজারটাকার চাকরি পেয়েই নিজেকে সুখী আর সফল মনে করে আবার কেউ মাসে দুই লাখ টাকা পেয়েও সন্তুষ্ট নয় !
কিন্তু সমস্যা হচ্ছে আমরা সব সময় নিজের নির্ধারিত সফলতা সুখ আর সৌন্দর্যের জ্ঞান দিয়ে অন্যের টা বিচার করতে যাই । ঝামেলা বাঁধে এখানেই ।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: সঠিক উপলব্ধি।
৩| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৩
শূন্য সারমর্ম বলেছেন:
সফলতা অনেকটা সময়ের মত ভ্রম।
২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৬
জুল ভার্ন বলেছেন: সফলতার ব্যাখ্যা অসীম।
৪| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:০৪
ইসিয়াক বলেছেন: সফলতা জীবনে সন্তুষ্টি আনে কিন্তু অতিরিক্ত চাহিদা অনেক সময় সমস্ত অর্জনকে নস্যাৎ করতে পারে।সফল হতে হলে অবশ্যই তাকে ব্যর্থতার গ্লানির স্বাদ পেতে হবে।ব্যর্থতার মধ্যে সফলতার বীজ লুকিয়ে থাকে।
২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: অসাধারণ উপলব্ধি!
৫| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৮:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: আমাদের চাহিদার কোনো সীমা পরিসীমা নেই। নিরন্তর আমাদের চাহিদার লক্ষ্য পরিবর্তন হয়। আর এ কারণেই সফলতার বিষয়টাও আপেক্ষিক ধ্রুবক বলে আমার ধারণা।
২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: অতিরিক্ত চাহিদাই বেশীরভাগ সমস্যার জন্য দায়ী।
৬| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১০:০৩
কামাল৮০ বলেছেন: বেঁচে আছি এটাই সফলতা।
৩০ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: অবশ্যই।
৭| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন:
ভালো হয়েছে।
৩০ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর একটা আপেক্ষিক শব্দ। তাই সুন্দরের পূজারী বলতে অনেকের কাছে বাহ্যিক সৌন্দর্যের প্রতি দুর্বলতা বুঝায়। বাহ্যিক সৌন্দর্যের পূজারী হওয়াটা আমি সমর্থন করি না। কারণ বাহ্যিকভাবে অনেক কিছু সুন্দর মনে হলেও আসলে সুন্দর না।