নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ম্যাংগো পলিটিক্স....
বুদ্ধিতে অতি বড়ো পাকা সে!
বিশ্ব বিখ্যাত আমের নাম 'সিন্ধ্রি আম' যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে হানি ম্যাংগো/ কুইন অব ম্যাংগো বা আমের রানি বলা হয়! সেই আম উৎপাদন হয় পাকিস্তানে। সিজনের সময়ই 'সিন্ধ্রি আম' পাকিস্তানে গড়ে বিক্রি হয় ১২০০/- প্রতি কেজি!পাকিস্তানের আর একটা বিখ্যাত আমের নাম রাতাউল আম। যার গড় দাম প্রতি কেজি ১০০০/- টাকা! পাকিস্তান সরকার বন্ধু প্রতীম দেশের সরকার/রাস্ট্র প্রধানদের উপহার হিসেবে সিন্ধ্রি আম এবং রাতাউল আম পাঠায়।
এবার দেখা যাক বাংলাদেশের শ্রেষ্ঠ আমের নাম ও দাম। আমাদের দেশের সেরা আমের নাম- হিমসাগর, ক্ষিরশেপাতি, হাড়ি ভাংগা এবং ল্যাংড়া। দাম প্রতি কেজি সর্বোচ্চ ১০০/- টাকা হলেও এবছর রাজশাহী সহ বিভিন্ন এলাকায় চাষিরা বিক্রি করেছে গড়ে ৩০/- টাকা।
আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কমদামী একটন হাড়ি ভাংগা আম দিয়ে পেয়েছি দুনিয়া শ্রেষ্ঠ হানি ম্যাংগো দুই টন আম!
ইহাকেই বলে ম্যাংগো পলিটিক্স!
০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫১
জুল ভার্ন বলেছেন: ছোট পোস্ট হলো 'ফেসবুক সিন্ড্রোম'
২| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৩
কামাল৮০ বলেছেন: পাকিস্তানী আমের দাম আপনার নখ দর্পনে।আমি পাকিস্তানী কোন জিনিসের দামই জানি না।
০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৪
জুল ভার্ন বলেছেন: রাস্ট্রের প্রধান নির্বাহীর ভাষায়, "দিল মে পাকিস্তান, পেয়ার মে পাকিস্তান"- বলবেন প্রতিপক্ষকে কিন্তু পেয়ার করবেন তারাই......
৩| ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অন্যান্য অনেক খাদ্য দ্রব্যের তুলনায় বাংলাদেশে আমের দাম কম এবং মধ্যবিত্ত বা নিম্নবিত্তের নাগালের মধ্যে। ইলিশ মাছ যেমন এখন শুধু ধনীরা খায়। আম সবাই খেতে পারে।
বাংলাদেশের আমের রাজনীতি ভালো কারণ ১০০ টাকার আম পাঠিয়ে আমরা ১০০০ টাকার আম পাচ্ছি। প্রকৃত রাজনৈতিক প্রাপ্তি হয়তো কিছুই না।
০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: আমার কাছে দুনিয়ার সব চাইতে সুস্বাদু ফল আম।
আচার পছন্দ করি তবে চালতা আমার অত্যন্ত অপছন্দের ফল।
৪| ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাকিস্তানে নরমাল আমের কেজি কেমন? পাকিস্তান, ভারত আর ফিলিপাইনসের জাতীয় ফলের নাম আম, এই মাত্র জানলাম
বাংলাদেশে লিচু, স্ট্রবেরি, ড্রাগন, রামবোথাম, ইত্যাদি বেশ কিছু ফলের দাম অনেক বেশি, ফলে সেগুলো শুধু ধনীদের পেটেই যেয়ে থাকে। আম, কাঁঠাল, কলা, বরই, কমলা, আপেল, এগুলো ম্যাংগো পিপলের ফল। এগুলোর দাম আরো কম হওয়া উচিত। আমের ফলন ভালো হলে ৫০-৬০ টাকা কেজিতে ভালো আম পাওয়া যাবে। আমের বাগান থেকে কিনতে পারলে আরো কম দামে আম কেনা যায়। আমরা মাঝে কয়েকজন একত্রিত ভাবে রাজশাহী থেকে আম আনিয়েছি, তাতে দামে বেশ পড়তা পড়তো।
ম্যাংগো পলিটিক্স টার্মটা দারুণ লেগেছে
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০১
জুল ভার্ন বলেছেন: সাধারণ মানের আম আমাদের দেশের মতোই।
গত দুই বছর করোনার কারণে আম খুব সস্তা ছিলো। আম বিক্রি করতে না পেরব চাপাই নবাবগঞ্জ থেকে আমার একজন আম চাষি বন্ধু ৭০ কেজি আম উপহার দিয়েছিলেন। এবছর ভালো দাম পেয়ে উপহার পাঠায়নি!
৫| ০৫ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিদেশী ফলের মধ্যে কমলা, আঙ্গুর পছন্দ করি। দেশী রসালো ফল ভালো লাগে বিদেশী ফলের চেয়ে। সবেদা খুব ভালো লাগে। আম সবচেয়ে ভালো লাগে।
তেতুল, চালতা, জলপাই ভালো লাগে। টক জিনিস খেতে ভালো লাগে। ঝালও ভালো লাগে।
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০১
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
পলিটিক্সটা পছন্দ হইছে।
এর পরে তিত পুটি পাঠানো দরকার।
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৪
জুল ভার্ন বলেছেন: তিত পুঁটি দিয়ে যদি বোয়াল পাওয়া যায়......
৭| ০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬
জ্যাকেল বলেছেন: মেংগো পলিটিক্স আর ইলিশ পলিটিক্স উভয়ের জয় হওক!
০৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৬
জুল ভার্ন বলেছেন: ক্ষমতার বিনিময়ে রাস্ট্রের সর্বস্ব হারিয়েছে ইলিশটুকুও দিচ্ছে....
৮| ০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আম পলিটিক্স! দারুণ টার্ম।
লেখক বলেছেন: ছোট পোস্ট হলো 'ফেসবুক সিন্ড্রোম
০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৯| ০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৮
ইমরোজ৭৫ বলেছেন: আম।
০৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৩
জুল ভার্ন বলেছেন: পুরাই নাহোল তরকারি
১০| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: গতকাল একটা মাত্র আম কিনলাম । দাম নিল ৭২ টাকা । দুই টাকা ডিসকাউন্ট দিয়ে ৭০ টাকা নিল !
০৬ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৮
জুল ভার্ন বলেছেন: আমের সিজন শেষ, তাই এখন আমের দাম বেশী। এখন ১৮০ টাকার নিচে দেশী আম পাওয়া যায়না।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৪
শেরজা তপন বলেছেন: আপনি আরেকটু বড় পোষ্ট লিখুন। পড়ার আগেই শেষ হয়ে যায়