নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সোস্যাল মিডিয়ায় কমেন্টস সিন্ড্রোম এবং....

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩

সোস্যাল মিডিয়ায় কমেন্টস সিন্ড্রোম এবং....

নিম্নলিখিত মন্তব্যগুলি আপনি কি প্রায়ই করে থাকেন?
তাহলে অবশ্যই ইহা 'কমেন্টস সিন্ড্রোম' এবং অতিসত্বর একজন বিশিষ্ট চিকিৎসক এর এডভাইস নিতে ভুল করবেন না। জানেনই তো- "কিওর ইজ প্রিভেনশন দ্যান বেটারনেস"!

(১). "লেখাটা পড়ে গায়ের লোম খাড়া হয়ে গেল"! —আপনার স্ট্রেস হরমোনাল ইমব্যালান্সের বিষয়ে সতর্ক হন। অ্যাড্রিনালিন গ্ল্যান্ডটা একবার সার্ভিসিং করিয়ে নেওয়া দরকার।

(২). "লেখাটা পড়ে গলার কাছে কী একটা যেন আটকে রইল"! -সাবধান! টনসিল ফুলেছে। পেকে পুঁজ না গড়ানো অব্দি তো আপনাদের টনক নড়ে না। তাছাড়াও এক্ষেত্রে সোর থ্রোট থেকে গলার ক্যান্সার অব্দি ওয়াইড রেঞ্জে অনেককিছুই হওয়ার সম্ভাবনা। কাছাকাছি ই এন টি স্পেশালিস্ট দেখিয়ে নিন।

(৩). "মাথাটা ঝিমঝিম করছে"- ইম্মিডিয়েটলি গো ফর আ সিটিস্ক্যান। এ বিষয়ে একটাও কথা বলে সময় নষ্ট করাটা ঠিক হবে না। এরপর হ্যালুসিনেট করতে শুরু করলে কী হবে ভেবে দেখেছেন?

(৪). "পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম"! - অতিসত্বর স্পীচ থেরাপিটা করাবেন!

(৫). "লেখাটা পড়ে চোখের পানি বাধ মানছে না"- ড্রাই আইজের হান্ড্রেড পারসেন্ট পসিবিলিটি। লকডাউনে অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট বন্ধ থাকলে টিয়ার ড্রপ দিতে থাকুন দৈনিক চার বার।

(৬). "কী বলি কিছুই বুঝে উঠতে পারছি না"- এটা খুব একটা মারাত্মক সমস্যা বলে মনে হচ্ছে না। মানে আপনার সিস্টেমে সি পি ইউ তে ইনপুট যাচ্ছে বটে। সেখানে ডেটা প্রসেসিং হচ্ছেও। কিন্তু ট্রান্সমিটারে গণ্ডগোল। বাজারচলতি অ্যান্টি-ভাইরাস লাগিয়ে দেখতে পারেন।

(৭). "মন ছুঁয়ে গেল"!- আপাতত এই ছোঁয়াছুঁয়িটা বন্ধ রাখাই ভাল। কোভিড তো খালি মিউটেশন করছে। মন টু মন ইনফেকশন শুরু হলে ম্যাটারটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে।

(৮). "পাগল পাগল লাগছে"- সবচাইতে মারাত্মক। সময় নষ্ট না করে ব্যাঙ্কের কাগজপত্র, লকারের চাবি, গাড়ির চাবি, ইনস্যুরেন্স ইত্যাদি কাগজপত্র বাড়ির লোকজনের হাতে তুলে দিয়ে ডিরেক্টরি ঘেঁটে অ্যাসাইলামে কল করুন। এই একটা রোগে কোনওভাবেই সময় দেওয়া যাচ্ছে না। ওদের গাড়ি আপনার দরজায় এসে হর্ণ দেবার আগে কতজনকে যে আপনি কামড়াতে পারেন তার ঠিক নেই। পারলে যাবার আগে একটা ফেসবুক পোস্ট দিয়ে যান-" পাপন্দার মতো গুটি খেলায় ছয় লাখ টাকা ধরা খাইয়া দেড় মাস পাগল আছিলাম"!

(৯). "আপনি যদি সবসময় আপনার লেখা পোস্টে, মন্তব্যে উগ্র নোংরা ভাষা এবং গালাগাল করেন"- তাহলে আমার কাছে কোনো চিকিৎসা নাই। কারণ, ইহা আপনার পারিবারিক ঐতিহ্য, আপনার রক্তে, জন্মে মারাত্মক ভ্যাজাল আছে... তবে, আপনার জন্য একমাত্র ঔষধ 'গাবুইরা মাইর'!

পুনশ্চঃ ৯ নম্বর ছাড়া অন্য মন্তব্যগুলির প্রতিটি আমি নিজে করেছি এবং আগামীতেও করবো। দূরে থেকে নিজের ভালমন্দ লাগাটাগা ব্যক্ত করার আর তো কোনও ভাষা হয় না। তাই এসব মন্তব্যজনিত নির্দোষ রোগবালাইগুলো নাহয় আমার, আপনার এবং আমাদের থাক। এক চিলতে হাসি আমাদের সাথে রইল মারাত্মক রোগের প্রতিষেধক হিসেবে!

রিমেম্বার দ্যাটঃ যারা এই ধরনের মন্তব্য করেন, বুঝবেন তারা আপনার পোস্ট না পড়েই বেশীরভাগ ক্ষেত্রে এমন আধ্যাত্মিক মন্তব্য করেন।

(চার বছর আগে ফেসবুকে লিখেছিলাম-যা ফেসবুক মেমোরি ফিরিয়ে দিয়েছে)

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্য করার জন্য লগইন করতে বাধ্য হলাম।

এটা কিসের সিন্ড্রোম !


লেখায় ++

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪২

জুল ভার্ন বলেছেন: এটাও স্যোশাল মিডিয়া কমেন্ট সিন্ড্রোম, তবে পোস্ট পড়ে! =p~

২| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৭

কামাল৮০ বলেছেন: আমি পোষ্ট না পড়লেও মন্তব্য মনোযোগ দিয়ে পড়ি।এমন মন্তব্য খুব একটা চোখে পড়েনি।

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: এটা ফেসবুকেই বেশী হয়। ব্লগে এখনও ভালো পাঠক আছেন- যারা নিরবে পড়ে নিরবেই চলে যায়।

৩| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ কামাল।

৪| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২২

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ চিন্তাধারা এক নতুনত্ব ভাবনা আছে দাদা
ভাল থাকবেন-----------

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সরকার।

৫| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫১

ককচক বলেছেন: কি বলি কিছুই বুঝে উঠতে পারছি না। এককথায় অন্তর ছুয়ে গেলো। =p~

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৪

জুল ভার্ন বলেছেন: =p~ হাঃ হাঃ হাঃ =p~

৬| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৫

আরইউ বলেছেন:



৯ নং পড়ে হাসাতে হাসতে পরে গেলাম। আমার ডায়াগোনোসিস কী!!

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন: আপনার এম আর আই রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে- আপনি একজন ভালো লেখক এবং মনোযোগী পাঠক। আপাতত প্যারাসিটামল বন্ধ। =p~

৭| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: ''লেখাটা পড়ে মাথা ঝিমঝিম করছে । বাকরুদ্ধ হয়ে গেছি'' :D =p~

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২১

জুল ভার্ন বলেছেন: কঠিন অবস্থা! কোয়ান্টম মেথড ট্রিটমেন্টের বিকল্প হিসেবে ইমিডিয়েটলী কামার দোকানের ডাঃ আইজুদ্দির কাছে যাও। B:-/

৮| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ফসবুকে কেউ পড়েনা, শুধু ছবি দেখে।

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: "কেউ পড়ে না"- ঠিক না, অনেকেই পড়ে।

৯| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৬

মিরোরডডল বলেছেন:




মাথা ঝিমঝিম, স্পিচলেস, চোখ ছলছল, কি বলবো বুঝতে পারছিনা, মন ছুঁয়ে গেলো, পাগল পাগল লাগছে............ সর্বনাশ !!! আমাকে কতোগুলো স্পেশালিষ্ট দেখাতে হবে B:-)


০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৪

জুল ভার্ন বলেছেন: এতো দেখছি কঠিন সুখ- যা প্যারাসিটামল ছাড়া আরোগ্যের সম্ভাবনা আছে! =p~

১০| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা অনেকেই তো সোস্যাল মিডিয়ায় কমেন্টস সিন্ড্রোমে আক্রান্ত, আরোগ্য লাভের উপায় কি?

০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

জুল ভার্ন বলেছেন: ইহা করোনার মতো একটি বৈশ্বিক সংক্রামক মহামারি। "এলেম দ্বারা চিকিৎসা করা হয়" চান খার পোল থেকে সেই তান্ত্রিককে খুঁজে বের করে এই রোগের চিকিৎসা সম্ভব

১১| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইহা বাড়বে বই কমবেনা।

০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

জুল ভার্ন বলেছেন: ইহা সংক্রামক ব্যাধি।

১২| ০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,



আমার ডেক্সটপের হার্ডডিস্কের সমস্যার কারনে বেশ কয়েক দিন ব্লগে আসা হয়নি। তাই আপনার মাল্টিপল আধ্যাত্মিক রোগের কথা দেরীতে জানতে হলো। খারাপ লাগছে। :((
এতো এতো রোগ আপনার ? ঐসব রোগের যে ম্যানেজমেন্ট এরশাদ করলেন সবার জন্যে , তা তো দেখি আপনার নিজেরই লাগবে। :|
এতো কিসিমের ডাক্তারের কাছে দৌঁড়ুলে আপনার হাড্ডি-গুড্ডি- খাঁচা ঝরঝরে হয়ে যেতে পারে। ত্যালের দাম বাড়ার জন্যে যাতায়াত খরচও বাড়বে। ট্যাঁক খালি হবে। এতো জায়গায় না দৌঁড়ে সর্বরোগের চিকিৎসা করে এমন একজন ডাক্তারের কাছে আপনার যাওয়া উচিৎ। তেমন ডাক্তার একজনই আছেন – কবিরাজের তালই যমরাজ ! :P
যতোই হাসুন না কেন, হাসিতে এ জাতীয় কোনও রোগ-বালাই সারবেনা……… B:-)

০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

জুল ভার্ন বলেছেন: জি এস ভাইজান, এই রোগের একমাত্র চিকিৎসা এলেম দ্বারা করা সম্ভব। বিশ্ব বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন চান খার পোল এলাকায় একটা জটায়ুধারী তান্ত্রিক ছিলো, যে বিশাল সাইনবোর্ডে লেখা ছিলো - এখানে এলেম দ্বারা চোর ধরা হয়। জ্বিন নামিয়ে হারানো, চুরি যাওয়া সন্তান, মালামাল উদ্ধার করা হয়......"- যদি তাজে পেয়ে যান, তাহলে "খাপে খাপ ময়নার বাপ"- নিশ্চিন্তমনে দিবানিদ্রা যান। তবে মঘা শাস্রীয় দাওয়া খানায় সাময়িক শুশ্রূষার জন্য যাওয়া যাবে।

১৩| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:১০

হাসান রাজু বলেছেন: মাঝে মাঝেই যে কয়ডা নোবেল ফেইক্কা মারছি। গ্রিলের ফুটা দিয়া না বাহির হইয়া বেশির ভাগই বারান্দায় পইড়া আছে।

এই বিষয়ে কোন বয়ান আছে?

০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: না।

১৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৪

জটিল ভাই বলেছেন:
কিছু না বলে চুপচাপ পড়ে যাওয়া কিসের সিন্ড্রোম??? =p~

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৭:১০

জুল ভার্ন বলেছেন: এটা হলো পলায়নী মনোবৃত্তি - যা আমার আছে। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.