নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন......

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৭:০৬

অনুগল্পঃ
~~প্রশ্ন~~

নবম শ্রেণির ছাত্রী ইরা যখন স্কুল থেকে বাড়ি ফিরে এলো না- ইরার মা বাবা সব যায়গায় খোজাখুজি করেও ইরার কোনো সন্ধান পেলোনা। প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা বলাবলি করছে- মেয়েটি কোনো ছেলে বন্ধুর সাথে পালিয়েছে।

পাড়া জুড়ে ঢি ঢি পড়ে গেল। তবে ইরার পালিয়ে যাওয়া ছেলে বন্ধুর কোনো খোঁজ কেউ পেল না। পাড়ায় রটে গেল নিশ্চয়ই খারাপ লোকেরা ফুসলিয়ে নিয়ে পাড়ায় বিক্রি করে দিয়েছে.....
ইরার বাবা মা সমাজে মুখ দেখাতে পারছে না। একমাত্র মেয়েকে হারানোর কষ্ট বুকের ভেতর ট্যাংরা টিলার আগুন হয়ে জ্বলে....

মাস ছয়েক পরে ইরা বাড়ি ফিরে এলো। একা।
প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা যা বোঝার বুঝে গিয়েছে। সবাই ওর বাবাকে বলল- 'এতদিন পরে ফিরল, তাও মেয়েকে ঘরে তুললে? কোন প্রশ্ন করলে না?'

ইরার বাবা বলল- "ও যদি মেয়ে না হয়ে ছেলে হত, তাহলে কি আপনারা এই প্রশ্ন করতেন?"


(ফেসবুক মেমোরি থেকে)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৮:১৭

বিটপি বলেছেন: সন্দেহের কারণে স্বামী তার স্ত্রীকে ঘরে তুলতে নাও পারে, কিন্তু দুনিয়াতে কোন বাবা আছে যে সন্দেহের কারণে কন্যাকে পরিত্যাগ করতে পারে? মেয়ে পালিয়ে গেলেও বাবা মামলা করে দেয় - মেয়ের বিরুদ্ধে নয়, যার সাথে পালিয়ে গেছে, তাঁর বিরুদ্ধে।

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৯:১৪

জুল ভার্ন বলেছেন: অত্যন্ত যুক্তিসংগত।

কয়েকদিন আগে পত্রিকায় পড়েছি - মেয়ের অনৈতিক কাজে পিতা বাঁধা দিয়েও ফেরাতে ব্যার্থ হয়ে নিজের মেয়েকে শ্বাসরুদ্ধকরে হত্যার পর মাটিতে পুঁতে রেখেছিলো.....

২| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৭

কামাল৮০ বলেছেন: মেয়েটি যদি ১৮ বছরের কম বয়সের হয় তবে কোন আপরাধ সংঘটিত হয় নাই।মেয়েটি সিধান্ত নেয়ার বয়সে পৌঁছেনি।১৮ বছরের বেশি হলে সে তার সিদ্ধান্তে চলতে পারে।কারো কিছু বলার নাই।সমাজকে এটা বুঝতে হবে।

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৩

জুল ভার্ন বলেছেন: আসলে বিষয়টা ইমোশনাল। বয়সের সাথে জ্ঞান বিবেক নৈতিকতা নির্ভর করেনা.....অন্যদিকে ইরার বাবা-মাকে প্রশ্নঃ সম্মুখীন করেছে কিন্তু সমাজই।

৩| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:০৪

জটিল ভাই বলেছেন:
আমার মত সমাজের পছন্দ হবে না। তবুও মনে করি প্রশ্নটা উভয়ক্ষেত্রেই হওয়া উচিৎ।

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৬

জুল ভার্ন বলেছেন: অবশ্যই প্রশ্নটা সার্বজনিক হওয়া উচিৎ। হুমায়ুন আহমেদ এর একটা লেখায় পড়েছিলাম - "এই সমাজে নারীদের যে কারণে বেশ্যা বলা হয়, সেই একই কারণে পুরুষদের কোনো অভিধা নেই"!

৪| ০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:২৭

ককচক বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে পিতামাতার ছায়াছাড়া মেয়েদের সার্ভাইব করা কঠিন। তাই সমাজের এতো কৌতূহল।
ইরাকে প্রশ্ন করা হলে ইরা ইতিবাচক গল্প বললেও কিন্তু সমাজ বিশ্বাস করবেনা৷ সুতরাং প্রশ্ন করে বা উত্তর দিয়েও লাভ নাই।

০৯ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৮

জুল ভার্ন বলেছেন: কৌতূহল প্রিয় বাংগালী আমরা..... তবে এক্ষেত্রে ইরাকে প্রশ্ন করে বিব্রত করার কোনো মানে নাই। কারণ, ইরার জবাব আমরা অনুভব করি, উপলব্ধি করতে পারি.....

৫| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৫

ককচক বলেছেন: সেটাই। যেটা জানি বা অনুভব করতে পারছি... সে জানতে চেয়ে কাউকে বিব্রত করাও অনুচিত।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন: একমত।

৬| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
এমনটাই হয়।

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৫

জুল ভার্ন বলেছেন: নিউটনের তৃতীয় সূত্রের মতো......

৭| ০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৩

শূন্য সারমর্ম বলেছেন:

মেয়ে কোথায় গিয়েছিলো?

০৯ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৬

জুল ভার্ন বলেছেন:

৮| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৩

খায়রুল আহসান বলেছেন: 'ট্যাংরা টিলার আগুন' - এ শব্দগুলো 'ট্যাংরাটিলা'র সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিল!

প্রশ্নটা জেনুইন। কিন্তু অনুগল্পটি যেভাবে কোন উত্তর ছাড়াই শেষ হয়েছে, সমাজও ঠিক এভাবেই এ প্রশ্নটাকে এড়িয়ে চলে।

পোস্টে প্লাস। + +

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

জুল ভার্ন বলেছেন: জ্বি ভাইজান, ট্যাংরাটিলার ভয়াবহ আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞ আমি দেখেছিলাম.... তারপর থেকে সুযোগ পেলেই আমি ট্যাংরাটিলার আগুন শব্দটা প্রয়োগ করি....

যে প্রশ্নের জবাব না দিয়েই অণুগল্প শেষ হয়েছে - সেই প্রশ্নের জবাব উপলব্ধির।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.