নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

যেভাবে ছুঁয়ে যায় জীবন.....

১১ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩২

যেভাবে ছুঁয়ে যায় জীবন.....

~~~প্রেম~~~
পরিযায়ী পাখি, ডানা ঝাপটিয়ে উড়ে যায় অনন্ত আকাশে....., পড়ে থাকে স্মৃতির ধ্বংসাবশেষ।
অনন্ত নীলে উড়ে যাওয়া পাখি
যখন ঠিকানা হারায়,
আলো থেকে শিখে নেয় এক দিশা।
যতখানি অন্ধকার সরে গেলে
মানুষ মহামানবের জ্যোতি অনুভব করে।

~~~ভালোবাসা~~~
আত্মসমর্পণের আর এক নাম,
চৈতন্য আলোকে আলোকিত এক নীরব স্বর্গীয় অনুভূতি, ভাষাহীন চার অক্ষরের স্তবগান। আতরের ফোঁটায় ছড়িয়ে পড়েছে ভালবাসার দখিন হাওয়া।
আমি খুঁজে ফিরছি সেই তীরন্দাজকে-
পক্ষী বা মীন নয়,
সে কেবল আমার চোখেই তাক করুক তার চোখ এবং বিদ্ধ করুক আমাকে।

~~~দুঃখ~~~
অনুভূতিতে এক সর্বহারা বোধ জেগে থাকে অনন্তকাল।
পুড়ে গিয়েছে সমস্ত নির্বোধের খোলস।
এই শরীর হতে, আগুনের গর্ভ হতে জন্ম হবেনা আর একটি জীবন।

~~~শোক~~~
আয়ুকাল মাপেনি কেউ! বৃদ্ধ হতে হতে খুঁজে নেয় মুক্তির উল্লাস।

~~~বিচ্ছেদ~~~
অসহায় অবশ্যম্ভাবী এক সিদ্ধান্ত,
আয়না ভেঙে যায়......
শ্রাবণ জানে কতোটা অভিযোগে মেঘেরা হয় অশ্রুপাতে অবিশ্রান্ত।

~~~মন খারাপ~~~
মন খারাপ হয়ে যায় অকারনেই, হঠাৎ যদি ছুয়ে যায় খেয়ালি বাতাস, তবে জেনো চুপি চুপি সে বলছে আমার কথাই। যদি কারও দেওয়া কষ্ট তোমাকে খুব কাদায়- তবে জেনো ভালবাসার স্পর্শছায়ায় পাশেই আছি তোমার সব সময়।

~~~কি পাইনি~~~
আমরা তো সবাই জীবনের হিসাব মিলাতে চাই। কি পেলাম? কি চেয়েছিলাম? কি হল? কি হয়নি? কেন হয়নি? আমরা তো সবাই এই সব প্রশ্নের উত্তর খুঁজি। কিন্তু আমি জীবনের দেনা পাওনার হিসাব মেলাতে চাই না। চাওয়া পাওয়ার হিসেব মেলাতে চাইনা। অনেক কিছুই হয়ত পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা- "আমি কে"!

~~~~জীবন আমাকে কি দিয়েছে~~~~
জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। দুচোখে দেখার, জানার সীমা খুব সীমিত হলেও সাধ্যের সীমানা পেরিয়ে জীবনে অনেক কিছু দেখেছি। জীবনে খুব পরিচিত মুখ বদলে যেতে দেখেছি, বিভৎস ভয়ংকর খারাপ দেখেছি। অনেক বিভৎসতার মধ্যেও পবিত্রতা দেখেছি। সব মন্দ ভুলে একটুখানি ভালোর জন্য নতুন করে হাসতে শিখেছি, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি। কখনো কেউ ভালোবেসে আগলে রেখেছে, কখনো ভালোবাসা আমাকে নিঃস্ব করেছে। কখনো বন্ধুরা অনেক উজ্জীবিত করেছে, দুঃসময়ে আপনজনদের দূরে সরে যেতে দেখেছি। কখনো ভালবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি। কখনো কারো অসীম ভালোবাসায় নতুন জীবন পেয়েছি। সবকিছু মিলিয়ে না পাওয়ার চেয়ে পাওয়ার পাল্লা প্রত্যাশার চেয়েও অনেক বেশী।

~~~জীবনের কাছে কি চাই~~~
আমি কাজ করতে চাই। যতদিন বাঁচি, সুস্থ ভাবে বাঁচতে চাই। আমি কাজ করে বাঁচতে চাই। আমি সমৃদ্ধি চাইনা একটু শান্তি চাই, স্বস্তি চাই। আমি ভালোবেসে বাঁচতে চাই। আমি আমার আমিকে চিনতে চাই।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবগুলো বিষয় নিয়ে চিন্তা করার অবকাশ আছে; কিন্তু আমরা এগুলো নিয়ে চিন্তা করছি কি?

১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: বর্তমান জীবন চারিতায় আমাদের চিন্তা ভাবনা সব ইনস্ট্যান্ট.......সবকিছুতেই অস্থিরতায় আমাদের চিন্তা চেতণায় গভীরতা নাই।

২| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:২০

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি আপনার জীবন নিয়ে সুখী?

১১ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া যাবেনা। সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম৷সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। জৈবিক, মানসিক, মনস্তাত্ত্বিক, দর্শনভিত্তিক এবং ধর্মীয় দিক থেকে সুখের সংজ্ঞা নির্ধারণ এবং এর উৎস নির্ণয়ের চেষ্টা করতে হবে। সঠিকভাবে সুখ পরিমাপ করা অত্যন্ত কঠিন। তারপরও সামগ্রীক ভাবে বলা যায়- টুকরো টুকরো দুঃখ আর অনেক সীমাবদ্ধতার মধ্যেও আমি সুখী। আলহামদুলিল্লা।

৩| ১১ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩২

ককচক বলেছেন: চাওয়া-পাওয়ার হিসেব মেলানোর চেষ্টা না করাই ভালো। এতে আফসোস বাড়ে, দুঃখ যতনা বাড়ে।

পোস্টে ভালোলাগা

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: জীবনের অংক মেলানো খুব কঠিন। কি পেলাম, কি হারালাম, নাকি কি পেলাম না, এসব হিসেব করে কখনওই আমরা জীবনের অংক মেলাতে পারিনি- তাই এলাহী ভরসা। জীবন চলুক নিজস্ব গতিতে।

৪| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এক আবেগময় অনুূভূতির প্রকাশ দাদা
দোয়া করি ভাল থাকবেন সবসময়----------

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
কোনো কারণে মন খারাপ নাকি ভাইজান?

১১ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৬

জুল ভার্ন বলেছেন: দস্যু ভাই, মন আগের মতোই- খারাপ না ভালো বুঝতেছিনা। এই লেখাটা এক মুহুর্তের লেখা নয়। বেশ কদিন যাবত একটু একটু করে লেখা।

৬| ১১ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৬

কামাল৮০ বলেছেন: আধ্যাত্মিক কথা বার্তা আমার বুঝার ক্ষমতা নাই।

১২ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৫

জুল ভার্ন বলেছেন: এগুলো আধ্যাত্মিকতা নয়, জীবন থেকে নেয়া....আর লাল বই পড়ে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়া যায় না।

৭| ১১ ই আগস্ট, ২০২২ রাত ১১:১১

জটিল ভাই বলেছেন:
~~~আপনার থেকে কি চাই~~~
আমরা আপনার থেকে এমন আরো দুর্দান্ত কথামালা যুগ-যুগ ধরে চাই প্রিয় ভাই।
জটিলবাদ।

১২ ই আগস্ট, ২০২২ সকাল ১০:১৬

জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জটিলেশ্বর মুখোপাধ্যায় =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.