নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

সবকিছু আমরাই করেছি\'- সেই গল্প এবং......

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

'সবকিছু আমরাই করেছি'- সেই গল্প এবং ......

একটা ছেলে রোজ ১৭/১৮ ঘণ্টা পড়ার পরেও ফেল করায় তার বাবা চ্যালেঞ্জ করে ছেলের দেওয়া পরীক্ষার উত্তরপত্র দেখতে চান। উত্তরপত্রটা এরকম ছিল:-

প্রশ্ন- বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল কবে?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশ কবে স্বাধীন হয়?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- ভাষা আন্দোলন কবে হয়েছিল কবে?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশে সবুজ বিপ্লব, শিল্প বিপ্লব কবে শুরু হয়?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশে মোবাইল ফোন চালু হয় কবে থেকে?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশে এরোপ্লেন ওড়া কবে থেকে শুরু হয়?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশে ইমেইল, ফেসবুক কবে চালু হয়?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশে ব্যবসার সম্প্রসারণ কবে থেকে শুরু হয়?
উত্তর- ২০১০ সালের পর।

প্রশ্ন- বাংলাদেশ প্রথম কম্পিউটার কবে এসেছিল?
উত্তর- ২০১০ সালের পর।

(এগুলো সব পজিটিভ প্রশ্নের জবাব.... নেগেটিভ প্রশ্ন এবং তার জবাব ব্যক্তিগত নিরাপত্তার জন্য উল্লেখ করা গেলোনা)

এগুলো দেখার পর ছেলেটির বাবা বাড়ি এসে ছেলেটিকে সপাটে একটা চড় মেরে বললো-
"এসব ভুলভাল কেন লিখে এসেছিস"?

ছেলেটা সরলভাবে বলল, "তোমার জন্যই তো, তুমিই তো সবসময় বলো, আওয়ামী সরকারের আগে দেশে কিছুই হয়নি। যা হয়েছে সব আওয়ামী লীগ আর শেখ হাসিনাই করেছে। আর আমিতো বই অন্যকিছু পড়েছিলাম। কিন্তু আমি তোমার ওপর ভরসা করে তোমার কথাগুলোই লিখে এসেছি। ভাবলাম বইয়ের কথাগুলো ভুল আর তুমি যেটা বলছো সেটাই ঠিক। আমি কি করে জানবো যে তুমি মিথ্যে কথা বলছিলে"।


(২০১৮ সনে ফেসবুকে লিখেছিলাম)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
এমনটাই হবে

২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২২

জুল ভার্ন বলেছেন: নিয়তি।

২| ২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

রঙিন টেলিভিশন ?
এটাও কি ?

২৪ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৩

জুল ভার্ন বলেছেন: সব....তবে ভালো একটাও না!

৩| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৪

কামাল৮০ বলেছেন: ২০১০ সালের আগেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।সেটা ছেলের বাবার সাথে অনেকেই ভুলে গেছে।

২৪ শে আগস্ট, ২০২২ রাত ৯:১১

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ কারোর আঁতে ঘাঁ লাগলো নাকি

৪| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫৪

কলাবাগান১ বলেছেন: গ্রেনেড ফেরিওয়ালারা কিছু করে নাই- এটা বলা ঠিক না

২৪ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৫

জুল ভার্ন বলেছেন: যেমন ছাত্র উত্তর তেমনই দিতো =p~

৫| ২৪ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৯

কামাল৮০ বলেছেন: আমার লেগেছে।এই দেশে একমাত্র আওয়ামী লীগ জনগনের ভোটে ক্ষমতায় এসেছে।বিএনপ,জাতীয় পার্টি এসেছে সামরিক শাসন জারি করে।

২৫ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: আপসোস! মধ্য রাতে ব্যালট বাক্স ভরে রাখার ভোট রংগ নিয়েও গর্ব করতেও আমাদের লজ্জা হয়না!

৬| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৪

ক্যাঁচাল ভাই বলেছেন:
ব্লগে ক্যাঁচাল কবে থেকে শুরু হয়? =p~

২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: আশা করি পোস্টের বহির্ভূত এইসব আজাইরা প্রশ্ন আমাকে করবেন না।

৭| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৯

জ্যাকেল বলেছেন: আফসুস যে কিছু কিছু মানুষ এতটাই নির্লজ্ব হয় যে এদের কাপড় চোপড় পরনের দরকার দেখতেছি না। মাঝ রাতে সুন্দর করে ব্যালট বাক্স পুড়ে ইনারা গণতন্ত্রের জয়গান করতে সিদ্বহস্ত।

২৬ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৯

জুল ভার্ন বলেছেন: এদের অসুস্থ বিকারগস্ত সমর্থকও আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.