|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
উলঙ্গ রাজা- নীরেন্দ্রনাথ চক্রবর্ত।।
সবাই দেখছে যে, রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে।
সবাই চেঁচিয়ে বলছে, সাবাশ, সাবাশ!
কারও মনে সংস্কার, কারও ভয়;
কেউ-বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে;
কেউ-বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক;
কেউ ভাবছে, রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে
পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। 
গল্পটা সবাই জানে।
কিন্তু সেই গল্পের ভিতরে
শুধুই প্রশস্তিবাক্য-উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু, ফন্দিবাজ অথবা নির্বোধ
স্তাবক ছিল না।
একটি শিশুও ছিল।
সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু।
নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।
আবার হাততালি উঠছে মুহুর্মুহু;
জমে উঠছে স্তাবকবৃন্দের ভিড়।
কিন্তু সেই শিশুটিকে আমি
ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না।
শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে?
নাকি সে পাথর-ঘাস-মাটি নিয়ে খেলতে খেলতে
ঘুমিয়ে পড়েছে কোনো দূর
নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়?
যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো।
সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে
নির্ভয়ে দাঁড়াক।
সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক:
রাজা, তোর  কাপড় কোথায়?
(আমার প্রিয় একটি কবিতা)
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩০ শে আগস্ট, ২০২২  ভোর ৫:২১
৩০ শে আগস্ট, ২০২২  ভোর ৫:২১
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা।
২|  ৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:১১
৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন কেউ বলেনা, রাজা তোমার কাপড় কোথায়? সবাই তোষামোদীতে ব্যস্ত!
  ৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:৫৩
৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:৫৩
জুল ভার্ন বলেছেন: হামলা-মামলা-গুম-ক্রস ফায়ার.... ভাগ্য বেশী ভালো হলে কিছুদিন পর কোনো এক "রাস্তার পাশে ভবঘুরের মতো ঘুরতে থাকা অবস্থায় উদ্ধার"!
৩|  ৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:৫৩
৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:৫৩
সাখাওয়াত হোসেন  বাবন বলেছেন: তালি দিচ্ছি খালি 
ভাত নয় খাচ্ছি শুধু বালি ........
সামনে আছি নতজানু 
পেছনে ভাসছে গালি ।
  ৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:৫৫
৩০ শে আগস্ট, ২০২২  সকাল ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: ক্ষমতার মসনদে বসে শুধু তালিয়াই দেখে-শোনে!
৪|  ৩০ শে আগস্ট, ২০২২  সকাল ১১:৩৮
৩০ শে আগস্ট, ২০২২  সকাল ১১:৩৮
নীল আকাশ বলেছেন: উনি উলঙ্গ রানী নিয়ে কিছু লিখেনি?
  ৩০ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:৪২
৩০ শে আগস্ট, ২০২২  দুপুর ১২:৪২
জুল ভার্ন বলেছেন: গুমের ভয় ওখানেও আছে!
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২২  রাত ৯:৫২
২৯ শে আগস্ট, ২০২২  রাত ৯:৫২
জটিল ভাই বলেছেন:

প্রিয় ভাই, আপনি হয়তো জানেননা যে সেই শিশুগুলা এখন বিজ্ঞানের অগ্রযাত্রায় ভ্রুণেই ধ্বংস হয়ে যায়
তাইতো বিজ্ঞান এতো মহান