নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বিড়ালের ছবি ব্লগ......
আমাদের বিল্ডিং এর কেয়ার টেকার/ সিকিউরিটি গার্ড মিলে বেশ কয়েকটা বিড়াল পোষে। আমিও বিড়াল পছন্দ করি। কিন্তু বিড়ালের "প্রাকৃতিক কাজ" অসহ্য বলে গৃহকর্তী বিড়াল পছন্দ করেনা বলে বাসায় পোষা হয়না। বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কেউ ওদের পছন্দ/অপছন্দ করলে ঠিকই বুঝতে পারে। আমি ওদের পছন্দ করি বলেই আমাকে দেখলেই দৌঁড়ে আমার কাছে চলে আসবে। পায়ের সাথে ওদের গা ঘঁষবে। আমি ডাকলে আমার সাথে বাসায় এমনকি ছাদেও যাবে। সেল ফোন ক্যামেরায় আমি বিভিন্ন সময় বিড়ালদের ছবি তুলেছি- যার কয়েকটা ছবি ব্লগে শেয়ার করছি।
আদর সোহাগ।
লক্ষ্মী বিড়াল।
স্নান সেরে গা শুকাচ্ছে।
মা-মেয়ের ঘুম।
মা ঘুমাচ্ছে, মেয়ে সজাগ দৃষ্টি রাখ.।
শীতে জড়সরো।
ভাবছে ভবিষ্যত নিয়ে।
৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৫
জুল ভার্ন বলেছেন: আমি বিড়ালের পা ছুঁয়ে আদর করছিলাম, বিড়াল তা উপভোগ করছিল।
২| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৩
জটিল ভাই বলেছেন:
যারা আমাদের কবিতা লিখা দেখে অতিষ্ট হোন তাদের উদ্দেশ্য বলছি, এবার ছবিব্লগের জন্য আলাদা পেইজ করার আন্দোলন করুন
অনবরত ছবিব্লগ দেখে মনে হচ্ছে আবারো ছবিব্লগ প্রতিযোগিতা শুরু হয়েছে
পোস্ট বিড়ালের মতোই কিউট হয়েছে প্রিয় ভাই
৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯
জুল ভার্ন বলেছেন: আমি টেনশনে আছি, বিড়ালের ছবি দেখে পণ্ডিতেরা আবার গাধা ভেবে জ্বলে উঠে!
৩| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার বাসায় একটা বিড়াল আসে (খাবারের লোভে)। আমার বাচ্চারা ওকে ডাকে মাইলো!!
ওর বেশ কিছু ছবি আমি তুলেছি।
৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২১
জুল ভার্ন বলেছেন: আমাদের নাতনি একটা বিড়ালের নাম দিয়েছে মৌশী। নাম ধরে ডাকলে মৌশী একাই দৌড়ে আসে।
৪| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিলাই রে বিলাই
ইচ্ছে হয় তরে ধইরা কিলাই
আসলেই বিলাই জিনিসটা বড্ড মায়ার
তবে বজ্জাতও আছে
৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৩
জুল ভার্ন বলেছেন: কবিরা সব কিছু নিয়েই কবিতা লেখে! এমনকি ছন্দে ছন্দে মনের আনন্দে কবিতার মাধ্যমে কিলায়!,
৫| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৩
কামাল৮০ বলেছেন: যারা নিষ্ঠুর তাদের প্রানীর প্রতি দয়া মায়া থাকে না।বিড়াল দুটি দেখতে সুন্দর।
৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪
জুল ভার্ন বলেছেন: আমার চোখেবসব বিড়ালই সুন্দর!
৬| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৫
ভুয়া মফিজ বলেছেন: বিলাই দেখলেই আমার ঢিল মারতে ইচ্ছা করে। এদেশে কায়দামতো দু'একবার মেরেছি। তবে, দেশের বিলাইগুলো যেভাবে ঝেড়ে দৌড় দেয়, এরা সেরকম না। এরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
শেষের বিলাইটা মনে হয় ব্লগ নিয়ে চিন্তিত!!
৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৬
জুল ভার্ন বলেছেন: ছেলে বেলায় আমিও বিড়াল কুকুর দেখলেই ঢিল মারতাম এবং ধাওয়া দিতাম। সেই জন্য বিড়াল কুকুর আমাকে দেখামাত্র খিচ্চা দৌড়াইতো!
৭| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৪
আরোগ্য বলেছেন:
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫১
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
৮| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
মিরোরডডল বলেছেন:
প্রথম ছবিটা ভীষণ কিউট !
বিল্লুটার নাম কি ?
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫২
জুল ভার্ন বলেছেন: ওর নাম বিল্লুসোনা❤️
৯| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৩
মিরোরডডল বলেছেন:
ভুয়া মফিজ বলেছেন: বিলাই দেখলেই আমার ঢিল মারতে ইচ্ছা করে। এদেশে কায়দামতো দু'একবার মেরেছি।
হা হা হা হা ……… ভুমের পক্ষেই এটা সম্ভব
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৩
জুল ভার্ন বলেছেন: আপু, ছেলে বেলায় আমিও অমন ছিলাম
১০| ৩০ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০
শূন্য সারমর্ম বলেছেন:
কুকুর/ বিড়ালের মধ্যে সবচেয়ে পছন্দ কোনটা আপনার?
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৫
জুল ভার্ন বলেছেন: দুটোই পছন্দ করি। আমি গৃহপালিত পোষা প্রাণী, পাখি, মাছ, গাছপালা পছন্দ করি।
১১| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: বাঘও এক ধরণের বিড়াল। অস্ট্রেলিয়াতে কোন বিড়াল আগে ছিল না। ১৮০০ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়াতে বিড়াল নিয়ে যায় ইউরোপের মানুষেরা।
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৬
জুল ভার্ন বলেছেন: এই বিষয়টা জানতাম না। সম্ভব হলে বিস্তারিত লিখবেন।
১২| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৪০
ইসিয়াক বলেছেন: ভাবছে ভবিষ্যৎ নিয়ে.. …হা হা হা ভালো লাগলো প্রিয় ব্লগার।
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৩| ৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৩
জুন বলেছেন: আমাদের বাসায় একবার একজন বিদেশীনি এসেছিল, সে কয়েকটি বাসা ঘুরে বিস্মিত হয়ে আমাকে প্রশ্ন করেছিল "একি তোমাদের কারো বাসায় কোন পোষ্য প্রানী দেখলাম না"! ওরা নিজেরা না খেয়েও একটা বিড়াল পালবেই। আপনার বিড়ালগুলো খুব কিউট। আমার একটা লেখা আছে ব্লগে বিড়াল নিয়ে নাম তুং তুং এক মুটু বিড়ালের উপাখ্যান সেখানে তুং তুং এর অনেক ছবি আর কাহিনী যার শেষটা দুঃখজনক। +
৩০ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৮
জুল ভার্ন বলেছেন: আপনার বিড়াল নিয়ে তুং তুং মটু বিড়াল পোস্ট আমি দেখার সুযোগ পাইনি।
ধন্যবাদ।
১৪| ৩১ শে আগস্ট, ২০২২ রাত ২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার বাসায় বিড়াল আছে। মেয়ের বিড়াল। কিন্তু, এখন দেখা যাচ্ছে মেয়ের মা ও ভাইয়েরাই ওটাকে বেশি আদর করে !! তবে, বিড়ালের প্রাকৃতিক কর্মসমূহে আমি যারপরনাই বিরক্ত। কিন্তু এটার প্রতি এখন একটা মায়াও জন্মে গেছে। এবং বিড়াল নিয়ে এক গল্পের পল্টও মাথায় ঘোরাঘুরি করছে।
বেশি বললাম না, যদি জাইন্যা যান!! এ নিয়ে ভবিষ্যতে পোস্ট দিব
ছবিগুলো সুন্দরই।
৩১ শে আগস্ট, ২০২২ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: আমরা প্রায় সবাই বিড়াল পছন্দ করি কিন্তু বিড়ালের প্রাকৃতিক কর্মসমূহে বিস্তর বিরক্ত! 'প্রাকৃতিক ডাকে'র প্রাত্যাহিক কর্ম সম্পাদনের জন্য বাড়ির নির্দিষ্ট একটা স্থানে এক স্কয়ার মিটার যায়গা জুড়ে ৪ ইঞ্চি পুরত্বে বালির বেসমেন্ট তৈরী করে দিবেন। সেখানে পায়খানা করে নিজেই বালু দিয়ে ঢেকে দিবে। কিন্তু প্রস্রাব করবে আপনার বিছানায়, সোফায়- যা ফেরানো যাবেনা।
বিড়াল নিয়ে আপনার গল্পের পূর্ণতা পেলে আমাদের সাথে শেয়ার করবেন।
শুভ কামনা।
১৫| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯
ইমরোজ৭৫ বলেছেন:
বিলাই দ্যা পাওয়ার। বিড়াল এর দেহ ধরতে কেমন লাগে? মজা লাগে না?
আমাকে যদি বলা হয় “আমার এক হাতে এক কোটি ডলারের চেক ও আরেক হাতে বিলাই আছে। তুমি কোনটা ধরবা?” আমি তো বিলাই আতাবো।
৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৬
জুল ভার্ন বলেছেন: চেক হলেই যেহেতু টাকার নিশ্চয়তা নাই তাই নগদে বিলাই ভালো।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩১
শেরজা তপন বলেছেন: আজকে ছবি দেখতে দেখতে ব্লগারদের সময় ভালই কাটবে মনে হচ্ছে।
বেশ পিরিত দুজনার- প্রথমটা চমৎকার।