নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য এলিজি....

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:০৭

তোমার জন্য এলিজি....

নিঃসংগ মন কার জন্য অপেক্ষা করে?
যে আসবো বলেও আসবে না।
যে এসেও থাকবেনা,
নাকি, যে থেকেও নেই?
ঠিক কার জন্য- এই অপেক্ষা?


বুক জুড়ে মস্ত ক্রেটার, শরীর জুড়ে ক্ষয়,
শুধু প্রাণ আছে বলে
বেঁচে আছে দুটি শব্দ- জয়, পরাজয়।


বিনা বাক্যে সয়ে যেতে পারি উপেক্ষা,
দাঁতে দাঁত চেপে সয়ে নিতে পারি
শাণিত কথার ক্ষত যন্ত্রণা,
মুখের পেশীর সামান্য কুঞ্চন ছাড়াই
বইতে পারি কলংকের দারুণ বোঝা।
নির্দিধায় ছেড়ে দিতে পারি
পার্থিব যা কিছু সব,
কেবল মনুষ্যত্ব আর ভালোবাসা ছাড়া,
ওটুকুই এ জন্মের শেষ সম্বল।


তোমার জন্য দু-এক পশলা বৃষ্টি হোক,
তোমার জন্য হেসে উঠুক দীঘল চোখ।
তোমার জন্য গভীর রাতে ফুল ফুটুক,
তোমার জন্য আকাশ জুড়ে তারা জ্বলুক।
তোমার জন্য বাতাস জুড়ে গান বাজুক,
তোমার জন্য জ্যোৎস্না স্রোতে নাও ভাসুক।
তোমার জন্য লাগানো দুটি তালগাছ-
বিরহী মহিরুহ হোক।


আমার জন্য দু-এক ফোঁটা চোখের জল,
আমার জন্য অন্তরালেই থাকুক একটু শোক।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪২

কামাল৮০ বলেছেন: সুন্দর উপলব্ধি।মহত মনের প্রকাশ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০২

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




চমৎকার.... চমৎকার!!!

৩য় প্যারার জন্যে বলতেই হয়, আর যাকে যা-ই দিন না কেন কাউকে প্রেম দিতে নেই ।
কি থাকে নিজের ওটুকু ছাড়া ?


তবে শনিত কথার ক্ষত যন্ত্রনা লাইনটিতে "শনিত" শব্দটি সম্ভবত "শানিত" হবে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: জী এস ভাইজান, বানান ভুল ধরিয়ে দেওয়ার জন্য জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞ। টাইপো হয়েছিলো। এডিট করে দিচ্ছি।

"অপাত্রে" প্রেম দিতে নেই - বলাই সমুচিত হবে। আর ভালোবাসা জমিয়ে রেখে কি লাভ, যদি ভালোবাসার সেই মানুষটি না-ই বুঝলো.....যার জন্য তালগাছ লাগিয়ে ছিলাম! =p~

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতাটি চমৎকার হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

জুল ভার্ন বলেছেন: কষ্টের কবিতা ভালো হয়।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

শূন্য সারমর্ম বলেছেন:


বুক জুড়ে মস্ত ক্রেটার, শরীর জুড়ে ক্ষয়,
শুধু প্রাণ আছে বলে
বেঁচে আছে দুটি শব্দ- জয়, পরাজয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

জুল ভার্ন বলেছেন: জ্বি, এটা আমার উপলব্ধি.....

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

পোড়া বেগুন বলেছেন:
চমৎকার হয়েছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ বেগুন ভাই।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫১

খায়রুল আহসান বলেছেন: 'মনুষ্যত্ব আর ভালবাসা' - এ জনমের শেষ সম্বল! চমৎকার একটা উপলব্ধির প্রাঞ্জল প্রকাশ!
"বুক জুড়ে মস্ত ক্রেটার, শরীর জুড়ে ক্ষয়,
শুধু প্রাণ আছে বলে
বেঁচে আছে দুটি শব্দ- জয়, পরাজয়"
- এ কথাগুলোও অত্যন্ত অর্থবহ, অনুরূপ পরিস্থিতিতে যারা রয়েছেন, তারা বুঝবেন এর মর্মবাণী এবং এ পংক্তিগুলো দ্বারা অনুপ্রাণিত বোধ করবেন।
অত্যন্ত চমৎকার এ কবিতাটিতে শ্রদ্ধেয় আহমেদ জী এস এর পর দ্বিতীয় প্লাসটি আমি রেখে গেলাম। + +

০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৮

জুল ভার্ন বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় স্বজন, এভাবে শব্দ-বাক্য চিনহিত করে প্রসংশা করায় নিজেকে খুব ভাগ্যবান মনে করছি- আপনার মতো একজন গুণীজন আমার এই ছাইপাশ লেখা এতোটা মনোযোগ দিয়ে পড়েছেন ভেবে।

অন্যদিকে, প্লাস বা প্রসংশা করার মতো ঔদার্য্যতা এখনো আমরা সবাই অর্জন করতে পারিনি- এ আমাদের মানসিক দীণতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.