নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
উপহারের বিড়ম্বনা.....
আমার নামে বাসার ঠিকানায় DHL থেকে একটা পার্সেল এসেছে। চমৎকার প্যাকিং- উপরে নাম, ঠিকানা এবং সেলফোন নম্বর সঠিক। নিয়মানুযায়ী বাড়ির কেয়ারটেকার রিসিভ করে বাসায় পৌঁছে দেয়। কেয়ারটেকার এর হাত থেকে আমিই রিসিভ করি।
বাসায় উপস্থিত সবার সামনেই প্যাকেট খুলছি...র্যাপিং পেপারে মোড়ানো- এক, দুই, তিন, চার এবং পঞ্চম পর্ব খুলে ছবির এই উপহার পেলাম। উপহার দেখে আমি নিজেই বিব্রত- যা আমার জন্য উপযোগী নয়! ভিতরে প্রেরকের কোনো ঠিকানা নাই.....
স্ত্রী, সন্তানদের, পুত্রবধূর এমনকি নাতনীরও প্রশ্ন- "কে দিয়েছে?"
আমি যতই বলি- "আমি এমন কাউকে চিনিনা, জানিনা- যে এমন একটা উপহার আমাকে পাঠাতে পারেন....."- সবার মুখ চোখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারি- আমার জবাব কারোরই বিশ্বাসযোগ্য মনে হয়নি.....
আমিও বিব্রত, অস্বস্তিবোধ করছি!
বিশ্বসংসার আর ক্ষুদ্র জীবনের ইতিহাস তন্নতন্ন করে খুঁজেও তেমন কাউকে পাচ্ছিনা, যে আমাকে এমন একটা উপহার পাঠিয়ে স্ত্রী সন্তানদের, পুত্রবধূ নাতনীর সামনে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে.....
কিংকর্তব্যবিমুঢ় আমি একাকী উপহার সামনে নিয়ে বসে আছি! লক্ষ্য করে দেখি, পার্সেলের মূল প্যাকেটের উপরে যে নাম লিখেছে তেমন নামের বহুজনকে চিনি। যে ফোন নম্বর ব্যবহার করে পার্সেল করেছে সেই 01752.... ফোন নম্বর আমারই একটা পুরনো নম্বর(প্রথম ৯ ডিজিট) যা গ্রামীণ ফোনের শুরুতে অনেক দাম দিয়ে কিনেছিলাম.....
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭
জুল ভার্ন বলেছেন: আজ তিন দিন যাবত আমি পুরাই ফিদা!
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার বাল্যকালের কোন বান্ধবী পাঠাল না তো?
ছবির মেয়েটা সামনের দিকে ঘুরে থাকলে হয়তো চিনতে পারতেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯
জুল ভার্ন বলেছেন: বিশ্বসংসার তন্নতন্ন করে খুঁজেও তেমন কাউকে পাচ্ছিনা!
বাস্তবে কেউ থাকলেই না ছবিতে থাকবে!!
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮
কামাল৮০ বলেছেন: অপেক্ষার ধাঁধা বেশিক্ষণ ভাল লাগে না।গিন্নির সামনে খুলবেন না।কি খুঁড়তে আবার কি বেরিয়ে পড়ে,বলাতো যায় না।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬
জুল ভার্ন বলেছেন: "চোর পালালেই বুদ্ধি বাড়ে"- যে বোকামি করেছি.....জানিনা এর খেসারত কতো দিন দিতে হবে!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯
পোড়া বেগুন বলেছেন:
কি এমন উপহার!
যা বুড়ো বয়সেও
আপনাকে বিব্রত করছে।
ঝেড়ে কাসুনতো!
প্রেরক নাকি প্রেরিকা?
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
জুল ভার্ন বলেছেন: বেগুন ভাই, উপহার তেমন কিছুইনা, তাতেই জীবন পোড়া বেগুন ভর্তা!
প্রেরকের নাম দেখে উভচর প্রাণী মানে উভয় লিংগ মনে হয়।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
গেঁয়ো ভূত বলেছেন:
"আমাদের বিল্ডিংয়ে একজন ফ্ল্যাট মালিক আছেন যিনি মাঝারি সাইজের আমলা.....ক্ষমতার দম্ভে আর অহংকারে সবাইকে তুচ্ছতাচ্ছিল্য করে হরহামেশাই। আমার ছাদ বাগান নিয়েও কটাক্ষ করে।"
উনার সাথে কি ঝামেলা মিটেছে?
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০১
জুল ভার্ন বলেছেন: ভূত ভাই, আপনি তো ভালো জিনিস মনে করছেন - এভাবেতো ভাবিনি! তবে সেই লোক গাঁটের পয়সা খরচ করে এমন কাজ করবে বলে মনে হয়না!
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৭
রেজাউল৮৮ বলেছেন: +880255668100 এটা ডিএইচএল বাংলাদেশের কাস্টমার সাপোর্টের নাম্বার। ওয়ার্কিং ডে গুলোতে সকাল ন'টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।
কেবল কথা বলে কনফার্ম করলাম : ডি এইচ এলের মাধ্যমে বাংলাদেশ থেকে বাংলাদেশে কোন ডকুমেন্ট / পার্সেল প্রেরণ করা যায় না ।
বিজনেস অ্যাকাউন্ট থাকলে সম্ভব, তবে সেক্ষেত্র প্যাকেটের গায়ে প্রেরকের বিজনেস একাউন্টের পূর্ণ তথ্য থাকবে।
দেশের বাহির থেকে কেউ পাঠালে সেইখানকার লোকাল মোবাইল নম্বর দিতে হবে, বাংলাদেশের গ্রামীণফোন নম্বর দিয়ে পাঠানো যাবে না।
গল্পই যদি লিখবেন, একটু বিশ্বাসযোগ্য করে লেখার চেষ্টা করেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৪
জুল ভার্ন বলেছেন: মিঃ ছিদ্রান্বেসী, আপনার মতো কিছু মাল্টি আজাইরা আইডি এইসব খুঁত ধরার জন্যই রেজিস্ট্রেশন করা হয়। আমি কি কোথাও বলেছি- বিজনেস একাউন্ট থেকে কিম্বা বিদেশ থেকে পাঠায়নি। ডি এইচ এল সম্পর্কে আমার ধারণা আছে- যেহেতু আমার কোম্পানী ডিএইচ এল একাউন্ট হোল্ডার। আর যদি গল্পই লিখি- সেটা গল্পের মতোই লিখবো- বিশ্বাসযোগ্য হবে কি হবেনা, সেটা লেখকের বিবেচনা নয়, পাঠকের বিবেচনা।
সত্য মিথ্যা যাচাই করার জন্য বেশুমার ক্লেশ করার জন্য ধন্যবাদ।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
শেরজা তপন বলেছেন: সেইবেলায় কাউকে দিয়েছিলেন- সে এখন ফেরত দিয়ে শোধ নিয়েছে
ভাল করে ভেবে দেখেন কোন একদিন কোন সদ্য কৈশোর পেরুনো কোন কন্যাকে দিয়েছিলেন কি না??
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪২
জুল ভার্ন বলেছেন: সেই বেলায় তো অনেককেই দিয়েছিলাম- কে যে এই বেলায় ফেরত দিয়ে বিপদে ফেললো!
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১১
জুন বলেছেন: প্যাকেটে প্রেরকের নাম ঠিকানা নেই ! মনে হয় ভুল করেছে প্রেরক।
আপনার বিড়াল পোস্টে লিখেছিলাম বিড়াল নিয়ে লেখা আমার একটি পোস্টের কথা । লিংকটা এখানেই দিলাম বলে কিছু মনে করবেন না কারন ল্যাপটপ্টা বড় ডিস্টার্ব দিচ্ছে, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে সময় পেলে পড়বেন আশাকরি ।
"তুং তুং " এক মুটু বিড়ালের উপাখ্যান
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩১
জুল ভার্ন বলেছেন: ভূতুড়ে গিফট!
সেদিন বিড়াল পোস্টে তুং তুং .....পোস্টের শিরোনাম লিখেছিলেন, কিন্তু লিংক দেননি। তারপরও আমি সেই পোস্ট খুঁজেছিলাম কিন্তু অনেক পোস্টের ভীরে লিংক ছাড়া খুঁজে পাইনি। এবার লিংক ধরে অবশ্যই পড়বো।
ধন্যবাদ।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৪
রানার ব্লগ বলেছেন: আচ্ছাআআআআআআআ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সাফাই দিয়ে লাভ নাই !!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৩
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: কাণ্ডটা কে করলো?
এই প্রশ্ন আমার মগজে আটকে থাকবে মেলা দিন।