নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যারা সবকিছুতেই পজিটিভ তাদের থেকে দূরে থাকুনঃ
১. জীবনে চেষ্টা করবেন, যদি বিফল হন তবে আফসোস থাকবেই। আবার এই বিফলে যাবার জন্য অনেক পেরেশানি তৈরি হবে- সাথে ডিপ্রেশন ফ্রি, তবুও হতাশ হবেন না।
২. কাউকে অনেক বিশ্বাস করেছেন সে আপনার বিশ্বাস ভংগ করেছে, এই জন্য আপনার মনে তার প্রতি ঘৃণা তৈরি হবে এটা খুবই স্বাভাবিক, রাগ-ক্ষোভ দুটোই তৈরী হবে যা মানুষের ধর্ম।
৩. কাউকে সত্যিকারভাবে অনেক ভালবেসেছেন, সে আপনার কথা না ভেবেই অন্যজনের হাত ধরেছে। সেই ভালবাসা- মায়ার জন্য আপনি দিন রাত একাকী কষ্ট পেতেই থাকবেন যা মনের ধর্ম। অতএব মেনে নিন।
৪. কারো মাধ্যমে প্রতারিত হয়েছেন, এখন সেই ব্যাক্তিকে আপনি অভিসম্পাত করছেন কারণ আপনি নিজে তাকে শাস্তি দিতে পারছেন না, যা স্বাভাবিক। অসহায় মানুষের অভিসম্পাতই শেষ সম্বল।
৫. আপনার বড় কোন অসুখ হয়েছে, যার নিরাময় কষ্টসাধ্য, এইজন্য সুস্থতাকে আদর্শ ধরে আপনি নিজেকে দূর্ভাগা ভাবছেন, এই ভাবনা আসাটাই স্বাভাবিক। সহ্য করার বিকল্প নাই।
৬. আপনি আপনার চোখের সামনে দেখছেন- বহু মানুষ কুকাজ/ অপরাধ / নাই কাজ করেও দিব্যি সমাজে আরাম আয়েশে আছে, এইসব দেখে একজন নিয়মিত খেটে খাওয়া মানুষের হিংসা হবেই বা রাগ উঠবেই, এবং ওই সমাজের প্রতিও বিতৃষ্ণা জাগবেই যা স্বাভাবিক। এখানে আপনার কিছুই করার নাই-মেনে নিন।
৭. একই পরিশ্রম করে কেউ সাফল্যের চূড়ায় আর কেউ অকৃতকার্য, তাতে আপনার খারাপ লাগাটা হিমালয় পর্বতের সমানই হবে- উপায় নাই, মেনে নিন।
৮. খারাপ মানুষ কোথাও আদৃত আর আপনি সৎ হয়েও অবহেলিত, খারাপ লাগা স্বাভাবিক- এটা আপনার ভাগ্য।
৯. একই বিদ্যার্জন করে কেউ হোম মেকার, কেউ বেকার, আবার কেউ কর্পোরেট অফিস দাপিয়ে বেড়ায় আপনার তাতে খারাপ লাগবেই- কিছুই করার নাই। এটাই আপনার নিয়তি, মেনে নিন।
১০. একই সুযোগ সুবিধা দেয়া সত্বেও পাশের বাড়ির ছেলেমেয়েগুলি লেখা পড়ায়, কাজে কর্মে মনোযোগী। কিন্তু আপনারগুলি বেয়ারা, আপনার মেজাজ খারাপ হবেই তাতে- কাউন্সেলিং করে দেখতে পারেন।
১১. পাশের বাড়ির নিষ্কর্মা ভবঘুরে ছেলের সুন্দরী বৌ। আর আপনি যোগ্য তবুও তার বৌয়ের মত সুন্দরী বৌ পান নি, আপনি ওই নিষ্কর্মাকে প্রতিদিনই মনে মনে ভৎসর্না করবেন, হিংসা করবেন- যা স্বাভাবিক!
.......... এমন আরো বহু বাস্তবতার মধ্য দিয়ে আমরা প্রতিদিনই যাই। কিন্তু কোন কোন বেকুফ বান্দা আছে যারা এইসব ঘটনাগুলো আপনাকে বলবে, পজিটিভলি নিতে। বলবে- 'যা হবার হয়েছে, আবার নতুন করে শুরু করেন/ভাবেন/ সাজান/মাফ করে দেন/ যা পেয়েছেন নিজেকে তুষ্ট ভাবেন' এবং আরো কতভাবে ঘটিত বিষয়গুলোকে পাত্তা না দিতে বলবে যা কোনভাবেই বাস্তব অনুভূতির সাথে যায়না। কথা হইল- আপনার মন ভাংছে, আপনি কতটা কষ্ট পাচ্ছেন তা আপনি জানেন। এই অবস্থায় আপনি কোন উপায়ে নতুন করে নিজেকে সাজাতে পারেন?
সম্ভব?
সম্ভব না।
আবার আপনি একটা কিছু করার জন্য, হবার জন্য নিজেকে তিলতিল করে তৈরী করেছেন কিন্তু লাস্ট টাইমে সেটা আর আপনার হওয়া হলনা। অর্থাৎ আপনি পারলেন না। তাহলে এই না পাওয়া থেকে আবার শুরু করা নতুন করে কি করে এতই সহজ???
সহজ না।
বাস্তবতা ভিন্ন। এমন অনেক ঘটনায় মানুষ কষ্ট পাবেই। তাই বলে সাথে সাথেই ভুলে যাওয়া বা নিজেকে নতুন করে তৈরি করা অনেক কঠিন।
অতএব, ওইসব 'শতভাগ পজিটিভ পাগল'দের কাছ থেকে নিজেকে দূরে রাখবেন। কারণ তারা আপনাকে বাস্তবতা থেকে দূরে নিয়ে কল্পনার জগতে বাঁচিয়ে রাখতে চায়, যা পাগলের পক্ষেই সম্ভব। তার চেয়ে বাস্তবতাকে ফেস করলেই লাভ তাতে জীবনবোধ তৈরি হয়।
সবার খারাপ লাগা, কষ্ট আর সাফল্যহীন শ্রমের প্রতি শ্রদ্ধা রেখে সবার জন্য শুভকামনা।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: নাই, কিন্তু যারা পজেটিভ তাদের কাছে সেটাই চিরন্তন সত্য এবং সেটাই অন্যদের মেনে নিতে বলে!
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০২
কামাল৮০ বলেছেন: বাস্তবতাকে মেনে নেয়াই ঠিক কাজ।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৬
জুল ভার্ন বলেছেন: 'মেনে নেওয়া, আর বাধ্য হয়ে মেনে নেওয়া'র মধ্যে বিস্তর ফারাক। তবুও নিরুপায় হয়েই মেনে নিতে বাধ্য হই।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১২
নতুন বলেছেন: পজিটিভি চিন্তা মানুষকে বাস্তবতাকে মেনে সামনে এগিয়ে যেতে সাহাজ্য করে।
শতভাগ পজেটিভিটি কি বুঝতে পারলাম না।
বলবে- 'যা হবার হয়েছে, আবার নতুন করে শুরু করেন/ভাবেন/ সাজান/মাফ করে দেন/ যা পেয়েছেন নিজেকে তুষ্ট ভাবেন' এবং আরো কতভাবে ঘটিত বিষয়গুলোকে পাত্তা না দিতে বলবে যা কোনভাবেই বাস্তব অনুভূতির সাথে যায়না। কথা হইল- আপনার মন ভাংছে, আপনি কতটা কষ্ট পাচ্ছেন তা আপনি জানেন। এই অবস্থায় আপনি কোন উপায়ে নতুন করে নিজেকে সাজাতে পারেন?
সম্ভব?
বেশির ভাগ মানুষই সারাজীবন কোন কস্ট নিয়ে পরে থাকেনা। যে যত তাড়াতাড়ি নতুন করে শুরু করে সে তত ভালো থাকে। তাই যারা নতুন করে শুরু করতে পরামর্শ দেয়ে তারা খুব একটা খারাপ কিছু বলে না।
আর অবশ্যই যে কোন কস্টের আঘাতটা মেনে নিয়ে, হজম করার সময় নিতে হবে। তারপরে শুরু করতে হবে। কস্ট ইগনর করলে সমস্যা বাড়বে বই কমবে না।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৯
জুল ভার্ন বলেছেন: যেখানে শ্রম, মেধা আর সততার মূল্যায়ণ হয়না, সেখানে আমরা ভাগ্য নির্ভর, পরিনতি মেনে নেওয়া ছাড়া উপায় নাই!
কষ্টেরও একটা সীমা আছে- যেমন সব কিছুরই একটা সীমা থাকে। কিন্তু সেই সীমা অতিক্রম করলেও আমাদের কিছুই করণীয় থাকেনা- মেনে নেওয়া ছাড়া।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৭
নতুন বলেছেন: কিন্তু সেই সীমা অতিক্রম করলেও আমাদের কিছুই করণীয় থাকেনা- মেনে নেওয়া ছাড়া।
তাই পজেটিভ ভাবনা থাকলে মানুষ নতুন করে পথ খুজবে, বসে থাকবেনা। সমস্যা যেহেতু দূনিতি, স্বজনপ্রীতির মতন অনেক ফর্মে আসে তাই অন্য রকম ভাবে সমাধানের পথও খুজতে হবে।
সেটা পজেটিভ চিন্তা থেকেই আসবে। মানুষ তখন না পাওয়ার কস্ট ঝেড়ে ফেলবে, বলবে, ব্যাপারনা আবার উঠে দাড়াবে, নতুন চেস্টা শুরু করবে।
হতাশা থেকে কিছুই আসবে না, জীবনের গতি থেমে থাকবে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৭
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
লজিক্যাল ভাবনায় পজিটিভ/নেগেটিভ ধরা পড়ে ; সামনের পথ দেখতে পাওয়া যায়।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৮
জুল ভার্ন বলেছেন: সবই বুঝি। কিন্তু বাস্তবতা খুব কঠিন, খুব বেশী কষ্টের!
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
মেনে নেয়া ছাড়া উপায় নাই!!
সবটাই জীবনের অংশ এই সব নিয়েই চলতে হবে।
০৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১২
জুল ভার্ন বলেছেন: অসহায় মানুষের শেষ শক্তি 'মেনে নেওয়া'!
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৪
কামাল৮০ বলেছেন: দুূঃখ কষ্টের হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়।জয়লাভের আগ পর্যন্ত সংগ্রাম করা।যেটা একার যুদ্ধ সেটা একাই করতে হবে,যেটা সামাজিক সেটা করতে হবে সমাজ বদ্ধ ভাবে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৫
জুল ভার্ন বলেছেন: আপনি অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আপনি অভিজ্ঞতা থেকে মন্তব্য করেন- কাজেই দ্বিমত নাই।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: সব কিছুতেই পজিটিভ থাকা মানে হল আমার গালে কেউ একটা চড় মারল এটাকেও পজিটিভভাবে নিতে হবে।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২
জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতভাগ পজিটিভ বলে কিছু আছে কি? বাস্তবতাকে উপলব্ধি করতে হবে।