নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

কেউ কথা রাখে না সুনীলবাবু.....

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৯

কেউ কথা রাখে না" সুনীলবাবু.....

"কেউ কথা রাখে না" সুনীলবাবু.....
শরৎ বাবু, আমিও জানিনা- সে এখন কোথায় কেমনা আছে!
নীরাও কথা রাখেনি!

আপনি ভালোবাসায় তাকে অমর করে দিলেন। প্রতিটি কবিতায় তার মুখ, তবু নীরা ভালোবাসেনি আপনাকে। আমিও তো নিজেকে উৎসর্গ করে তাকে ভালোবাসতে চেয়েছিলাম, তবুও সে কথা রাখলো না। কতটা ভালোবেসে লিখতেন? বোষ্টুমি তার অন্তরাটুকু শুনিয়েছিল।
কেন লিখলেন না- বিশ্বাস ভঙ্গের বেদনা আপনাকেও ছুঁয়েছিল আমারই মতো?
কত চন্দ্রভূখ অমাবস্যা পার হলাম, তবু সে তো আসেনি!

নাদের আলীরা মুখ লুকিয়ে বেঁচে থাকে এখন, তিন প্রহরের বিল গ্যাছে শুকিয়ে। লাঠি লজেন্সের দাম বেড়েছে, অসহায় দারিদ্রতা এখনো পায় না ছুঁতে ওদের। সুন্দরী রমণীরা সত্যিই ফিরেও তাকায় না আমার দিকে। আর আমি শ্বাসকষ্টে ভোগা রুগীর মতো হাফ টেনে টেনে এক ক্লান্তিকর যাত্রাপথে উড়িয়ে যাচ্ছি ধুলো।

বাবা আজ নেই।
ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়ে ছুটে গেছি, পেরিয়েছি দুর্গম পথ,
......একশ আটটি নীল পদ্ম নয়, সহস্র পদ্মে করেছি আরাধনা, তবু কথা রাখেনি! ঠকতে ঠকতে বিশ্বাস করেছিলাম, কেউ কেউ কথা রাখে।

লবণাক্ত দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে কালের কপোলতলে। এই কবিতা মিথ্যে প্রমাণ করতে বাজি রেখেছি জীবন, তবু হারতে হারতে বলে যাই সুনীল বাবু, আপনি সত্যিই লিখেছিলে,"কেউ কথা রাখে না।"
- "তবু মাঝে মাঝে আশা জাগে কেন?
আমি ভুলিয়াছি, ভোলেনি সে যেন..........'
শরৎ বাবু, আপনিও জানেননা-
আপনার 'গফুর মহেষ এখন
কোথায় কেমন আছে"
আপনি জানেননা-
"হারিয়ে গেছে কোথায় কখন
আপনার আমিনা!"

শরৎ বাবু, আমিও জানিনা- সে এখন কোথায় কেমন আছে!
আমার এই এ চিঠি পড়বে কিনা জানি না........

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: আবেগ অনুভূতি সবই একাকার হয়েছে দাদা
ভাল থাকবেন-----------

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

জুল ভার্ন বলেছেন: ব্যার্থতায় অপ্রাপ্তিতে আবেগই সম্বল!

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: বাহ! লেখা পছন্দ হয়েছে, + রইলো পোস্টে।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ মন্তব্য এবং প্লাসের জন্য।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৫

অক্পটে বলেছেন: কিছু কিছু কথা আমার কাছে এক একটি আবিস্কারের মতোই মনে হয়। হৃদয় ছুঁয়ে যায়, বুকের ভেতরে শিহরণ জাগে, একটু ঢেউ খেলিয়ে যায় সেই ঢেউ দূরে মিলাতে মিলাতে আরেকটা তারপর আরেকটা।

এমনি সব কথা যা মনে দাগ কাটে কত যে আন্ডার লাইন করেছি আজ সেসব দেখলে সেই আগেরই মন ঝুমঝুমিয়ে বেজে উঠে। এসব যাদুর কথামালা কখনোই পুরনো হয় না। আপনার আজকের এই লেখা পড়ে মনের ভেতর তেমনই আবেশ অনুভব করছি।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

জুল ভার্ন বলেছেন: একটা গান আছে না-
"কত যে দীপ জ্বলা রাত জেগে
কত যে মৌন প্রহর মাঝে
হৃদয়ে লিখেছি তোমারি নাম
কত যে তীর ভাঙা ঢেউ কেটে
কত যে জীর্ণ সময় ভুলে
আমি তো গেয়েছি তোমারি গান"

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৬

কামাল৮০ বলেছেন: যারা সফল হতে জানে না,তারা ব্যর্থ হবেই।আর ব্যর্থরাই ব্যর্থতার জন্য হাহাকার করে।ব্যর্থ হলে সফল হবার চেষ্টাই জীবন।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩

জুল ভার্ন বলেছেন: ভাইজান, প্রথমেই বলবো - সফলতার মাপকাঠি আপেক্ষিক.... তারপর বলবো- অনেক যোগ্যতা থাকা সত্যেও অনেকেই জীবনের মৌলিক প্রাপ্তির ক্ষেত্রেও নুন্যতম সাফল্য পায়না।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৪২

সামরিন হক বলেছেন: শুভ কামনা রইল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.