নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

খসে পড়ছে মেকী সভ্যতার বর্ণীল মুখোশ.....

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২০

ধীরে ধীরে খসে পড়ছে
মেকী সভ্যতার বর্ণীল মুখোশ।
এক উৎকট চিৎকারে এদিক-ওদিক
ছুটে চলেছে একেকটা আশাহত প্রাণ
বেঁচে থাকবার ক্ষীণ আলোটুকু ছুতে...

এখনো বেঁচে আছি ক্ষয়িষ্ণু বিশ্বাসে বুক পেতে,
এখন‌ও তারা দৈবমহিমায়
মুখরিত করছে সকল আধপোড়া পথ
আর তুমি গোয়েবলস্ এর আদর্শ বুকে নিয়ে
পেরিয়ে চলেছো একের পর এক মৃত্যু
মানবতাকে ঘুম পাড়িয়ে...

ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়েছিলাম। বিদূষক, কাঞ্চি আর কর্ণাট এর লড়াই এর মধ্যে বিদূষককে জিজ্ঞাসা করা হয়েছিল- সে কী করবে?

বিদূষক উত্তর দেয়, "আমি মারতেও পারিনে, কাটতেও পারিনে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাবো।"

ক্রমবর্ধমান মৃত্যুর আবহেও ক্রমশ নিবিড় হ‌ওয়া অবিশ্বাস আর ঘৃণা সভ্যতায় আমরা যারা সব কিছুকে সহজ করে ভাবি তারা হয়ত সত্যি বেমানান। পরিস্থিতি এমনই যে, চাইলেও আমরা হয়তো আর সরিয়ে দিতে পারবো না এই হিংসা, হিংস্রতা আর অবিশ্বাসের বেড়াজাল। প্রতিমুহুর্তে ঘন হয়ে ওঠা এই অন্ধকারে হয়ত আমাদের জন্য কোনো আলো নেই।

আমারও সেই হাল- "মারতেও পারিনে, কাটতেও পারিনে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাবো।" কিন্তু আমার মতো অনেকেরই যাওয়ার সুযোগটুকুও নাই। এই স্বাধীন দেশে আমার কোনো পাসপোর্ট নাই!

ঠিক কোথায় যে যাবো?
আর যাবই বা কেন?
এদেশ আমার।
এই দেশের মাটি, আলো বাতাস, পানি, এই দেশের মানুষইতো আমার ঠিকানা। আসলে জটিল হ‌ওয়া সহজ কিন্তু সহজ হ‌ওয়া সত্যি কঠিন। যত কঠিনই হোক, আমি বিশ্বাস করি, পৃথিবীর নিষ্ঠুরতম শাসকদের একজন আপনি, আমি পরের প্রজন্মকে তা-ই বলবো....

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: যাবো কেন, কোথায় যাবো। এই আলো হাওয়া প্রকৃতি
এত আপন, যেখানে নাড়ী গাঁড়া
তাকে ছেড়ে যাবো কোথায়

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫১

জুল ভার্ন বলেছেন: একমত।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৩

জগতারন বলেছেন:
পাঠে মুগ্ধ।
কবির প্রতি অভিন্দন জানাই।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: যার যেখানে জন্ম অস্থিত আছে সেখানেই তাকে মানায়
চলে যাওয়া মানে ভিরুতা বুঝায়-------
ভাল থাকবেন দাদা!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

জগতারন বলেছেন: চাঁদ গাজী ও রাজিব নূর ছাড়া এই "সামু" আমার আগের মতো লাগে না।
তাহারা আবারও ব্লগে আসিলে খুব ভালো হইতো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

জুল ভার্ন বলেছেন: আমার বিন্দুমাত্র আগ্রহ কিম্বা কৌতুহল নাই। আমার পোস্টে প্রথম জনের নামটাও আমি দেখতেও চাইনা।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

জগতারন বলেছেন: চাঁদ গাজী ও রাজিব নূর ছাড়া এই "সামু" আমার আগের মতো লাগে না।
তাহারা আবারও ব্লগে আসিলে খুব ভালো হইতো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১১

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: মাটি কামড়ে পড়ে থাকবো।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১২

জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: @সৈয়দ মশিউর রহমান ভাই,ছোট স্ক্রিনের সেল ফোন থেকে এই মুহূর্তে ব্লগ পোস্টের রিপ্লাই করছি....প্রথমত ছোট লেখা, দ্বিতীয়তা চোখের সমস্যা.... আপনি আমার এই পোস্টে মন্তব্য করেছিলেন। আপনার মন্তব্যে আমি লাইক দিতে যেয়ে অসাবধানতার জন্য আপনার মন্তব্য ডিলিট করে ফেলেছি। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য মার্জনা চাচ্ছি। শুভ কামনা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৪

অপু তানভীর বলেছেন: আমার আসলে কোন পাসপোর্ট নেই । আমারও কোথাও যাওয়ার জায়গা নেই ।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৩

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা ❤️

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


দেশান্তরীর যাতনা বড়ই নিমর্ম।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৫

জুল ভার্ন বলেছেন: একমত। কিন্তু রাস্ট্রীয় সম্পদ লুটেরা কালোটাকার মালিকরা সবাই বিদেশকেই প্রধান্য দেয়।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৪

সোনালি কাবিন বলেছেন: কবিতাটা সুন্দর ও টু দ্যা পয়েন্ট

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: গভীর দ্রোহের আগুন কাব্যে ধরা পড়েছে। আগামী আরও লিখুন ভাইজান।
শুভেচ্ছা আপনাকে।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৪

জুল ভার্ন বলেছেন: আমাদের দেশে লেখালেখি, কথা বলা অত্যন্ত ঝুঁকি পূর্ণ.....
দোয়া করবেন যেন বেঘোরে মারা না যাই।

ধন্যবাদ।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০০

কামাল৮০ বলেছেন: আমরা যতদিন জাতিয়তাবাদে আচ্ছন্ন থাকবো ততদিন আমার দেশ আমার দেশ করবো।আমরা মানবজাতি,সমগ্র পৃথীবি আমার ।এই চেতনার সময় এসে গেছে।আমাদেরকেই অগ্রসর চিন্তার অধিকারী হতে হবে।ইউরোপ পথ দেখাবে।তারা এক মুদ্রা ও সীমান্ত তুলে দিয়েছে।ইউরোপের যে কোন প্রান্ত থেকে যে কোন প্রান্ত যেতে বাঁধা নিষেধ নাই।রাষ্ট্র যেমন শোসনের হাতিয়ার,জাতিয়তাবাদ ঐক্যের পথে বাঁধা।ভবিষ্যতের চিন্তা এখন থেকেই শুরু করতে হবে।সীমান্ত রক্ষা এবং দেশ রক্ষার নামে বহু অর্থের অপচয় হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

জুল ভার্ন বলেছেন: প্রথমে ভাবতে হয় ব্যক্তি, তারপর পরিবার, সমাজ, রাস্ট্র এবং সমগ্র বিশ্ব এবং সব কিছুর মুল হতে হবে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়। জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে এবং জাতির অর্জনসমূহকে সামনে তুলে ধরে। অতএব, এক রাস্ট্র, এক বিশ্ব চিন্তা অবান্তর।

ধন্যবাদ।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৭

রানার ব্লগ বলেছেন: যে তার নিজের মাটিতে শান্তি পায় না সে পৃথীবির কোন মাটিতেই শান্তি পাবে না !!

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:১৯

জুল ভার্ন বলেছেন: শান্তিপ্রিয় মানুষের শান্তি কেরে নেওয়া শক্তিমানের পাল্লায় পরলে বুঝতেন ......

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৭

কামাল৮০ বলেছেন: আপনার বক্তব্য বর্তমান বাস্তবতায় ঠিক আছে।কিন্তু এই বাস্তবতা চিরদিন থাকবে না। বর্তমানে প্রতিটা মানুষ জাতিয়তাবাদী কিন্তু সেই সাথে সে আন্তর্জাতিকতাবাদী।আমাদের যেমন সংসদ আছে সেই সাথে জাতিসঙ্ঘ আছে।প্রতিটা মানুষ এখন আর বিশ্বথেকে বিচ্ছিন্ন না।বিশ্ব এখন আর আগের মতো বড় না।আগে হজের জন্য তিন মাস আগে রওয়ানা দিতো এখন তিন দিন আগে রওয়ানা দিয়েও হজ করা যায়।তাই আমাদের ভাবনাকে আধুনিক করতে হবে।
কানাডার কথাই চিন্তা করেন।অথবা ভারতের কথা।কতো রকমের জাতি মিলে নতুন এক জাতি গঠিত হচ্ছে।জাতি রা্ষ্টের ধারনা খুব বেশি দিনের না।পাঁচশ বছর আগেও পৃথীবিতে কোন রাষ্ট্র ছিল না।শিল্প বিপ্লবের পরে ইউরোপে এই ধারনা পাকাপোক্ত হয়।আমরা হলাম ৫০ বছর আগে।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৮

জুল ভার্ন বলেছেন: শ্রদ্ধেয় ভাইজান,

বিশ্বায়ন একটি সামগ্রিক ধারণা, যার কারণে সমগ্র বিশ্বে পণ্য ও সেবার অবাধ প্রবাহ এবং বিনিময় সংঘটিত হয়। শিক্ষা, গবেষণা, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদিত পণ্য, সংস্কৃতি কোন নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। কিন্তু পৃথক রাস্ট্র ব্যবস্থাকে অস্বীকার করলেও সমস্যা বাড়বে বৈ কমবেনা। বর্তমান বিশ্বের অনেক ইন্টেলেকচুয়াল প্রবক্তা বিশ্বায়নকে সমাধানের উপায় হিসেবে দেখেন। অন্যদিকে, বেশীরভাগ পণ্ডিত ব্যাক্তি একে ক্রমবর্ধমান বৈশ্বিক বৈষম্য বলে মনে করেন।

ধন্যবাদ।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫১

Ml Ali বলেছেন: দেশ মাতার বুকেই অবোধ শিশুরা নিরাপদে ঘুমিয়ে থাকে।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২৪

রানার ব্লগ বলেছেন: বিশ্বাস করুন শান্তিকেড়ে নেয়া শক্তিমানদের পাল্লায় পরে দেশের বাহিরে ছিলাম কিন্তু ভাই অল্পকিছুদিন পরেই গুড়গুড়ি শুরহ হলো । সব কিছুর মধ্যেই আমি আমার দেশের ছায়া খুজতে লাগলাম । না পেয়ে মনের ভেতর চাপ বাড়তে বাড়তে তা মাথার চাপে পরিনিত হলো । তারপর আর কি বস্তা মাথায় করে দেশে ফেরত চলে এলাম। আহ কি যে শান্তি। চেনা মুখ চেনা সন্ত্রাসী চেনা ফকির চেনা ধান্ধাবাজ চেনা ঘুষখোর । মন শান্ত হলো ।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৫

জুল ভার্ন বলেছেন: আমি ইংল্যান্ডে উচ্চ শিক্ষা শেষ করে ইংল্যান্ড এবং জার্মানীতে থেকে যাওয়ার জন্য বেশ ভালই সুযোগ সুবিধা পেয়েছিলাম। কিন্তু দেশের মানুষের জন্য, দেশের জন্য কিছু করার জন্য দেশমাতৃকার ভালোবাসায় ফিরে আসি .... জীবনের শেষ বেলায় এসে স্বাধীন দেশে জীবন বিপন্ন হবার পথে!

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: হৃদয়স্পর্শী রচনা! + +
"মানবতাকে ঘুম পাড়িয়ে" - মাঝে মাঝে মনে হয়, মানুষের চেয়ে পশুপাখির মাঝে মানবতা বেশি আছে। আর তাদের এই 'মানবতা' চিরজাগরূক থাকে; কখনো নিদ্রা যায় না।
কবিতা চমৎকার হয়েছে।
৭ নং মন্তব্যটার জন্য ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৫:৩৪

জুল ভার্ন বলেছেন: একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.