|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবনের ঠিকানা জানতে চাই... 
জীবন আসলে এক কৃষিক্ষেত্র। তার প্রয়োজন হয় বর্ষার, গ্রীষ্মের, শরতের, বসন্তের ও শীতের। আর হেমন্তের শিশির তার গয়না।
মানব মনে আনন্দের ও দুঃখের অশ্রু ঝরায়- তার ওপরে পদচিহ্ন আঁকে স্মৃতি, শিশিরে ভেজা জীবনের সবুজ, নিরাভরণ তৃণভূমি...ততক্ষণই, যতক্ষন না নতুন রোদ্দুর উঠছে। যতক্ষন না কঠিন বাস্তব তাকে সম্পুর্ন বাষ্পীভূত করে দিচ্ছে অসীম আকাশে।
মনের আনাচে কানাচে ছড়িয়ে আছে কত রঙিন কাঁচের টুকরো। কোন এক হঠাৎ রোদ ওঠা দিনে তারা হেসে উঠে বলে " বন্ধু ভালো আছো"? তখনই মনের মাঝে গুনগুনিয়ে ওঠে এক পশলা হারিয়ে যাওয়া গানের সুর...
বলে...."কেমন আছিস বল? কতদিন দেখা হয়নি!"
কি অদ্ভুত এ জীবন! 
ভালো স্মৃতি গুলো ঢাকা পড়ে যায় নিত্য দিনের তিক্ততার তলায়! যে নিজেই নিজের অন্তিম ক্ষনের রচনা করছে প্রতিদিন। তার ডায়রির প্রতি পাতায় লুকিয়ে আছে কত অতীতের অজানা রুপোলি মুহূর্ত।...
তাও কেন যে শুধু খারাপ লাগাই মানুষকে দাঁড় করায় খাদের কিনারে? 
জানা নেই আমার।
খুব জানতে ইচ্ছে করে, আমার সবচেয়ে ভালোলাগার অনুভূতি কি একই রকম- আরেকটা মানুষের সাথে? হয়তো হ্যাঁ.. জানিনা...জানতে চাই...প্রতিদিন জিজ্ঞাসা গুলো চুঁইয়ে আসে মস্তিস্ক থেকে হৃদয়ে, হৃদয় থেকে কলমের শীষে...
ক্লান্ত জীবনে ভ্রান্ত পরশে প্রশান্তির ক্ষণিক কাল,
উৎফুল্লতার উন্মুক্ত বক্ষ জুড়ে সহস্র গ্লানির দহন।
বালির বাঁধে হারিয়ে গেলো ডালা ডালা তোষণ,
শূন্য হাতে অহংবোধে উল্টো ধারায় অক্ষি ডিঙ্গির পাল। 
 ১৮ টি
    	১৮ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৩
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৩
জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার উপলব্ধি!
২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:৪৬
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:৪৬
শাহাবুিদ্দন শুভ বলেছেন: দারুন লিখেছেন।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৩
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:৩৬
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৬:৩৬
মিরোরডডল  বলেছেন: 
জীবন কি, জীবনের পারপাস কি এটা বোঝার জন্য এই ক্ষুদ্র জীবনের সময়টুকু যেন এনাফ না । 
বোঝার চেষ্টা করতে করতেই আলটিমেইট ডেসটিনেশন চলে আসে । 
থেমে যায় জীবনকে আবিষ্কারের লক্ষ্যে এই পথচলা ।
নাহ অনুভুতি একইরকম না । সিমিলার বাট নট সেইম ।
মানুষের জীবনে যে স্বপ্ন ইচ্ছা চাওয়া থাকে, সেটা পেলে ভালোলাগার অনুভুতির জন্ম হয়।
একপেক্সটেশনগুলো ভিন্ন তাই প্রাপ্তির ভালোলাগার অনুভুতিও কিছুটা ভিন্ন হবার কথা ।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৪
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৪
জুল ভার্ন বলেছেন: অল্প কথায় কী সুন্দর বিশ্লেষণ!
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:১৫
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  সন্ধ্যা  ৭:১৫
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
সুখ-দুঃখের চাকায় গড়িয়ে যা্ওয়া জীবনের তো ঠিকানা থাকেনা! 
  
"মেরি মঞ্জিল হ্যাঁয় কাঁহা
মেরা ঠিকানা হ্যাঁয় কাঁহা
সুবহ তক তুঝে ছে বিছড় কর
মুঝে যানা হ্যাঁয় কাঁহা 
সোচনে কে লিয়ে 
এক রাত কো ম্ওকা দে দে....."
( গুলাম আলী )
ঠিকানার খোঁজে এমন প্রশ্নই করে যেতে হবে জীবন ভর!  
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৪
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৪
জুল ভার্ন বলেছেন: অসাধারণ একটা গানের লিরিক মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:৫০
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৮:৫০
কামাল৮০ বলেছেন: জীবনকে যে যেমন করে দেখে তার জীবন তেমন।জীবনের কোন সঠিক সংজ্ঞা নাই।নাসা অনেক চেষ্টা করেও সঠিক কোন সংজ্ঞা নির্ধারন করতে পারে নাই।তাই কিছু বৈশিষ্ট দিয়েছে।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৬
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৬
জুল ভার্ন বলেছেন: নাসা জীবন সম্পর্কে যা কিছু বলেছে তা নিতান্তই কল্পনা প্রসুত।
৬|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৫৮
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ৯:৫৮
অপ্সরা বলেছেন: জীবন মানেই লড়াই।
আনন্দের হোক আর বেদনার হোক লড়াই ই
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৬
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:২৬
জুল ভার্ন বলেছেন: একমত।
৭|  ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১১:৫৯
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  রাত ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: সূচনা বাক্য তিনটে চমৎকার হয়েছে। শেষের চারটে পংক্তিও। 
অধুনা আপনার লেখার ভাষা ক্ষুরধার হচ্ছে, বোধকরি ভাবনার প্রখরতাও বৃদ্ধি পাচ্ছে। অন্তরে বেদনা বাড়লে সাধারণতঃ লেখার ওজনও ভারী হয়। বেদনা-প্রসূত পদ্য ও গদ্য স্ফটিক স্বচ্ছ হয় এবং দ্যূতি ছড়ায়। আপনার লেখায় সেরকম পরিবর্তন দেখা যাচ্ছে। 
সাড়ে চুয়াত্তর, মিরোরডডল এবং অপ্সরা'র মন্তব্যগুলো ভালো লেগেছে। +
পোস্টে প্লাস। + +
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:৩০
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:৩০
জুল ভার্ন বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় স্বজন, সত্যি বলতে আমি অস্থির প্রকৃতির মানুষ.... যখন যা মনে আসে তা ই লিখি, গভীরতা খুঁজি না। নির্ঘুম রাতের প্রতিক্রিয়া বললেও ভুল বলা যাবে না। চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
রাওয়া ক্লাবের বই মেলা এবারও মিস করছি ঢাকার বাইরে থাকার জন্য। 
শুভ কামনা ❤️
৮|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:১৫
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ৯:১৫
শেরজা তপন বলেছেন: আপনার মত এমন করে জীবনের সুন্দর ও কদর্যরূপ দেখেছে ক'জন!!
  ২৫ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:৩০
২৫ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:৩০
জুল ভার্ন বলেছেন: ❤️
৯|  ২৪ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:৪৩
২৪ শে সেপ্টেম্বর, ২০২২  দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: কারো কারো জীবন নিত্য খরা বন্যায় ভর্তি । তাদের জীবনে আসে বসন্ত ! বেশির ভাগ মানুষই এভাবে ছুটে চলেছে নিজের মৃত্যুর দিকে ।
  ২৫ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:৩০
২৫ শে সেপ্টেম্বর, ২০২২  ভোর ৫:৩০
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর উপলব্ধি!
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ১১:৪৬
২৩ শে সেপ্টেম্বর, ২০২২  সকাল ১১:৪৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: চিন্তাশীল মানুষ ছাড়া সাধারণত জীবনের ঠিকানা কেউ খুঁজতে চায় না। আনন্দ আর হাসির মধ্যে থাকাটাই সবার অভিপ্রায়। যদিও কিছু দুঃখ বেদনা সবাইকেই কমবেশি পোহাতে হয়। হাজারো দুঃখের মাঝে ছোট ছোট আনন্দের স্মৃতি আমাদের বাঁচতে সাহায্য করে। আসলে আমরা বেশীরভাগই জীবনকে উপভোগ করতে চাই কিন্তু জানতে আগ্রহী না এই জীবনের ঠিকানা সম্পর্কে। হাসতে হাসতে পৃথিবীতে কেউ আসে না আবার হাসতে হাসতে কেউ বিদায়ও নেয় না। কিন্তু আমরা সদা হাসতে চাই জীবনের দিনগুলিতে। কিন্তু চাইলেই তো আর সদা আনন্দে থাকা যায় না।