নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

দুঃসময় টিকটিকিও আমাকে ছাড় দিচ্ছেনা!

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৫

আমাদের ঘরে বেশ কয়েকটা টিকটিকি এসেছে। লাইটের পিছনে লুকিয়ে থাকে। সুযোগ মতো বেরিয়ে শিকার ধরে খায়। ওদের থাকা খাওয়ায় আমার কোনো সমস্যা নাই। কিন্তু ইদানিং টিকটিকিও আমাকে ছাড় দিচ্ছেনা.......

তুই টিকটিকি, টিকটিকির মতো থাকবি। দেওয়ালে ঘুরবি, লাইটের আশেপাশে উড়ে বেড়ানো পোকামাকড় ধরে খাবি, ল্যাজ খসে গেলে নিজের ল্যাজ নিজেই রিপেয়ার করে নতুন ল্যাজ জন্ম দিবি। রাতবিরেতে সময়ে অসময়ে ঠিকঠিক করে ডেকে আমার পিলে চমকে দিবি- তা না করে তুই ধুপধাপ আমার গায়ে মাথায় পড়বি কেন??

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

ফুয়াদের বাপ বলেছেন: টিকটিকির চাইতে ভয়াবহ তেলাপোকা। ওদের অত্যাচারে খাবার উদাম রাখা দায়। অপরাহ্ণে আরামের ঘুম হারাম করে। দ্রুত বংশবিস্তারে ঘরের আনাচে-কানাচে বিস্তর আন্দোলন করে। তারচেয়ে টিকটিকি বরং উপকারী বন্ধুসম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৬

জুল ভার্ন বলেছেন: আমাদের বাসায় তেলাপোকা, মশা মাছির উপদ্রব নাই বললেই চলে। তবে একজোড়া টিকটিকি এসেছে।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৫

ভুয়া মফিজ বলেছেন: ওইগুলারে ধইরা রাইন্ধা খাইয়া ফালান। তাইলে ব্যাটাগো উচিত শিক্ষা হইবো!!! X(

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৭

জুল ভার্ন বলেছেন: বেশ কয়েক বছর আগে খবরের কাগজে পড়েছিলাম- নেশাখোরদের নেশার তালিকায় সর্বশেষ সংযোজন টিকটিকির লেজা!

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ওইগুলারে ধইরা রাইন্ধা খাইয়া ফালান। তাইলে ব্যাটাগো উচিত শিক্ষা হইবো!!! X(
পুরাই বদ! বদ বুদ্ধি! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৮

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
ব্যটারা নিরিহ হলেও গায়ের উপরে নিজের ভারের কয়েকগুণ বেশী ভার নিয়ে পড়ে মনে হয়।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩০

জুল ভার্ন বলেছেন: আপনার অভিজ্ঞতার সাথে আমার অভিজ্ঞতা মিলে গিয়েছে। টিকটিকি যখন গায়ের উপর পড়ে তখন বেশ ওজনদার মনে হয়।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই দুঃসময়। কারণ, টিকটিকি তো গায়ে পড়ে না সাধারণত...

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৮

জুল ভার্ন বলেছেন: আমার দুঃসময় একটু বেশিই, তা হলে দুই দিন আমার হায়ে(একদিন মাথায়, একদিন ঘাড়ে) পড়ে!

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: একবার আমরা টিকটিকির উৎপাতে পড়েছিলাম। ঘরের সিলিং ছিলো বাঁশের চাটইয়ের উপরে কাগজ দেওয়া। ফ্যান চালালেই ফড়ফড় করে শব্দ করে এগুলি দৌড়ে পালাত। রাত্রে ঘর পরিস্কার করে ঘুমালে সকালে উঠে দেখতাম সারা ঘরে হাগু পড়ে আছে! আর মাঝে মধ্যে টুপটাপ করে ঘরের মধ্যে পড়তো। কখনও কখনও পড়তে গিয়ে ফ্যানের ব্লেডে বাড়ি খেয়ে দু-টুকরা হয়ে যেতো বা থেতলে যেতো। পুরা ঘরের সিলিংএ খোলা তার দিয়ে বিদ্যুৎ রেখেছিলাম। মাত্র তিনদিন পরেই নাই হয়ে গিয়েছিলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২২

জুল ভার্ন বলেছেন: বিদ্যুৎ সংযোগে টিকটিকি তাড়াহুড়া /মারার বুদ্ধিটা কিন্তু ঝুঁকি পূর্ণ। কারণ, টিকটিকি যেহেতু পুরোটাই পানি প্রবাহিত প্রাণী এখন বাঁশের চাটাই-এর উপর কাগজ দিয়ে মোড়ানো তাই শর্টসার্কিট হয়ে বড়ো দুর্ঘটনার সম্ভাবনা ছিলো।

মরা টিকটিকি, থেতলে যাওয়া টিকটিকি দেখতে অত্যন্ত কদাকার!

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় টিকটিকির লেজ নিয়ে খুব মজা করতাম। ওগুলো ডিম পাড়তো। ডিম নিয়া কি যেন একটা খেলা ছিল, পাট শলাকার মাথায় বসিয়ে ফুঁ দিলে ডিমটা উড়তো, বা এই জাতীয় কিছু। টিকটিকি ধরতে গেলে লেজ ফেলে দৌড় দিত :) সেই লেজটা লাফাত :) মজা ছিল ঐ অংশ।

ভালো কথায় টিকটিক করে উঠলে খুশি হতাম, খারাপ কথায় টিকটিক করলে চিন্তা হতো, হয়ত খারাপ কিছু হতে চলছে। আসলে সবই সংস্কার।

মাথায়, ঘাড়ে টিকটিকি আমারও পড়েছে অনেক। কিন্তু আপনার গায়ে কীজন্য পড়লো? :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:২৪

জুল ভার্ন বলেছেন: টিকটিকির ডাক নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে.... টিকটিকি দেখলেই আমার খুব বিরক্তি লাগে, তার উপর খসে পড়া লেজ দেখতে আরও খারাপ লাগে।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

অপ্‌সরা বলেছেন: টিকটিকি দেখলে আমি এক মাইল দূর থেকে অজ্ঞান!!!!!!! :((

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৯

জুল ভার্ন বলেছেন: আর তেলাপোকা দেখলে? =p~

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


রুম পরিস্কার রাখবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

জুল ভার্ন বলেছেন: উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আনন্দবাজার থেকে জানলাম যে সনাতন ধর্ম মতে;
১) টিকটিকি যদি আপনার হাতে বা গায়ে পড়ে, তা হলে আপনি কোনও বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন।

২) আমরা যখন কথা বলি তখন যদি টিকটিকি শব্দ করে, তা হলে জানতে হবে, সে সময় যে কথাটি আপনি বলছেন তা খুব শীঘ্র ফলতে চলেছে।

৩) খাবার সময় যদি পায়ের ওপর টিকটিকি পড়ে, তা হলে শারীরিক অসুস্থতা বোঝায়।

৪) টিকটিকি কোনও পোকামাকড় ধরে খাচ্ছে, সে সময় যদি আপনি দেখে ফেলেন, তবে জানবেন আপনার ধনপ্রাপ্তির যোগ আছে। তবে তার সঙ্গে লোকসান হওয়ার যোগও থেকে যাবে।

৫) আপনার মাথায় যদি টিকটিকি পড়ে, তা হলে প্রচুর ধনসম্পত্তি আপনি পেতে চলেছেন।

৬) কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে যদি দেখা যায় দু’টি টিকটিকি একে অপরের সঙ্গে মারামারি করছে, তা হলে জানবেন, যে কাজের জন্য আপনি যাচ্ছেন তা সফল না-ও হতে পারে।

৭) যদি বাঁ কাঁধে টিকটিকি পড়ে, তা হলে আপনার আয়ু বৃদ্ধি হতে পারে।

৮) যদি ডান কাঁধে পড়ে, তা হলে নতুন জামাকাপড় পাওয়ার যোগ বোঝায়।

৯) ঠাকুর ঘরে টিকটিকি দেখতে পেলে গঙ্গাজল ছিটিয়ে ঠাকুরকে উদ্দেশ করে যে কোনও মনষ্কামনা করুন, তা পূর্ণ হবে।

১০) স্বপ্নে যদি টিকটিকির মারামারি দেখেন, তা হলে জানবেন আপনার সামনে কোনও বিপদ আসতে চলেছে।

১১) পুজো করার সময় যদি কোনও টিকটিকি দেখতে পান, তা হলে তা খুব শুভ বলে মানা হয়।

১২) ঘরে যদি মরা টিকটিকি দেখতে পান বা আপনার হাতে যদি ভুল করেও কোনও টিকটিকি মারা যায়, তা হলে অতি শীঘ্র তার সৎকার করতে হবে, অর্থাৎ মাটিতে পুঁতে দিতে হবে। কারণ এটি খুব অশুভ সঙ্কেত।

১৩) খেতে বসে যদি টিকটিকির শব্দ শুনতে পান, তা হলে কোনও সুখবর আসতে চলেছে বা ধন প্রাপ্তি হতে চলেছে।

১৪) দু’টি টিকটিকিকে সঙ্গমরত অবস্থায় দেখলে জানবেন, আপনার মনের মতো কোনও মানুষের সঙ্গে দেখা হতে চলেছে বা আপনার ভাগ্যের উন্নতি ঘটতে চলেছে।

১৫) স্বপ্নে মৃত টিকটিকি দেখলে জানতে হবে যে আপনার সঙ্গে অশুভ কিছু ঘটতে চলেছে বা কোনও অশুভ খবর আসতে চলেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ পঃ গেঃ

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৫

কামাল৮০ বলেছেন: আমি ভেবেছিলাম ডিবি আপনার পিছনে লেগেছে।আপনি বিএনপির সমর্থক কিনা।মশারি টাঙ্গিয়ে ঘুমাবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

জুল ভার্ন বলেছেন: তারাতো তাদের ডিউটি করবেই

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬

কাছের-মানুষ বলেছেন: ব্যাপারটা দুঃখজনক! সাবধানে থাকেন, স্পাইডার কামড় দিলে স্পাইডারম্যান হয়, টিকটিকি কামড় দিলে টিকটিকে ম্যান হবার সম্ভাবনা আছে!

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫০

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: টিকটিকি কত নিরীহ একটা প্রাণী অথচ আমার সব স্টুডেন্টরা এই প্রাণীকে যে কী পরিমান ভয় পায় ! আমার অবশ্য এতে কোন ভয় নেই । আমার শরীরে যদিও কোন দিন পড়েছে বলে আমার মনে পড়ে না তবে আশে পাশে ঠিকই পড়েছে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫১

জুল ভার্ন বলেছেন: টিকটিকি আমি ভয় পাই না, তবে ভয়ংকর রকম বিরক্তিকর।

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৪০

সোহানী বলেছেন: হাহাহাহাহা................. আপনার সাথে বিছানা ভাগাভাগি করতে চায়। একটু আরামে ঘুমাতে চায়। :P

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫২

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: টিকটিকি, ইদুর, ব্যাঙ- এগুলো দেখলে অস্বস্থি লাগে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫২

জুল ভার্ন বলেছেন: আমারও একই অবস্থা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.