নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কেনো আমি সরকার সমর্থক পত্রিকা পড়ি....
কেনো আমি বিটিভি, ৭১ টিভি দেখি.....
নাৎসি জার্মানির অন্যতম ফ্যাসিবাদী সংবাদপত্র ছিল 'Der Stürmer'। এই কাগজে সর্বক্ষণ ইহুদি, কমিউনিস্ট ও জুডিও-বলশেভিজম তথাকথিত চক্রান্তের বিরুদ্ধে বিষোদ্গার চলত। তো একদিন এক ইহুদি যুবক দেখেন পার্কে বসে তার এক বন্ধু 'Der Stürmer' খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। তিনি তৎক্ষণাৎ গিয়ে বন্ধুকে ভীষণ তিরস্কার করে বলেন 'তুই এইরকম একটা জঘন্য কাগজ পড়ছিস, তোর লজ্জা করে না? কি আছে এই কাগজে যার জন্য তোর এর প্রতি এত আগ্রহ ?'
বন্ধুবর মাথা চুলকে জবাব দিলেন - 'আসলে কি জানিস, বাকি সব কাগজে লেখা থাকে আমাদের উপর কিরকম অত্যাচার হচ্ছে, আমরা কেমন অসহায়, আমাদের বিরুদ্ধে কত জায়গায় দাঙ্গা লাগানো হচ্ছে। রোজ রোজ এসব পড়তে কার ভালো লাগে? দেখছিস না, এখানে লিখেছে আমরা ইহুদিরাই নাকি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করি, বিশ্ব অর্থনীতি নাকি আমাদের অঙ্গুলিহেলনেই চালিত হয়, আমরা নাকি নাৎসিদের শাসন উল্টে দেওয়ার ক্ষমতা রাখি আর সেই মর্মে কাজ করে চলেছি। নিজেদের সম্পর্কে এসব পড়তে কার না ভালো লাগে বল?'
ঠিক এই একই যুক্তিতে আমি আজকাল আওয়ামীপন্থী পত্রপত্রিকা খুঁটিয়ে পড়তে শুরু করেছি। আওয়ামী পন্থীদের কাগজ খুললেই জানা যায় ওদের ভাষায় 'জনসমর্থনহীন বিএনপি' পন্থীরা নাকি শূন্য হয়েও অতি দৃঢ়সংঘবদ্ধ একটি শক্তি, যাদের এমন অসীম ক্ষমতা যে, যে কোন মুহূর্তে আওয়ামী অ্যাপারেটাসকে ছিন্নভিন্ন করে দিতে পারে। তাঁরা নাকি গোপনে সবকিছু নিয়ন্ত্রণ করেন ও বিভিন্ন আওয়ামী স্টেট অ্যাপারাটাসের মধ্যে নাকি পঞ্চম বাহিনীর মতো তাঁরা ঢুকে বসে আছে। সত্যিই তো, বিএনপির সম্পর্কে এসব পড়তে কার না ভালো লাগে? মজার ব্যাপার হলো, রোবট সাদৃশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রীর একমাত্র প্রত্যাহিক রুটিন ওয়ার্ক হচ্ছে- বিএনপির বিরুদ্ধে বিষোদগার করা।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
জুল ভার্ন বলেছেন:
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩
শেরজা তপন বলেছেন: আপনার এই 'পোস্ট' হল সরকার!
আর এই পোস্টের 'মন্তব্য' হোল আম জনতার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী!
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা তাই
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আওয়ামীলীগ বিএনপির শুভাকাঙ্ক্ষী। তাই বিএনপিকে উজ্জীবিত করার মত সংবাদ আওয়ামীলীগের নির্দেশে ছাপানো হয়ে থাকে।