নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

Confusing......

০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৮

Confusing......!

সবগুলোই মনীষীদের মহান উক্তি! আপনিই ভেবে দেখুন- কোনটা মানবেন, কোনটা মানবেন নাঃ-

১) একজন বলেছেন --
"দশে মিলি করি কাজ,
হারি জিতি নাহি লাজ।''
অমনি আর একজন বলে বসলেন-
"অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।''

২) সেই ছোটবেলা থেকে শুনে আসছি ---
"সদা সত্য কথা বলিবে।"
আর একজন বললেন--
"কদাচিৎ অপ্রিয় সত্য কথা বলিও না।"
সত্য বলবে তাও বাছবিচার!

৩) কেউ বলছেন-
"সৎসঙ্গে স্বর্গবাস,
অসৎসঙ্গে সর্বনাশ!"
অন্য একজন বললেন-
"উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।"


৪) কেউ বলছেন---
"পড়াশোনা করে যে,
গাড়িঘোড়া চড়ে সে!"
চমৎকার কথা। মুখ গুঁজে আদাজল খেয়ে লেগে পড়লাম পড়াশোনা করতে, মার্সিডিজ না হোক টয়োটা প্রিমিও তো চড়তে পারব।
অমনি আর একজন বললেন-
"পড়বি, শুনবি, থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।"
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি- করো, সুখে থাকবে!

৫) কেউ বলছেন---
"চুরি করা মহাপাপ।"
কেউ বললেন-
"চুরি করা মহাবিদ্যা,
যদি না পড়ো ধরা।"
অর্থাৎ চুরি করো! ধরা পড়িও না!

৬) একজন বললেন-
"দারিদ্র্য মানব জীবনে
এক মহা অভিশাপ!"
এর মধ্যে কবি নজরুল বলে বসলেন-
"হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান!"
তাহলে ভেবে দেখুন,
গরীব না বড়লোক--
কি হওয়া উচিত!

৭) "পৃথিবী টাকার গোলাম।"
আবার একজন বললেন-
"টাকা মাটি, মাটিই খাটি।"

৮) কেউ একজন বলেছেন - "নেই মামার থেকে কানামামা ভালো!"
ভাবলাম কিছু না থাকার থেকে কিছু তো আছে- এই নিয়ে সন্তুষ্ট থাকি। তখন আরেকজন বলে দিলেন "দুষ্টু গরুর থেকে শুন্য গোয়ালে ভালো।"

৯) একজন বললেন -"কাজ করে যাও, ফলের আশা করো না"।
ভালো কথা সাতপাঁচ না ভেবে কাজে লেগে গেলাম। তো অন্য কেউ বললেন -"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!" কি জ্বালা! কার কথা শুনি?

১০) একজন বললেন-
"চোরের মায়ের বড় গলা"
আর একজন বললেন-
"চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।''
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা!

(তিন বছর আগের পোস্ট পুনঃ প্রচার)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার কাছে এটার ব্যাখ্যা হল;

১০ জন সন্ন্যাসী এক সাথে মিলে কাজ করতে পারবে না এবং হেরে গিয়ে লজ্জা পাবে। কিন্তু ১০ জন সাধারণ মানুষ এক সাথে কাজ করে জিতুক বা হারুক না কেন কিন্তু লজ্জিত হবে না। :)

প্রথম বাণী হল সাধারণ মানুষের জন্য আর দ্বিতীয়টা হল যারা পণ্ডিতি করে তাদের জন্য।

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন।

২| ০৯ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: - হুম, তাহলে শেষ পর্যন্ত বিষয়টা দাঁড়ালো "১০জন সন্ন্যাসী মিলে গাজন নষ্ট করলেও লজ্জার কিছু নাই।"

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: প্রবাদ তাই বলে।

৩| ০৯ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৯

কামাল৮০ বলেছেন: অবস্থার পরিপ্রেক্ষিতে সব কিছুই বদলায়।সবাই এই সহজ কথাটা মানে না।তাদের কথা হলো,এটা অনন্তকাল সত্য।

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৭

জুল ভার্ন বলেছেন: একমত।

৪| ০৯ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

শেরজা তপন বলেছেন: ভিতরে ঢুকে বেকুব হয়ে গিয়েছিলাম-
পোস্ট প্রথম পাতায় যতটুকু ঝুলছিল ততটুকুই!!

* বেশী ব্লগারে ব্লগ নষ্ট কি?? :)

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:১০

জুল ভার্ন বলেছেন: তপন ভাই, এই পোস্ট লিখেছিলাম(ফেসবুক থেকে কপি করে) সেল ফোন থেকে ব্লগে পোস্ট দিয়েছিলাম। কিন্তু বারবার চেষ্টা করার পরেও অজ্ঞাত কারনে পুরো লেখাটা পেস্ট হয়নি। এখন ল্যাপটপ থেকে এডিট করতে পেরেছি।

না বেশী ব্লগারে ব্লগ নষ্ট করেনা, তবে ব্লগিং এর নামে অপব্লগিং অনেক ক্ষতির কারন।

৫| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,



মার্সিডিজ কিম্বা টয়োটা প্রিমিও তে চড়তে না পারলে্ও বড় গাড়ী "বাস"এ্ও কি চড়েন নাই ? ;)
আমি্ও - কনফিউজড :(

Confusing কথাগুলির সংগ্রহ মারাত্মক হয়েছে। খাপে খাপ.......

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: দূরপাল্লার বাসে চড়া হলেও লোকাল বসে কদাচিত চড়া হয়। আমাদের দেশে রিকসাকেও গাড়ি বলে! কাজেই.....

৬| ০৯ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো কম্বিনেশন করেছেন ভাইজান।

১০ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৬

অনন্ত হৃদয় বলেছেন: কার উক্তি কোনটা তা পাশে লিখে দিলে ভালো হতো ।

১৩ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:১৫

জুল ভার্ন বলেছেন: আসলে প্রবাদ কে কবে কখন বানিয়ে ছিলেন তার হদিস পাওয়া কঠিন। অবস্থার প্রেক্ষিতে প্রবাদ প্রচলিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.