|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জগৎ জুড়িয়া মীরজাফর.....
মীরজাফর বর্তমানে কোনো ব্যক্তির নাম নয়, একটা জাতির নাম। সে জাতির নাম নরপশু। সুদূর ইতিহাস থেকে বর্তমান, ধর্মীয় আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন- সর্বত্র এই মীরজাফরের তালিকা ক্রমবর্ধমান।
মনে পড়ে সেই কালজয়ী নাটক এবং চলচ্চিত্রের সিরাজদ্দৌলার কথা। পলাশীর যুদ্ধে পরাজিত নায়ক হতভাগ্য সিরাজকে গঙ্গাবক্ষ থেকে বন্দী করে আনা হয়েছে। নবাব জানেন তার মৃত্যু আসন্ন। তাকে হত্যা করবে ইস্ট-ইন্ডিয়া কোম্পানির দালাল মীরজাফরের দল। হত্যার আগে নবাবের অত্যন্ত প্রিয় অনুচর গোলাম হোসেন তাকে সান্ত্বনা দেবার জন্য যখন বললেন "জাঁহাপনা, আবার আমরা জন্মাব- আপনি মসনদ পাবেন, বন্দীরা আপনার জয়গান গাইবে, দেশ বিদেশ থেকে কত উপহার আসবে।"
...তখন নবাব বললেন, "আর ঐ মীরজাফর, উমিচাঁদ, ইয়ারলাতিফ, রায়দুর্লভ, জগৎ শেঠের দল কী জন্মাবে না গোলাম হোসেন?" 
নবাবের এই সংলাপ অমোঘ চিরন্তন সত্য। মিরজাফরেরা আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও জন্মাবে। ওরা রক্ত বীজের বংশধর। ওদের ক্ষয় নাই, বিনাশ নাই। মীরজাফর একটা নাম নয়, বর্তমানে এর অর্থ বেঈমান, বিশ্বাস ঘাতক। চারদিকে তারা অজস্র জন্মাচ্ছে।
 ৩০ টি
    	৩০ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৩
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৩
জুল ভার্ন বলেছেন: মন্দ লোকেরা সংখ্যাগরিষ্ঠ। কাজেই মন্দের জয় হয়েছে। মন্দের জয় হয়েছে। মন্দের জয় হয়েছে।
২|  ১২ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২২
১২ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
রক্ত থেকে বিশ্বাসঘাতকতা জন্মায় না। 
বিদায় হজ্বের বাণীতে এই কথা বলেছেন মহানবী (সা)।
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৪
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ এটা জানানোর জন্য। ❤️
৩|  ১২ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২৬
১২ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:২৬
ঢাবিয়ান বলেছেন: বর্তমান জমানায় অসৎ , মীরজাফরদের জয় জয়কার
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৪
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৪
জুল ভার্ন বলেছেন: মন্দ লোকেরা সংখ্যাগরিষ্ঠ। কাজেই মন্দের জয় হয়েছে। মন্দের জয় হয়েছে। মন্দের জয় হয়েছে।
৪|  ১২ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:১৭
১২ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ইহাই চিরন্তনসত্য
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৫
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৫
জুল ভার্ন বলেছেন: চিরন্তন না হলেও এটাই এখন প্রতিষ্ঠিত।
৫|  ১২ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৫৬
১২ ই অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৫৬
শাওন আহমাদ বলেছেন: ভাই যুগ যুগ ধরে ভালো আর মন্দ সবাই থেকে যাবে। এটাই সত্য।
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৬
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: তা ঠিক, কিন্তু এখন মন্দ লোকেরা সংখ্যাগরিষ্ঠ।
৬|  ১২ ই অক্টোবর, ২০২২  রাত ৮:২৪
১২ ই অক্টোবর, ২০২২  রাত ৮:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুধু সিরাজের মতো নবাবেরা জন্মাবে না এই বাংলায়। বিশ্বাসঘাতকের দল সব গিলে ফেলেছে
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৭
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৭
জুল ভার্ন বলেছেন: বিশ্বাসঘাতক, মোনাফেক ভণ্ডদের জয়জয়কার।
৭|  ১২ ই অক্টোবর, ২০২২  রাত ৮:৫১
১২ ই অক্টোবর, ২০২২  রাত ৮:৫১
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
এই জগৎ সংসারে ভালো- মন্দ সবই আছে সত্য তবে মন্দেরা ( মীরজাফররা ) ঝাঁড়ে বংশে বাড়ছে!
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৮
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: একদম সঠিক অবজারভেশন।
৮|  ১২ ই অক্টোবর, ২০২২  রাত ১০:০১
১২ ই অক্টোবর, ২০২২  রাত ১০:০১
মোগল বলেছেন: আর আমার মতে বাংলাদেশ হল "দি ল্যান্ড অফ মিরজাফরস"।
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৮
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: দুঃখজনক সত্য।
৯|  ১২ ই অক্টোবর, ২০২২  রাত ১০:২৩
১২ ই অক্টোবর, ২০২২  রাত ১০:২৩
কামাল৮০ বলেছেন: এই কথা বলার মতো অত বুদ্ধি সিরাজের ছিল না।এটা নাট্যকারের কথা।
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০০
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০০
জুল ভার্ন বলেছেন: সিরাজকে অবজ্ঞা করার মতো কিছুই তিনি করেননি। বরং তার দেশপ্রেমের জন্য স্বরণীয়।
১০|  ১২ ই অক্টোবর, ২০২২  রাত ১১:০৬
১২ ই অক্টোবর, ২০২২  রাত ১১:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: লোভ স্বার্থপরতা কখনো কখনো আমাদেরকে চূড়ান্ত স্বার্থপর হীনমান্য করে তোলে। যেহেতু ক্ষমতার লোভ, ক্ষমতায়ন সব কালে সব যুগেই থাকবে। সুতরাং যোগ্যকে পদদলিত করে অযোগ্য ব্যক্তির ক্ষমতায় আসার জন্য এমন হীন প্রবৃত্তি বা মীরজাফরা সবকালেই বিরাজ করবেন।
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০২
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: লোভ-লালসা মানুষের অন্তরের এক মারাত্মক ব্যাধি। লোভ ধ্বংস ডেকে আনে। সীমাহীন লোভ-লালসার দরুন মানুষের বিবেক-বুদ্ধি লোপ পায়। পরিচালিত হয় দুর্নীতি ও পাপের পথে। লোভ-লালসা হচ্ছে মানব চরিত্রের সর্বাধিক ক্ষতিকর রিপু।
১১|  ১২ ই অক্টোবর, ২০২২  রাত ১১:৩৯
১২ ই অক্টোবর, ২০২২  রাত ১১:৩৯
অপ্সরা বলেছেন: এক সিরাজ জন্মালে তার পিছে ২/৪/৬ টা মীরজাফর জন্মাবে। তাই সকল সিরাজকে সাবধান  থাকতে হবে।  
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০২
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: একমত।
১২|  ১৩ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০৩
১৩ ই অক্টোবর, ২০২২  রাত ১২:০৩
শূন্য সারমর্ম বলেছেন: 
শেখ মুজিবের হত্যাকারীদের পক্ষ ও তাদের সাপোর্টারেরা কি এই যুগের মীরজাফর?
  ১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০৩
১৩ ই অক্টোবর, ২০২২  সকাল ১১:০৩
জুল ভার্ন বলেছেন: অপ্রাসঙ্গিক প্রশ্ন!
১৩|  ১৩ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৩২
১৩ ই অক্টোবর, ২০২২  দুপুর ১:৩২
অপু তানভীর বলেছেন: বাঙালি হচ্ছে সংকর জাতি, ভ্যাজাল বেশি ।
  ১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৩০
১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৩০
জুল ভার্ন বলেছেন: সন্দেহের কোনো অবকাশ নাই।
১৪|  ১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৪:৪৯
১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৪:৪৯
ফুয়াদের বাপ বলেছেন: জগতের যেদিক তাকাই মীরজাফরদের সংগরিষ্ঠই বেশি দেখতে পাই। স্বদেশ ভর্তি মীরজাফরে যারা মাতৃভূমি লুটপাট করে দূরদেশে বসতি গড়ছে, সুইজব্যাংকে অংকের সংখ্যা বড়াচ্ছে।
  ১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৩১
১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৩১
জুল ভার্ন বলেছেন: তারাই এখন দণ্ডমুণ্ড কর্তা!
১৫|  ১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৩৬
১৩ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্দ লোকেরা সংখ্যাগরিষ্ঠ। কাজেই মন্দের জয় হয়েছে। মন্দের জয় হয়েছে। মন্দের জয় হয়েছে।
 
দিন শেষে মন্দ লোকেরা পলায়।
  ১৩ ই অক্টোবর, ২০২২  রাত ৮:১৮
১৩ ই অক্টোবর, ২০২২  রাত ৮:১৮
জুল ভার্ন বলেছেন: "দিন শেষে মন্দ লোকেরা পলায়"- সেই সত্যটা মন্দ লোকেরা বুঝতে পারেনা- যে সবকিছুই সীমাহীন নয়।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:০০
১২ ই অক্টোবর, ২০২২  বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: একটা সমাজে ভালো লোক মন্দ লোক দুটাই থাকে। এটা মেনে নিতে হবে।