|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কেউ কথা রাখেনি......
আসলে কেউ কথা রাখে না, 
কথাতো কিছু শব্দের সমষ্টি। 
স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হতে থাকে, যেন পানিতে ভেসে থাকা ঢেউ এর মতন প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস। যেন ঈথারের মত উবে যাওয়া কথামালা। যেন পদ্মপাতায় আপেক্ষিকতা।
অপেক্ষা করতে করতে ভাবি, যতগুলো অর্থহীন শব্দ ব্যবহার করেছি-মহার্ঘ শব্দ 'ভালোবাসার' ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিক ততটাই শব্দ ধিক্কার দিচ্ছে বিষ্ময় শেষে বেদনায় মিশে। 
আদৌ কি কেউ কথা রাখেনি?
নাকি নিজের চাটুল উদ্ধত চোখ খুঁজেছে প্রলোভনের সামান্যতম ইঙ্গিত, উঁচুতে আরো উঁচুতে স্বপ্ন আর কামনার নক্ষত্র ফলে থাকতো যেখানে। হাতে অপরিমেয় স্পর্ধায় বারবার তছনছ করেছে সেই সুন্দর যা অপাপবিদ্ধ। 
আদৌ কি কেউ কথা রাখেনি?
নাকি স্থির হতে জানতো না মন। আমার জন্য শুধু আমার জন্য নিঃশর্ত অপেক্ষাদের ঘুমপাড়ানি গান শুনিয়ে আমাকে ভ্রান্ত করেছে মুগ্ধবোধ ইন্দ্রিয়। নিজেকে প্রতারনায় করেছি অতিনির্বোধের মত। পাঁচপাঁচটা বেগবান ঘোড়া ইচ্ছেমত টেনে হিঁচড়ে চালনা করেছে আমাকে, আমি পৌঁছে গেছি চরাচরের শূন্যে। 
হায় প্রিয় ইন্দ্রিয়! 
প্রতারিত করেছো আমাকে উদ্ধত উচ্চাশায়।
প্রতারিত করেছো আমার সাথে ঘুরে আমারই ছায়ায় বিশ্বাসে। 
তোমার অন্ধতা যে আমার পতনের সুচনা। দেখেছি যা দেখিয়েছো তুমি। ছিনিয়ে এনেছি যা নিতে চায় নি বিশ্বস্ত হাত। ফুৎকারে নিভিয়ে দিচ্ছো আলো, বসিয়ে দিচ্ছো তোপের মুখে, বিতরণ করেছো শিরোপা ওই ছলনাকেই। 
আমিই কথা রাখিনি- আমার কাছে। তাই দৈন্য আর দাক্ষিণ্যের অজস্রতায় ভরে উঠেছে সংসার। এবার শক্ত করেছি মুঠো। দেবনা স্পর্ধা ইন্দ্রিয়দের আপন আপন ইচ্ছুক চালনাকে। শুধু অন্ধের মতো থাকবো না অনুকীটের সংসার পেতে। আমি উপড়ে নিচ্ছি তোমাকে। তোমার প্রতারনার লীলার হোক অবসান। এবার আমি জ্বলবো আবির্ভাবের আলোয় তোমার ধোঁয়ামলিন আকাশে। আমি বদলে ফেলবো কথা না রাখার সংস্কৃতি।
 ৩০ টি
    	৩০ টি    	 +৭/-০
    	+৭/-০  ২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৯
২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৯
জুল ভার্ন বলেছেন: আর আমার আফসোস- আমি কথা রেখেছি বলে!  
২|  ২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫০
২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
  ২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:০০
২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ কবি।
৩|  ২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:৫০
২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবীতো আপনাকে কথা ভঙ্গ করতে দেননি তাই।  আপনি কথা রেখেছেন।
  আপনি কথা রেখেছেন।
  ২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:১৪
২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:১৪
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ  
  
৪|  ২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ২:০৫
২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ২:০৫
অপু তানভীর বলেছেন: নাহ, আমি সবাইকে দেওয়া কথা রেখেছি সব সময় কিন্তু আমাকে দেওয়া কথা বেশির ভাগই মানুষ ভেঙ্গেছে ।
  ২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:১৫
২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:১৫
জুল ভার্ন বলেছেন: আমার অবস্থাও তাই
৫|  ২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৪৫
২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: ''কেউ কথা রাখেনি'' কবিতা টার মানে কি জানেন? 
আমি বলে দিচ্ছি- অন্তত একজন যেনো কথা রাখে।
  ২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০২
২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০২
জুল ভার্ন বলেছেন: ''কেউ কথা রাখেনি'' কবিতার মানে কবিতার নামেই প্রকাশ পেয়েছে।
৬|  ২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৪:২১
২৩ শে অক্টোবর, ২০২২  বিকাল ৪:২১
হাবিব বলেছেন: দিন গেল তোমারও পথ চাহিয়া
  ২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০২
২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০২
জুল ভার্ন বলেছেন: গানটা শুনেছি, খুব সুন্দর!
৭|  ২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫৯
২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫৯
মুক্তা নীল বলেছেন: 
অনেক সুন্দর লেখনী, লেখায়++
  ২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০৩
২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৮|  ২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৪০
২৩ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:৪০
জগতারন বলেছেন: 
কেউ কথা রাখেনা।
  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:২১
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:২১
জুল ভার্ন বলেছেন: নারী পুরুষ নির্বিশেষে বহুগামিতা কিম্বা বারো ঘাটের পানি খাওয়া যাদের স্বভাব তারা কথা রাখেনা।
৯|  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৮:১০
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৮:১০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব ভালো লিখেছেন। সুনীলের কথা, নীরার কথা মনে পড়ে গেলো।
  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:২২
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:২২
জুল ভার্ন বলেছেন: সব প্রেমিকারাই এক একজন নীরা....
১০|  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৮:৩১
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৮:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- না না না, কেউ কথা রাখে না।
  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:২৩
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:২৩
জুল ভার্ন বলেছেন: নারী পুরুষ নির্বিশেষে বহুগামিতা কিম্বা বারো ঘাটের পানি খাওয়া যাদের স্বভাব তারা কথা রাখেনা।
১১|  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:৩৩
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: না কেউ কথা রাখেনি কেউ কথা রাখেও না। আমরা মিথ্যে প্রত্যাশায় আহ্লাদিত হই কিন্তু বাস্তবটা সামনে এলে আমরা বিমর্ষ হয়ে একে অপরকে দোষারোপ করি।
  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ১০:২২
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ১০:২২
জুল ভার্ন বলেছেন: আমরা মিথ্যে প্রত্যাশায় আহ্লাদিত হই কিন্তু বাস্তবটা সামনে এলে আমরা বিমর্ষ হয়ে একে অপরকে দোষারোপ করি। - এই অংশটুকু বুঝতে পারিনি।
১২|  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:৩৮
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ৯:৩৮
শাওন আহমাদ বলেছেন: কেউ কথা রাখে আবার কেউ কথা রাখেনা।
  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ১০:২৩
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ১০:২৩
জুল ভার্ন বলেছেন: কথা না রাখার পাল্লাই ভারী।
১৩|  ২৩ শে অক্টোবর, ২০২২  রাত ১০:৩৬
২৩ শে অক্টোবর, ২০২২  রাত ১০:৩৬
কামাল৮০ বলেছেন: আমি কাউকে কথাই দেইনি।কিন্তু নিজেকে কিছু কথা দিয়ে ছিলাম।রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি।এটাই আমার জীবনের চরম ব্যর্থতা।
  ২৪ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:১৩
২৪ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:১৩
জুল ভার্ন বলেছেন: কথা দেওয়া খুব সহজ হলেও কথা রাখা খুব কঠিন- হোক তা নিজের জন্য কিম্বা অন্য কারোর জন্য।
১৪|  ২৪ শে অক্টোবর, ২০২২  সকাল ৭:৪২
২৪ শে অক্টোবর, ২০২২  সকাল ৭:৪২
খায়রুল আহসান বলেছেন: উচ্চমার্গীয় কথা! 
কেউ কথা রাখুক বা না রাখুক, আমি চলি আমার পথে। দিন শেষে আমরা সবাই একলা পথের পথিক।
  ২৪ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:১৪
২৪ শে অক্টোবর, ২০২২  সকাল ১০:১৪
জুল ভার্ন বলেছেন: দিন শেষে আমরা সবাই একলা পথের পথিক - এটাই বাস্তবতা।
১৫|  ২৪ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:১৮
২৪ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
যাদের নিজের প্রতি নিজের আত্মসন্মানবোধ আছে তাঁরা কথা রাখেন। কথা রাখতে নিজের প্রতি নিজের শ্রদ্ধা থাকতে হয়। 
  ২৪ শে অক্টোবর, ২০২২  দুপুর ২:৫৮
২৪ শে অক্টোবর, ২০২২  দুপুর ২:৫৮
জুল ভার্ন বলেছেন: চমৎকার উপলব্ধি!
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৪৭
২৩ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৪৭
শাহিন-৯৯ বলেছেন:
আমি বদলে ফেলবো কথা না রাখার সংস্কৃতি।
বিপ্লবীদের ভাবনা এমনই। তারা সমাজের নষ্টকে উপড়ে ফেলে নতুন ধারা জন্ম দেয়।
তবে আমি জীবনে অনেক কথা রাখিনি এখন আফসোস হয়।