| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কি এবং কী..... 
শব্দের ব্যবহার নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম। লিখতে লিখতে নিজেরও ধন্দ জাগে অনেক সময়ই। গুগল ঘেটে এবং বিখ্যাত লেখকদের লেখায় ব্যবহার বিধি দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটুকু আগ্রহীদের জন্য শেয়ার করলামঃ
১/ যদি প্রশ্ন করা হয় আর সে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় অথবা সহজভাবে বলতে গেলে মাথা নাড়িয়ে উত্তর যদি দেওয়া যায় প্রশ্নের, তবে সেক্ষেত্রে প্রশ্নে "কি"-র ব্যবহার হবে। যেমন– তোমার লেখা কি শেষ? টাইপ কিরা কি হল?
২/ যদি প্রশ্ন এমন হয় যার উত্তর মাথা নাড়িয়ে দেওয়া যাবে না, শব্দ ব্যবহার করতেই হবে, তখন "কী" হবে। যেমন–তুমি যেন কী পুরস্কার পেয়েছ? 
কী দিয়ে সেনিটাইজার দিয়ে  ঘর মুছেছিলে? 
রাতে কী খাবে- ভাত না কী রুটি?
৩/ বাক্যে ব্যবহৃত পদটি অব্যয় হলে "কি" হবে। যেমন–এমনকি, নাকি, কিসে, কিভাবে, বৈকি- ইত্যাদি। 
৪/ বাক্যে যখন শব্দটি ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ এবং বিস্ময়সূচক অর্থে ব্যবহৃত হবে তখন "কী" হবে।
৫/ বাক্যের প্রথমে না বসে, শেষে বসলে "কি" হবে।
৬/ প্রশ্নবোধক সর্বনাম হলে "কী" হবে।
সহজ কথায় বলতে গেলে
(ক) দীর্ঘ বিবরণে উত্তর হলে ক-য় দীররর্ঘই(কী)।
(খ) অতি হ্রস্বে উত্তর হলে ক-য় হ্রস্বই(কি)।
কিছু উদাহরণ…
আজ কিছু লিখলে কি?
কী লিখলে?
কী আর বলব তোমায়!
কি বাংলা ,কি ইংরেজি …দুটোতেই তুমি ভালো।
(দুই বছর আগে শুদ্ধস্বর গ্রুপে লিখেছিলাম)
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৮
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৮
জুল ভার্ন বলেছেন: এমন অসংখ্য শব্দ আছে যার ব্যবহার বিধি আমরা জানিনা....শুদ্ধস্বর গ্রুপে অনেকেই সেইসব শব্দের ব্যাখ্যা দেন
২| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৪
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বুঝলাম দাদা
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৮
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ সরকার।
৩| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৮
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৫৮
নেওয়াজ আলি বলেছেন: এইসব নিয়ে ফেসবুকে আবদুল কাইয়ুম ভাই লিখেন তা সব সময় পড়তে চেষ্টা করি
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:০০
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: এই বিষয়ে একটা ভালো সাইট/পেজ হচ্ছে শুদ্ধস্বর।
৪| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:১৫
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: যে প্রশ্নের উত্তর হ্যা/না দেওয়া যাবে সেই ক্ষেত্রে ''কি'' ব্যবহার করতে হবে ! যে প্রশ্নের জবাব হ্যা না তে দেওয়া যাবে না, সে ক্ষেত্রে ''কী'' ব্যবহার করতে হবে !
তুমি কি চুরি করেছ? উত্তর হবে হ্যা/ না
তুমি কী চুরি করেছ? উত্তর হবে ঘটি বাটি সোনা লেখা ইত্যাদি
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৩৬
২৬ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৩৬
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
৫| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:২৯
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: এটা আমি জানি। কিন্তু দরকারের সময় মনে থাকে না।
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৩৭
২৬ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৩৭
জুল ভার্ন বলেছেন: একই সমস্যা আমাদের বেশীরভাগ মানুষের।
৬| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:৫৯
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: shorturl.at/AIRSY এই বিশয়ে একটা বিতর্ক আছে এই লিনকে। মোবাইল থেকে ভালো লিখতে পারছি না। Click This Link
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৩৮
২৬ শে অক্টোবর, ২০২২  বিকাল ৩:৩৮
জুল ভার্ন বলেছেন: হ্যা পড়েছি। ভবিষ্যতে এই বিতর্কের বিষয় নিয়ে একটা লেখার উপাদান পেলাম।
৭| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:২৩
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:২৩
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন ,
এই পোম্টে কি  মন্তব্য করতেই হবে ?
কী মন্তব্য করবো? ![]()
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫২
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫২
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
৮| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৪৪
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৪৪
কামাল৮০ বলেছেন: আমরা যখন কথা বলি তখন কি বানান করে করে বলি।আসনে অন্যে বুঝতে পারলেই আমার বলা সার্থক হলো।ইংরেজি অনেক বানান বৃটেনে এক রকম আমেরিকায় অন্য রকম আবার কিছু কিছু বানান কানাডায় অন্য রকম।বাংলায় প্রায় একই রকমের উচ্চারণের একাধীক অক্ষর থাকায় একটু ঝটিল।এর একটা সমাধান দরকার।
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫৮
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫৮
জুল ভার্ন বলেছেন: আমার পোস্ট এর বিষয়বস্তু কথা 'বলা'র জন্য নয়, 'লেখা'র জন্য।
জ্বি ভাইজান, বৃটিশ আর আমেরিকান ইংরেজির পার্থক্য আছে- সেটা শুধু বানানের ক্ষেত্রেই নয়, উচ্চারণের ক্ষেত্রেও লক্ষণীয়। বাংলার বেলাও তেমন ভিন্নতা আছে। 
আমি মনে করি না- এর সমাধান হওয়া উচিৎ। বরং এই ভিন্নতাই যার যার স্বকীয়তা তুলে ধরেছে।
৯| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫৮
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৬:৫৮
শেরজা তপন বলেছেন: দারুন একটা বিষয় তুলে ধরেছেন। কী লিখতে আমার বিরক্তি লাগে- মনে হয় বারবার ভুল লিখছি। অভ্যাস ছিল না তাই হয়তো ![]()
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০৩
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:০৩
জুল ভার্ন বলেছেন: প্রচলিত ভাবে আমরা প্রায় সবাই এই ভুল করি, তবে এটা ব্যকরনগত ভুল হিসেবে গণ্য করার সুযোগ নাই।
১০| ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:১১
২৬ শে অক্টোবর, ২০২২  সন্ধ্যা  ৭:১১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আগের লিঙ্কটা আসছে না তাই আবার দিলাম। কী-কি প্রসঙ্গে রবীন্দ্র রীতির সংশোধিত সংস্করণ
 ![]() ২৬ শে অক্টোবর, ২০২২  রাত ৯:৩২
২৬ শে অক্টোবর, ২০২২  রাত ৯:৩২
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১১| ![]() ২৭ শে অক্টোবর, ২০২২  রাত ৩:১৬
২৭ শে অক্টোবর, ২০২২  রাত ৩:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম টুকু জানা ছিলে শেষের গুলি জটিল।
 ![]() ২৭ শে অক্টোবর, ২০২২  সকাল ১১:৫৯
২৭ শে অক্টোবর, ২০২২  সকাল ১১:৫৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ দস্যু।
১২| ![]() ২৭ শে অক্টোবর, ২০২২  ভোর ৬:৩৮
২৭ শে অক্টোবর, ২০২২  ভোর ৬:৩৮
কবিতা ক্থ্য বলেছেন: ভাই এইটা কী বললেন?
উপরের বাক্যে- আমি কি ভুল করলাম?
 ![]() ২৭ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:০১
২৭ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: কী  ![]()
১৩| ![]() ২৭ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৯
২৭ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: রীতিমতো বাংলা ব্যাকরণের ক্লাস করলাম।++
 ![]() ২৭ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৪৮
২৭ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৪৮
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৩৭
২৬ শে অক্টোবর, ২০২২  দুপুর ১২:৩৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন বিষয়, আমরা অনেকেই লেখায় এসব ভুল করি