নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবনের ঠিকানা জানতে চাই...
জীবন আসলে এক কৃষিক্ষেত্র। তার প্রয়োজন হয় বর্ষার, গ্রীষ্মের, শরতের, বসন্তের ও শীতের। আর হেমন্তের শিশির তার গয়না।
মানব মনে আনন্দের ও দুঃখের অশ্রু ঝরায়- তার ওপরে পদচিহ্ন আঁকে স্মৃতি, শিশিরে ভেজা জীবনের সবুজ, নিরাভরণ তৃণভূমি...ততক্ষণই, যতক্ষন না নতুন রোদ্দুর উঠছে। যতক্ষন না কঠিন বাস্তব তাকে সম্পুর্ন বাষ্পীভূত করে দিচ্ছে অসীম আকাশে।
মনের আনাচে কানাচে ছড়িয়ে আছে কত রঙিন কাঁচের টুকরো। কোন এক হঠাৎ রোদ ওঠা দিনে তারা হেসে উঠে বলে " বন্ধু ভালো আছো"? তখনই মনের মাঝে গুনগুনিয়ে ওঠে এক পশলা হারিয়ে যাওয়া গানের সুর...
বলে...."কেমন আছিস বল? কতদিন দেখা হয়নি!"
কি অদ্ভুত এ জীবন!
ভালো স্মৃতি গুলো ঢাকা পড়ে যায় নিত্য দিনের তিক্ততার তলায়! যে নিজেই নিজের অন্তিম ক্ষনের রচনা করছে প্রতিদিন। তার ডায়রির প্রতি পাতায় লুকিয়ে আছে কত অতীতের অজানা রুপোলি মুহূর্ত।...
তাও কেন যে শুধু খারাপ লাগাই মানুষকে দাঁড় করায় খাদের কিনারে?
জানা নেই আমার।
খুব জানতে ইচ্ছে করে, আমার সবচেয়ে ভালোলাগার অনুভূতি কি একই রকম- আরেকটা মানুষের সাথে? হয়তো হ্যাঁ.. জানিনা...জানতে চাই...প্রতিদিন জিজ্ঞাসা গুলো চুঁইয়ে আসে মস্তিস্ক থেকে হৃদয়ে, হৃদয় থেকে কলমের শীষে...
ক্লান্ত জীবনে ভ্রান্ত পরশে প্রশান্তির ক্ষণিক কাল,
উৎফুল্লতার উন্মুক্ত বক্ষ জুড়ে সহস্র গ্লানির দহন।
বালির বাঁধে হারিয়ে গেলো ডালা ডালা তোষণ,
শূন্য হাতে অহংবোধে উল্টো ধারায় অক্ষি ডিঙ্গির পাল।
২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: যথার্থই বলেছেন ভাইজান।
২| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:২২
পেঁংকু বঁগ বলেছেন:
২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩০
জুল ভার্ন বলেছেন: কিঁছুঁইঁবুঁঝঁলাঁম্নাঁ
৩| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৫৬
অপ্সরা বলেছেন: জীবনের ঠিকানা বেঁচে থাকা ভাইয়া .....
২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৯
জুল ভার্ন বলেছেন: জীবনের ঠিকানার দুটো ভাগ আছে। প্রথম ভাগ- বেঁচে থাকা। দ্বিতীয় ভাগ- মৃত্যু।
৪| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
-জীবনের ঠিকানা কোনো সমস্যা না। ওকে বাগে আনাটাই বড় কঠিন কাজ।
৩০ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৫১
জুল ভার্ন বলেছেন: আমার জীবন সম্পুর্ণ নিয়ন্ত্রিত।
৫| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
জীবনের আসল ঠিকানা হচ্ছে কবর। জাস্ট কবর। সাড়ে তিন হাত।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: ওয়ালাইকুম আচ্ছালাম। জীবনের ব্যপ্তি অনেক, তবে শেষ ঠিকানা কবর।
৬| ২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
বড্ড "মারফতি" কথা লিখলেন!
জীবনের কোন ঠিকানা থাকেনা! জীবন ঘুড্ডির মতো আকাশের উঁচুতে লাট খায় কখনো, কখনো ডানা ভাঙা পাখির মতো আছড়ে পড়ে মাটিতে। থিতু হয়না কোথা্ও! না আকাশ, না মাটি তাকে সাদরে ঠিকানার হদিশ দিয়ে যায়না কখনো যতোক্ষন পর্য্যন্ত না তার দম ফুরিয়ে যায়.....................
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০০
জুল ভার্ন বলেছেন: আমি মূলত মারফতি কিম্বা শরিয়তি দৃষ্টিতে লিখিনি(ধর্মীয় বাহাসে আমি একেবারেই আনাঢ়ী, দৈনন্দিন জীবন যাপনে যতটুকু ধর্মীয় জ্ঞান্থাকতে হয়- কোনোভাবে ততটুকু অর্জন করতে না পারলেও পালন করতেচেষ্টা করি)- এটা নিছকই আত্মজিজ্ঞাসা আপনাদের সাথে শেয়ার করেছি।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:৫৭
কামাল৮০ বলেছেন: জীবনকে যত সহজভাবে নেয়া যায়,জীবন তত সুন্দর হয়।আমরাই অনেক সময় জীবনকে জটিল করে ফেলি।
ভালো স্মৃতি কিছুদিন পর পর মনে করলে স্মৃতি সতেজ থাকে।খারাপ স্মৃতি ভুলে যাওয়াই ভালো।