নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

রহস্য মানব কিম জং-উন.......

০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১০:৫৩

রহস্য মানব কিম জং-উন.......


ইদানিং উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপশালী শাসক কিম জং-উনের শারীরিক অবস্থা নিয়ে বিশ্ব মিডিয়া সরব। সাম্প্রতিক বিশ্ব মিডিয়া থেকে জানা যাচ্ছে যে, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটজনক। গত কিছুদিন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অপ্রত্যাশিতভাবে গরহাজির থাকতে দেখা যায় কিমকে। CNN-এর রিপোর্টে বলা হয়েছে, "অস্ত্রোপচারের পর বিপজ্জনক অবস্থা হতে পারে কিমের"। সংবাদমাধ্যম ডেইলি এন-এর খবর অনুযায়ী, "কার্ডিয়ো ভাসকিউলার অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গিয়েছেন উত্তর কোরিয়ার শাসক"।
স্বৈরাচারী ভাবমূর্তির নিয়েও কোনো সরকার প্রধান যে নিজ দেশে এবং বহির্বিশ্বেও জনপ্রিয় হতে পারে তার প্রমাণ উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। দোর্দণ্ডপ্রতাপশালী শাসক কিম জং উনকে কতটা চিনি আমরা? গোয়েন্দা তথ্যসূত্রে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কিম জং উন সম্পর্কে যেসব খবর বিভিন্ন সময় প্রচার কিম্বা অপপ্রচার হয়েছে তার কিছু অংশ থেকে জেনে নেই কিম জং-উন কে...

​রহস্যময় শৈশব এবং বয়স নিয়ে ধোঁয়াশাঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিজের ছোটবেলার ছবি দেখাতে পছন্দ করেন না কিম। তবে ২০১৪ সালের সামরিক ছুটিতে উত্তর কোরিয়ায় বড় পর্দায় একটি ছবি দেখানো হয়েছিল। মনে করা হয়, সেটাই কিমের শৈশবের ছবি। তবে নিজেকে বয়স্ক হিসেবেই দেখাতে পছন্দ করেন উত্তর কোরিয়াস শাসক। তাঁর জন্মের সাল এবং তারিখ নিয়ে নানান ধোঁয়াশার সৃষ্টি করেছেন কিম নিজেই। কোথাও বলা হয় কিমের জন্ম ১৯৮২ সালে। কোথাও আবার ১৯৮৩। এমনকী কোথাও কোথাও কিমের জন্মের সাল ১৯৮৪ ও করা হয়েছে। শুধু সাল নয়। জন্ম তারিখ নিয়েও বিস্তর ধন্দ্ব। যে সমস্ত জায়গায় এই সালগুলি লেখা হয় সেখানে কিমের জন্ম তারিখ হিসেবে হয় ৮ জানুয়ারি না হলে ৬ জুলাই লেখা হয়। তবে কিম কিন্তু আনুষ্ঠানিক ভাবে নিজের জন্মের সাল লেখেন ১৯৮২। যদিও দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা সংস্থা বিগত কিছু বছর আগেই জানিয়েছিল কিমের জন্ম ১৯৮৪ সালে।

অন্য নামে পড়াশোনাঃ
~~~~~~~~~~~~
১৯৯৮ থেকে ২০০০ সাল অবধি তিনি সুইজারল্যান্ডের বিখ্যাত Liebefeld-Steinhölzli পাবলিক স্কুলে পড়াশোনো করেন। উত্তর কোরিয়ান দূতাবাসে তাঁর রেজিস্ট্রেশন অবশ্য হয়েছিল ভিন্ন নামে। অর্থাৎ কিম জং উন নিজের পরিচয় গোপন করে পড়াশোনা করেছেন। কিম বা উত্তর কোরিয়ার তরফে বিষয়টি স্বীকার না করা হলেও, তাঁর ওই সময়ের সহপাঠীরা ছবি দেখে হলফ করে বলেন যে তাদের বন্ধুই এখন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক রাষ্ট্র নায়ক। পাশাপাশিই কিম জং উনের সহপাঠীরা এ-ও বলেন যে, ছাত্র হিসেবে তেমন ভালো ছিলেন না কিম জং। যদিও পদার্থবিজ্ঞান এবং অর্থনীতিতে ডিগ্রি রয়েছে কিম জং উনের।

​বিয়েতে স্ত্রীকে ব্যয়বহুল উপহারঃ
~~~~~~~~~~~~~~~~~~
২০০৯ সালে কিছুটা লুকোছাপা করেই 'রি সোল জু'(**)-কে বিয়ে করেন উত্তর কোরিয়ার শাসক কিম। দেশের মানুষও কিমের বিয়ের কোনও খবর পাননি। তবে সেই সময়ে নানান সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিয়ের দিন স্ত্রীকে 'ক্রিশ্চিয়ান ডায়ার' ব্রান্ডের
দামী একটি হ্যান্ড ব্যাগ উপহার দিয়েছিলেন কিম জং উন। ব্যাগটির দাম ১৪৫৭ ডলার। অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় দেড় লক্ষ টাকা।

​খাদ্যরসিক কিমঃ
~~~~~~~~~~
রোজ নিয়ম করে মাংস চাই কিম জং উনের। ডেনমার্কের ইম্পোর্ট করা উচ্চমানের শুয়োরের মাংস পছন্দ করেন কিম। ইরানের ক্যাভিয়ারও তাঁর বেশ মনপসন্দ। জাপানের বিখ্যাত থালা সুসি এবং শ্যাম্পেন কিম একপ্রকার নিয়ম করে খান। গোরুর দুধ খেতেও তিনি খুবই পছন্দ করেন। এছাড়াও তাঁর পছন্দ ওয়াইনের সাথে সাপের তৈরি খাবার-দাবার।

নামী-দামি সিগারেট ও ওয়াইনের শখঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~
নানা ধরনের বিলিতি মদের প্রতি খুবই ভালোবাসা কিমের। প্রতি বছর কিমের মদের খরচার পিছনেই চলে যায় ৩০ মিলিয়ান ডলার। টাকার মূল্যে যে হিসেবটা দাঁড়ায় প্রায় ২৫০ কোটি টাকার কাছাকাছি। এই স্বৈরশাসকের সবথেকে প্রিয় ওয়াইন হল হেনেসির ওয়াইন, যা বিশ্বের অন্যতম দামি ওয়াইনগুলির একটি। আর এই এক বোতল ওয়াইনেরই দাম প্রায় ২১১৫ ডলার। কিম যে সিগারেটে সুখটান দেন তার দাম ৪৪ ডলারের মতো।

সিনেমার পোকা আর ১০০ গাড়ির মালিকঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
সিনেমার খুবই ভক্ত কিম জং উন। তাঁর কাছে কমপক্ষে ২০ হাজার সিনেমার ডিভিডির কালেকশন রয়েছে। তাঁর প্রিয় দুই ছবি 'র‌্যাম্বো' এবং 'গডজিলা'। কিম জং উন সিনেমার এমনই অনুরাগী যে নিজের বাড়িতেই ১০০০ আসনের একটি সিনেমা হল বানিয়েছেন। গাড়ির প্রতিও প্রচণ্ড আসক্ত কিম। কিমের গ্যারেজে ১০০টি গাড়ি রয়েছে। সব ধরনের বিখ্যাত ছোট-বড় সবরকমের গাড়িই রয়েছে উত্তর কোরিয়ার শাসকের। তবে কিমের সবথেকে পছন্দের গাড়ি মার্সিডিজ বেঞ্জ।

​বাস্কেটবল প্রীতিঃ
~~~~~~~~~
সুইজারল্যান্ডে কিমের সহপাঠীরাই জানিয়েছেন যে, বাস্কেটবল খেলতে দারুণ পছন্দ করত তাঁদের বন্ধু। এমনকী বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের ছবিও আঁকতেন কিম। ২০১৩ সালে কিম জং উন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের সঙ্গে তাঁর নিজস্ব দ্বীপে দেখা করেন। দু’জনের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকা সত্ত্বেও দু’জনের চরম সখ্যতা তৈরি হয়। কিমের সঙ্গে দেখা করার পরই ডেনিস বলেছিলেন, "হয়তো ও পাগল, তবে আমি তার কিছুই খুঁজে পাইনি।"

​সদা হাসি এবং ক্রমশ ছোট হয়ে আসা ভ্রু-র রহস্যঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যে কোনও পরিস্থিতিতে, যে কোনও মুহূর্তে ঠোঁটে হাসি থাকে কিম জং উনের। আর ঠোঁটের কোণে এই হাসির মূল কারণ, কিম চান সবাই তাঁকে আমুদে হিসেবেই চিনুক। তবে কিমের নানান সময়ের ছবি দেখলে মনে হবে যেন দিনে দিনে ক্রমশ ছোট হয়ে আসছে তাঁর ভ্রু। নানান সংবাদমাধ্যমে এর আগেও বহুবার বিষয়টি নিয়ে বলা হয়েছে যে, আদপে নিজেকে বাবা কিং জং ইলের মত দেখাতে ইচ্ছে করেই ভ্রু ছোট করছেন উন। কিন্তু এই ব্যাপারে একটি টু শব্দ কখনও করতে শোনা যায়নি কিমকে।

কে হতে পারেন কিম জং-উনের উত্তরসূরিঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কিম জং উনের অসুস্থতা নিয়ে এখন বিশ্বের রাজনীতি তোলপাড় হচ্ছে। একাধিক সংবাদমাধ্যম দাবি করে মৃতপ্রায় অবস্থা কিমের। তাই তার মধ্যেই উঠে এসেছে কিম পরবর্তী উত্তর কোরিয়ার শাসকের নাম।
উত্তর কোরিয়ায় শাসকদের বেশিরভাগ অংশ শাসন ভার কিম পরিবারের মধ্যেই। কিমের ঘনিষ্ঠ জনদের মত এই পরিবারেরই কেউ যেন দায়িত্ব সামলান। তাই উঠে আসছে কিমের বোনের নাম। পিয়ংইয়ংয়ের দায়িত্ব সামলাতে পারেন কিম জং উনের বোন কিম ইয়ো জং।


ছবি ও তথ্যসূত্রঃ সোস্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ায় বিভিন্ন সময়ে কিম জং উন কে নিয়ে প্রকাশিত সংবাদ। হতে পারে এগুলো পশ্চিমা মিডিয়ার বাড়াবাড়ি কিম্বা সত্য।(২০২০ সালে ফেসবুকে আমার পুরনো লেখা, সামান্য এডিট করেছি)।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


ইউরোপের লাগা বাতাস কিমের ভিতরে কোনো প্রভাব পড়েছে?

০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:১১

জুল ভার্ন বলেছেন: তার যত রকমের খবর প্রচারিত হয় তাতে মনে হয়- তার জীবনাচারে সবটাই ইউরোপীয় স্টাইল।

২| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:২১

নেওয়াজ আলি বলেছেন: তবে সে একটা অমানবিক ও জালিম শাসক

০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:২৭

জুল ভার্ন বলেছেন: বিষয়টা দৃষ্টিভংগীর। আমার দৃষ্টিতে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে ওয়ান ম্যান আর্মী।

৩| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:২২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একজন যোগ্য নেতা । আমার খুব প্রিয়

০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:২৭

জুল ভার্ন বলেছেন: আমার হিরো =p~

৪| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৪২

শাহ আজিজ বলেছেন: হালার পো হালা বজ্জাত এক পিস B:-)

০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৮

জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ তবে নিজ দেশের জন্য গোল্ড বার!

৫| ০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৪

লেখোয়াড়. বলেছেন: স্বৈরাচারীরা এইরকমই হয়।
দুইটা বোমা খাইলে ঠিক হয়ে যাবে।

০১ লা নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

জুল ভার্ন বলেছেন: আমার দৃঢ় বিশ্বাস তিনি পশ্চিমা অপশক্তির বিরুদ্ধে একাই লড়ছেন এবং মরবেন। তবে মরার আগে দুই একটা বদমাইশকে মেরে মরবেন।

৬| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০০

লেখোয়াড়. বলেছেন: পশ্চিমা অপশক্তির বিরুদ্ধে একাই লড়ছেন ......... তার এই সাহসের প্রশাংসা করা যায়। কিন্তু সে সবাইকে নিয়ে চলতে পারেনা, এটাই তার বড় ব্যর্থতা।

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:২২

জুল ভার্ন বলেছেন: ডায়মন্ড দিয়ে গ্লাস কাটতে হয়, লোহা দিয়ে লোহা কাটতে হয়। যেমন কুকুর তেমন মুগুড় না হলে পাগলা কুকুর সামলানো যায়না। "সকল ব্যার্থতার মধ্যেই সাফল্যের সূত্র থাকে"- এই বক্তব্যে আমার অনেক আস্থা। আশা করিসাফল্য আসবে।

৭| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

শেরজা তপন বলেছেন: পশ্চিমা বিশ্ব তাদের অপছন্দের যে কোন শাসককে ক্যান্সার রোগী বানায় এ তালিকায় ছিলেন সাদ্দাম হোসেন তালিকায় ছিলেন ইয়াসির আরাফাত তারপরে কিম জং উন তার সাথে আবার পুতিন ও আছেন :)

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

জুল ভার্ন বলেছেন: সঠিক অবজার্ভেশন।

৮| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:১৬

নতুন বলেছেন: সহমত @শেরজা তপন ভাই। পশ্চিমা মিডিয়া এদের সামনে আনে জনগনকে কিছুটা ব্যাস্ত রাখার জন্য।

বর্তমানের প্রযুক্তিতে একদিনেই উ:করিয়ার সামরিক স্থাপনা ধংষ করতে পারে আমেরিকা, কিন্তু জাপানের উপর দিয়ে ক্ষেপনাস্র ছুড়ে, হুমকি ধামকি দিয়ে বিশ্ববাসিকে একটু আলোচনার টপিক দিয়ে ব্যস্ত রাখার রোল এই জোকার কে দেওয়া হয়েছে।

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:৩২

জুল ভার্ন বলেছেন: ইউক্রেনীয় জোকারকে দিয়ে ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কিরে দিয়েছে যুদ্ধবাজ ইংগ-মার্কিনী জোট।

৯| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: কিম কি কখনও বাংলাদেশে এসেছিলো?

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

জুল ভার্ন বলেছেন: না, ওর বাপেও কোনোদিন আসেনাই। ওরা বাপ বেটা চীনের বাইরে কোনো দেশে রাস্ট্রীয় সফর করেনি।

১০| ০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:১০

বিটপি বলেছেন: কিমের কোন ছেলেপেলে নাই? থাকলে ভালো হত। কিমের বোন যেটা আছে, সেটা কিমের চেয়েও বজ্জাত। কোরিয়াতে তাঁর কোন জনপ্রিয়তা নেই।

০১ লা নভেম্বর, ২০২২ দুপুর ২:১৮

জুল ভার্ন বলেছেন: কিমের কোনো সন্তান আছে কিনা- তা পশ্চিমা বিশ্ব এখনো প্রকাশ করেনি। তার বিষয়ে কোনো সংবাদ তথ্যই অথেন্টিকেড নয়, পশ্চিমা মিডিয়া যা প্রকাশ করে তার বাইরে কেউ কিছু জানেনা। কিমের বোনই নাকি কিমের ডান হাত!
কিমের সব খারাপ হলেও বৌটা ব্যাপক সুন্দরী! =p~

১১| ০১ লা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- একে দেখলে আমার কাছে কাটুন কাটুন মনে হয়।

০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:১৯

জুল ভার্ন বলেছেন: "যারে দেখতে না পারি, তার চলন বাঁকা"! =p~

আমার কাছে হাসিখুশি প্রানবন্ত ব্যাক্তিত্ব সম্পন্ন মনে হয়। =p~

১২| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ৮:২৮

জুন বলেছেন: কিম জং উনের আগের চেহারার সাথে মিল পাই না। শুধু ওজন কমে যাওয়াই নয়,অসুস্থতার পর বদলে গেছে তার চেহারাটাই। তার বোনকে বরং শক্তিশালী/কঠিন লাগে দেখতে।

০২ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০০

জুল ভার্ন বলেছেন: কিম জং উনের আপন দুই বোন হচ্ছেন- Kim Yo-jong, Kim Sol-song ছাড়াও একজন সৎ বোন আছেন- Kim Hye-kyung
Kim Jong-il's daughter নামের। এদের মধ্যে Kim Yo-jong কিম জং উনের ডান হাত হিসেবেই পরিচিত।

১৩| ০১ লা নভেম্বর, ২০২২ রাত ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



বিশ্বে যেই ধরনের ক্ষমতা দখলের অপরাজনীতি আর যুদ্ধ শুরু হয়েছে তাতে কিম জং-উনকে আমাদের দরকার আছে।

০২ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: একমত। আন্তর্জাতিক সন্ত্রাসী সিন্ডিকেটের বিরুদ্ধে উত্তর কোরিয়া আর ইরান লড়ে যাচ্ছে।

১৪| ০২ রা নভেম্বর, ২০২২ ভোর ৪:৫৯

সোহানী বলেছেন: জুল ভার্ন ভাই, কিম নিয়ে প্রচুর আর্টিকেল ও ভিডিও মার্কেটে আছে তার ১% ও যদি সত্য হয় তাহলে তার মত ভয়াবহ জালিম কখনো জন্মাবে কিনা সন্দেহ।

যেমন তার ফুফা তার বিরুদ্ধে ক্যু করতে চেয়েছিল বলে তাকে সহ তার চ্যালাদের অভুক্ত কুকুর দিয়ে খাইয়েছে। তার লাশ বাধাঁ আছে সদর দরজায় যাতে সবাই সাবধান হয়।

তার স্ত্রী একজন প্রতিষ্ঠিত গায়িকা ছিল। তাকে বিয়ে করার পর সে যে ব্যান্ড দলের সবাইকে মেরে ফেলে কারন এর মাঝে একজনের সাথে মেয়েটির প্রনয় ছিল। আর এটা যেন কেউ জানতে না পারে।

দেশের মানুষ কেমন পোষাক পড়বে, কেমন চুল কাটবে.....তার সব কিছু রাস্ট্র নির্ধারিত। কিন্তু একটা কথা বলার সাথে সাথে তার লাশ পাওয়া যায় পরদিন। এতো সব ভয়াবহ তথ্য সব মিডিয়াতেই পাবেন। তারপরও তাকে যদি কেউ হিরো বলে সেটা যার যার পছন্দ।

০২ রা নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

জুল ভার্ন বলেছেন: জ্বি আপু, কিম জং উন নিয়ে প্রচুর আর্টিকেল ও ভিডিও মার্কেটে আছে তার সবটাই আন্তর্জাতিক সন্ত্রাসী রাস্ট্র এবং তাদের চাটামিডিয়ায় প্রকাশিত সংবাদ। ঠিক একই ভাবে এরা সাদ্দাম হোসেন, গাদ্দাফী, বাসার এর বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এরাই শাখারাভ, আলিয়েন্দে, চে কে হত্যা করেছে। এখন প্রমাণীত হয়েছে- তাদের বিরুদ্ধে সকল প্রচারণা ৯৯% ছিল মিথ্যা এবং মনগড়া। গোটা প্রকৃয়াই ছিলো- বাঘ আর ছাগল ছানা শিকারের গল্পের মতো! যারা এই প্রচারণার হোতা তাদের দেশে মানবাধিকার বলতে কি আছে- সেটা দুনিয়ার সকল শান্তিপ্রিয় মানুষ দেখছে। সৌদি খাশোগি হত্যায় প্রিন্স সালমান সুস্পস্ট ভাবে জড়িত তারপরও গোটা বিশ্ব নেতৃবৃন্ধ সালমানের সাথে কোলাকুলি করে ধন্য হয়। কয়েক শত মুসলিমকে চলন্ত ট্রেনে আগুনে পুড়িয়ে হত্যাকারী, একটা রাস্ট্রের মুসলমান নারীদের ধর্ষনের জন্য কোনো আইনী প্রতিকার নাই, বরং উতসাহিত করা হয়- পৃথিবীর সব চাইতে সাম্প্রদায়িক রাস্ট্র এবং সরকার প্রধান মোদিকে তোয়াজ করে। যেদেশের সাধারন মানুষ সত্য কথা বলা বলার জন্য কিম্বা শুধুই সন্দেহের বশবর্তী হয়ে গুম ক্রস ফায়ারের নামে অজস্র মানুষ হত্যা করছে, বিরোধী মতোবাদের জন্য ৩৫ লক্ষ সাধারন মানুষের বিরুদ্ধে দুই লক্ষ মিথা মামলা দিয়ে হয়রানী করছে? পৃথিবীর আর কোনো জঘন্য দেশের নাম বলতে পারবেন- যেদেশের একজন ছাত্র নেতা তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধর্ষনের সেঞ্চুরি সেলিব্রেট করে, সেই ধর্ষককেই সরকার লালন পালন করে?- তেমন একটা দেশের সরকার প্রধানকে বলা হয় গণতন্ত্রের মানষ কন্যা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.