নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
জীবনের উপসংহার কখনো লিখবো না। উচ্ছাস, ক্রোধ, বিষন্ন নিরবতা, অভিমান, কতো কি যে প্রতিটি দিনের সাথে জড়িয়ে আছে- কাউকে বলবো না।
"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে--
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে"।
শুভ রাত।।
১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০০
জুল ভার্ন বলেছেন: জীবন এমনই!
২| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪০
শেরজা তপন বলেছেন: কেন এত অভিমান- এবার কি হোল? সবে সাঁঝের বেলা- শুভ রাত্রি বলে বিদেয় হলেন যে?
১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০২
জুল ভার্ন বলেছেন: সামগ্রিক অবস্থা আমাকে হতাশায় জেরবার করে দিয়েছে....
৩| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৬
জগতারন বলেছেন:
কী ও কেন !
১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০৪
জুল ভার্ন বলেছেন: স্বাভাবিক জীবনের গতি যখন রুদ্ধ হয় অপশক্তির কারণে তখন হতাশায় নিমজ্জিত হই....
৪| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৩
জগতারন বলেছেন:
কী ও কেন !
১১ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০৫
জুল ভার্ন বলেছেন: জীবনের স্বাভাবিক গতিপথ যখন রুদ্ধ হয়.....
৫| ১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভাইজান নাড়াচাড়া দিয়ে বসেনতো!! বেশ কিছুদিন থেকেই মনে হচ্ছে আপনি একটু ডিস্টার্ব। সমস্যার নিশ্চয়ই কোনো সমাধান আছে, আপনি সেটি অবশ্যই খুঁজে পাবেন। প্রফুল্ল থাকুন। আমার অনুমান ভুল হলে- সামুর বিখ্যাতো কোনো গালি দিয়ে মন ভালো করা পোস্ট দিতে শুরু করেন।
শুভকামনা রইলো।
১১ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:২২
জুল ভার্ন বলেছেন: শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে আমার মতো নিস্ক্রিয় দূর্বল ক্ষমতাহীন নাগরিকদের হয়রানি নাজেহাল আর কাহাতক সহ্য করা যায়!
৬| ১১ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়.....
মনটা খারাপ হয়ে যাচ্ছে।
১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সবাইকে হেফাজত করুন।
৭| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহতায়ালা জাহান্নাম বানিয়েছেন। সেখানে যাওয়ার লোক না থাকলে বানাতেন না।
১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩
জুল ভার্ন বলেছেন: মনুষ্য সৃষ্ট জাহান্নাম.....
৮| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১
মনিরা সুলতানা বলেছেন: যেটুকু পারি , মন থেকে শুভ কামনা জানাতে।
অনেক অনেক শুভ কামনা ভাইয়া।
১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০২
জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
৯| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৮
আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,
"জীবনের উপসংহার কখনো লিখবো না।" বললেও "তখন আমায় নাইবা মনে রাখলে....." বলে অজান্তেই কিন্তু সেটাই লিখে গেলেন।
আপনার এই রকম লেখাটি দেখে বছর শুরুতেই লিখে রাখা আমার নিজের লেখাটির কথা মনে পড়লো। পোস্ট দেবো দেবো করেও দেয়া হয়নি। এবার না হয় দিয়েই দেবো................
১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৫
জুল ভার্ন বলেছেন: ভাইজান, আমার অবস্থা হয়েছে সেই ছড়া কবিতার মতো.... "মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার.....!"
আপনার লেখার অপেক্ষায়....
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৮
অপ্সরা বলেছেন: কি হলো ভাইয়া?
এত হা হুতাশ কেনো?
কারো মনে থেকে কি হয় আর বলো?
আমাদের পাশের বাসার আন্টি মরে গেলেন। বয়স ৭৩ ছিলো। উনি আর্টিস্ট ছিলেন। তার ছাদের বাগানের ফুলগুলো, আম জাম গাছগুলো সবই দাঁড়িয়ে আছে। শুধু উনি ঢেকে গেছেন মাটির গভীরে। হারিয়ে গেছেন আঁকাশের নিলীমায়.....