নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা.....

১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা.....

ব্লগে সাধারণত প্রফেশনাল লেখক খুব কম আছেন। কিন্তু আমাদের প্রিয় সামহোয়্যারইন ব্লগে লিখে অনেকেই লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন, সুনাম অর্জন করেছেন- এই কৃতিত্ব শুধু লেখকের একার নয় বরং পাঠক এবং সামহোয়্যারইন ব্লগেরও। যেসব ব্লগার ভালো লিখে সবার সম্মান অর্জন করেছেন- সেই সম্মানের জন্য আমরাও গর্বিত সেইসব গুণী লেখক ব্লগারদের সাথে ব্লগে থাকতে পেরে।

এই 'লেখা আহবান' আমার অজান্তেই আমাকে প্রশ্নের সম্মুখীন করে। ব্লগ এডমিন বলেছেন ‘অমুক বিষয়ে লেখা হবে।’ আমি ভাবছি সত্যিকার অর্থে একজন লেখক ফরমায়েশি লেখা লিখতে পারেন কিনা। ব্যক্তিগত ভাবে আমি উপলক্ষের লেখা লিখতে পারি না। তবু ‘অমুক’ বিষয়ে একটা ‘লেখা’ লেখার বাসনায় আমি নিজের কাছে তদ্বির করে দেখলাম একেবারেই শূন্য আমার লেখার পরিধি।

লেখা প্রতিযোগিতা স্কুলের শিশুতোষ কোমলমতি ছাত্রদের জন্য অত্যন্ত প্রেরণা জোগায় নিঃসন্দেহে! তবে সর্বক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই বৈসাদৃশ্য। অনেক অনেক হাই প্রোফাইল লেখক ব্লগার আছেন যারা বছরের পর বছর ব্লগে কিছুই লিখেননি, একটা মন্তব্য করেও নিয়মিত লেখালেখি করেন তেমন ব্লগারদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে উৎসাহিত করেননি তারাই ব্লগের লেখা প্রতিযোগিতায় বেশী উৎসাহী! ব্লগের লেখা বাছাই কমিটিও তাদেরকে সম্মানিত করে নিজেদের ক্যারামতি প্রদর্শন করে ধন্য হবেন বলেই মনে করি! ব্যাক্তিগত ভাবে আমি মনে করি, যারা সারা বছর ব্লগে ভালো মন্দ যা কিছু লিখেছেন সেখান থেকেই ভালো লেখা বাছাই করে নিয়মিত ব্লগারদের সম্মাননা দেওয়া উচিৎ, সম্মানিত করা উচিৎ।

যারা নিয়মিত ব্লগে ভালো মন্দ লিখে ব্লগ মুখরিত রেখেছেন তাদের অনেকেই এই লেখা প্রতিযোগিতায় অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও যারা একদা ব্লগে লিখতেন তাদের মধ্যে অনেকেই পুরস্কারে জন্য ঋতুমতি লেখক হিসেবে লেখা জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন....সেইসব ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- তারা স্বীকৃতি নিয়ে আবারও ব্লগ থেকে পগারপার হবেন, নিরুদ্দেশ হবেন সেটা সুনিশ্চিত।

এই মৌসুমি সাহিত্য গুরুত্বপূর্ণ সাধারণ পাঠকদের মৌলিক সাহিত্য পাঠে অক্ষম করে তুলতে পারে। বলতে গেলে এই মৌসুমি সাহিত্য, ঋতুমতি সাহিত্য নিয়মিত ব্লগারদের ব্লগের প্রতি অনিহা করে তুলবে।

সেক্ষেত্রে কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, নিয়মিত ব্লগারদের থেকেই লেখা আহবান করা। যেসব ব্লগার বিগত বছরে কমপক্ষে চারটা(প্রতি তিন মাসে একটা লেখা পোস্ট করেছেন) ব্লগ লিখেছেন তারাই ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনেকেই হয়তো বলবেন, 'কর্মব্যস্ততার জন্য ব্লগে লিখতে পারিনি'- যারা বছরের পর বছর কর্মব্যস্ততার জন্য ব্লগে আসতে পারেননি, তাদের কাছে সবিনয়ে অনুরোধ করবো- আপনাদের কর্মব্যস্ততা ছেড়ে পুরস্কারে জন্য লেখা দেওয়ার দরকার নাই।


হয়তো এইযে নিষ্প্রাণ লেখার জগৎ এটাও একটা প্রকল্প, চেতনাহীনতার। যে জাতির চিন্তায় স্বচ্ছতা নাই, চিন্তার স্বাধীনতা নাই তাদের ভেতর প্রাণবন্ত লেখার চিন্তা করাও বাতুলতা। আবার যে বা যারা পুরস্কারের জন্যই কবর থেকে উঠে এসে একটা দুইটা তিনটা লেখা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সামহোয়্যারইন ব্লগের রেটিং নিয়ে অন্যত্র ফায়দা হাসিলের মতলব আঁটছেন তাদের লেখা বিবেচনায় না নেওয়াই উচিৎ-এটা একান্তই আমার মতামত।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক আছে, ভাইয়া। আমি আমার পোষ্ট থেকে ফিচার শব্দটি উঠিয়ে নিচ্ছি।

১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০০

আহমেদ জী এস বলেছেন: জুল ভার্ন,




ভেবে দেখার মতো লেখা।

১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: জি এস ভাইজান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্লগ ডে হবে সকল ব্লগারদের জন্য। যদিও আমি সৃজনশীলতা নিয়ে প্রতিযোগিতায় বিশ্বাস করি না, তবুও যদি সেই প্রতিযোগিতা করতেই হয় তা হওয়া উচিৎ নিয়মিত ব্লগারদের নিয়ে। যারা বছরের পর বছর ব্লগমুখী হয়না, তাদের কেউ পুরস্কারে লোভে লিখবেন, আবারও সীতার বনো বাসে চলে যাবেন - তেমন ব্লগারদের জন্য করুণা।

৩| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মনিরা সুলতানা বলেছেন: ব্যাপার টা যদিও একটু কেমন লাগে বলতে। কিন্তু এমন ই চলে আজকাল সবখানে।
সবাই মূল্যায়ন দেখতে পেলে আগ্রহী হয়। বনের মোষ ঘরের খেয়ে কয়জন তাড়ায়!

১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

জুল ভার্ন বলেছেন: একমত পোষণ করছি।

৪| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১৮

নাহল তরকারি বলেছেন: এভার প্রতিযোগিতা জমবে ভালো। কলম (দুঃথিত, কী-বোর্ড হবে) যু্দ্ধ হবে। এবারে আস্তিক নাস্তিক এর খেলা জমবে ভালো।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫২

জুল ভার্ন বলেছেন: দেখা যাক কি হয়......

৫| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৩

জুল ভার্ন বলেছেন: পক্ষে না বিপক্ষে দুঃখজনক =p~

৬| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪০

শেরজা তপন বলেছেন: আমাদের হাতে অফুরন্ত সময়- তাই মৃতপ্রায়(!) ব্লগ আকড়ে আব-জাব লেখা নিয়ে পড়ে আছি। আপন ভাই-বোনারাও মান অভিমান হাতাহাতি তর্ক বিবাদ করে-আমরা না হয় ছেলেমানুষের মত তাই করছি। যাদের একটুখানি ফুসরত মেলেনা এ মুখো হবার তারা থাকুন তাদের নিয়ে।
আপনার কথায় তীব্রভাবে সহমত।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৫

জুল ভার্ন বলেছেন: সত্য বড়ো নির্মম নিষ্ঠুর.....হলেও নিজের মতামত জানিয়েছেন সেজন্য ধন্যবাদ ভাইয়া।

৭| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৫

নেওয়াজ আলি বলেছেন: প্রতিযোগিতা করে সাহিত্যের মান বৃদ্ধি করা যায় কিনা। নামি লেখক নিজের উপকার করে অন্যের নয়।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৫

জুল ভার্ন বলেছেন: একমত।

৮| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সারা বছরের পোস্ট থেকে পুরস্কৃত করলে আরও ভালো হত। আপনার লেখার মধ্যে চিন্তার খোরাক আছে।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

জুল ভার্ন বলেছেন: আমিও সেটাই বলতে চেয়েছি.....অনেক কৃতজ্ঞতা জানাই।

৯| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২০

আরইউ বলেছেন:



জুল ভার্ন,

দুঃখিত, ব্যক্তিগতভাবে আমি আপনার প্রস্তাবটির সাথে একমত নই। একজন ব্লগারের পরিচয় তিনি একজন ব্লগার; যদি কেউ নাও লেখে, ১০ বছর পর ফিরে এসে পোস্ট করে তাও সে ব্লগার, সামহোয়ারইনে তারও অধিকার আছে।

আপনি পোস্টে যারা বিগত বছরে ৪ টি পোস্ট লিখেছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে অর্থাৎ আপনি তাদের "নিয়মিত ব্লগার" বলতে চাচ্ছেন। এভাবে করা "নিয়মিত" "অনিয়মিত" ডাইকিটমিতে সমস্যা আছে। কেউ বলবে "কাট অফ" পয়েন্ট ৫ নয় কেন আবার কেউ বলবে ৩ হলে সমস্যা কী! প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকাই আমার মতে শ্রেয়।

আশা করি আমার ভিন্নমতটি আপনি স্পোর্টিংলি নেবেন।

ভালো থাকুন।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৪

জুল ভার্ন বলেছেন: আপনার মতামতকে তথা সকল ভিন্নমতকে স্বাগত এবং সম্মান জানাই। আমি একান্তই আমার মতামত দিয়েছি, আপনি এবং অন্যরা তাদের মতামত দিয়েছেন- সিদ্ধান্ত নেওয়ার মালিক ব্লগ এডমিন। ব্লগ এডমিন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই অনেক চিন্তাভাবনা করে নিয়েছেন। তারপরও আমাদের প্রত্যেকের নিজস্ব মতামত প্রদানের অধিকার আছে। অতএব, আপনার কিম্বা অন্য যে কারোর মতামত অবজ্ঞা করার সুযোগ নাই। আমি বিশ্বাস করি, এভাবেই আমরা আমাদের নিজ নিজ মতামত প্রকাশ করে আমাদের প্রিয় সামু ব্লগের উন্নতিতে সহায়ক হতে পারি।

ধন্যবাদ এবং শুভ কামনা নিরন্তর।

১০| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৩

আরইউ বলেছেন:



সংশোধনঃ
আপনি পোস্টে বলেছেন যে যারা বিগত বছরে ৪ টি পোস্ট লিখেছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে অর্থাৎ আপনি তাদের "নিয়মিত ব্লগার" বলতে চাচ্ছেন। এভাবে করা "নিয়মিত" "অনিয়মিত" ডাইকোটমিতে সমস্যা আছে।

১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৫

জুল ভার্ন বলেছেন: আন্ডারস্ট্যান্ড।

১১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: জুলভার্ন ভাই, পোস্টের প্রথম অংশের সাথে আমি খানিকটা একমত । লেখার প্রতিযোগিতা আমি সব সময় এড়িয়ে চলি । লেখার প্রতিযোগিতার কথা শুনলেই কেমন একটা চাপ অনুভব হয় । তখন চেষ্টা করলেও লেখা আসে না । তবে উৎসাহের জন্য প্রতিযোগিতা ভাল জিনিস । অনেকেই এতে উৎসাহ পেয়ে ভাল ভাল লেখা লিখে ফেলে ।

তবে এই অনিয়মিত কিংবা যারা পোস্ট করে না তাদের লেখা জমা না দেওয়ার ব্যাপারে আমার মতামত ভিন্ন । এমন কি মডারেটর প্যানেল যে বলেছেন নির্দিষ্ট কয়েক দিন নিকের বয়স না হলে তারা অংশগ্রহন করতে পারবে না, আমার মতে সেটিও রাখা উচিৎ না । কেউ যদি আজকেই প্রথম এই আয়োজনের কথা জেনে আজই নিক খুলে চমৎকার একটা ফিচার লিখে ফেলে সেটাও গ্রহনযোগ্য হওয়া উচিৎ । আর যারা সামুতে না আসেন তারা যদি এই কারণে এসে পোস্ট করেন সেটাও চমৎকার একটা ব্যাপার ।

কয়েকদিন আগে আমার প্রাক্তন ব্লগার বলা প্রসঙ্গে মডারেটর একটা কথা বলেছিলেন । ব্লগার কখনও প্রাক্তন হয় না । কথা আমার মনে ধরেছে । একবার যখন ব্লগারের খাতায় নাম লিখিয়েছি এটা যুক্ত থাকবে আজীবন ।
আশা করি আমার মনভাব আপনাকে বুঝাতে পেরেছি ।

১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৩

জুল ভার্ন বলেছেন: যেহেতু আমি আমার বক্তব্য প্রচার করেছি তাই পোস্টের পকোনো অংশের সাথেই খানিকটা একমত হলে কিম্বা না হলেও কোনো সমস্যা সমস্যা নাই। আমরা সবাই আমাদের ব্লগারদের রাইট প্রকাশ করছি মাত্র। অন্য দিকে, যারা সারা বছরেও ব্লগে একটা পোস্ট দিয়ে, নিদেনপক্ষে কারোর পোস্টে একটা মন্তব্য করার মতো উদারতা দেখাতে পারেন না, তারাই মিলাদের জিলাপি খেতে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন তাদের ব্যাপারে আমার বক্তব্য পোস্টেই প্রকাশ করেছি এবং সে ব্যাপারে আমি অনড়।
মডারেটরের সাথে আমিও ব্লগার বিষয় একমত- একবার ব্লগের খাতায় নাম লিখিয়ে সে জিন্দেগীতে কিছু না লিখলেও উত্তরাধিকার সূত্রে জিন্দেগীভর ব্লগারই থাকবেন, এমনকি মরার পরেও।

অন্যদিকে, ফিচার কিম্বা অন্যান্য বিষয় নিয়েও আমার দ্বিমত নাই, আমার দ্বিমত যেকোনো নির্দিষ্ট বিষয় নিয়ে লেখার তরিকা নির্ধারণ নিয়ে। ব্লগ যেহেতু লেখালেখির ওপেন প্লাটফর্ম সেহেতু নির্দিষ্টকরণ টপিক নিয়েই আপত্তি। তবে মানছি-টপিক নির্দেশণা নির্ধারণ করে না দিলে ভাগ মন্দ বাছাই করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ, সেই স্বেচ্ছাসেবী জনবল ব্লগের নাই।

তোমার মনোভাবকে সম্মান জানাই।

১২| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৩

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সবাই চায় গাছেরটা খেতে,তলারটা কুড়াতে।আপনার সাথে সম্পূর্ণ একমত।

১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৩| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ৩:০৮

ঈশ্বরকণা বলেছেন: জুলভার্ন,
ব্লগ ডে সংকলন বিশেষ করে ফিচার প্রতিযোগিতা সম্পর্কে আপনার "এই 'লেখা আহবান' আমার অজান্তেই আমাকে প্রশ্নের সম্মুখীন করে। ব্লগ এডমিন বলেছেন ‘অমুক বিষয়ে লেখা হবে। আমি ভাবছি সত্যিকার অর্থে একজন লেখক ফরমায়েশি লেখা লিখতে পারেন কিনা" এই মন্তব্যের সাথে একটু ভিন্নমত পোষণ করছি। কথাটা ফিচার সাবমিশনের ব্যাপারে খুব যৌক্তিক লাগছে না । আসলে একেবারেইতো ফরমায়েশি লেখা চাওয়া হয়নি ! লেখা হিসেবে যে ফিচার চাওয়া হয়েছে সেটা একটা ওয়াইড আর জেনারেলাইজড ক্যাটাগরি। ওখানে আরো অনেকগুলো স্পেসিফিক সাব ক্যাটাগরির কথাই বলা হয়েছে যেগুলো এ'ধরণের একটা সংকলনের জন্য মানানসই। এখন কথা হচ্ছে লেখাগুলো ফরমায়েশি হয়ে যাচ্ছে কিনা ক্যাটাগরি/ সাবক্যাটাগোরি স্পেসিফিক বলে? এটা ভ্যালিড প্রশ্ন হতেই পারে। কিন্তু ব্লগে সবাইতো এ ধরণের লেখা লেখেও না, সংকলনেও হয়তো লিখবে না। যেমন ব্লগের প্রেমিক কবি সেলিম আনোয়ার যদিও পেশায় একজন প্রকৌশলী কিন্তু উনিতো ব্লগে প্রবন্ধ লিখেন না, কবিতাই লিখেন সাধারণত। আরো কিছু ব্লগার আছেন যারা মেইলনলি কবি হিসেবেই ব্লগে পরিচিত। এখন এই ব্লগাররা নিশ্চই এই প্রতিযোগিতার জন্য ফরমায়েশি ফিচার লিখবেন না? ফিচার লিখতে আগ্রহী হবেন যারা ব্লগেও ফিচার লিখেন সাধারণত তারাই। যারা ফিচার লেখেন তাদের অনেকের কাছেই রেডি অথবা হাফ ডান ফিচার থাকারই কথা। তারা সেগুলো থেকেই অল্প সময়েই একটা পুরো ফিচার সাবমিট করতে পারবেন বলেই আমার ধারণা। তাছাড়া আমার ধারণাযারা ব্লগে ফিচার লিখেন তারা এডমিন যে সময় দিয়েছে ফিচার সাবমিশনের জন্য তার মধ্যে একটা নতুন ফিচারও লিখতে পারবেন তাদের ফিচার সম্পর্কে প্যাশনের জন্যই। তাছাড়া অনেকের কাছে প্যাশনের জন্যই ফিচার লেখার মেটারিয়ালসও থাকার কথা যা থেকে অল্প সময়েই একটা ফিচার তৈরী করা সম্ভব। তাই ফরমায়েশি লেখাই লিখতে হবে সেটা আসলে মনে হয় সত্যি না।

তবে বসন্তের কোকিল সম্পর্কিত আপনার মন্তব্যের ব্যাপারে আমি কিছুটা একমত । ব্লগের আগের সংকলনগুলোর দুটো আমার কাছে আছে । দুটোতেই এই আধিক্যে একটু বিরক্তই লেগেছে। ব্লগ সংকলন হলেই তাতে লেখা প্রকাশের প্রবণতাটার একটু রাশ টানা দরকার।ইনারা ব্লগে লেখার যে সময় পান না লেখার তা নিশ্চই নয়। এদের অনেকেই ফেসবুকে খুবই সক্রিয়।তাই যারা এখন কষ্ট করে নিয়মিত লিখে ব্লগটা সচল রেখেছেন সংকলনের লেখা প্রকাশনার ব্যাপারে তাদের একটু এডভ্যান্টেজ দেয়া যেতেই পারে। তাদের জন্য একটা সাবস্টেনটিভ কোটা সিস্টেম (পুরো লেখাই তাদের থেকে নয়) সচল রাখলে কোনোই ক্ষতি নেই । আপনার সাথে এইখানে দ্বিমতের ভিত্তিতে একমত। পোস্টে অপু তানভীরের একটা মন্তব্যের সাথেও একমত যে ব্লগে যদি লেখার অনুমতিই দেয়া হয় নতুন ব্লগারদের তাহলে আর তাদের লেখা নিষেধ হবে কেন ? তাদের ভালো লেখাও বিবেচনা করার দরকার । সংকলনের লেখার মান তাতে বাড়বে বৈ কমবেতো না।

১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৫:৫৯

জুল ভার্ন বলেছেন: প্রথমেই আপনার সুচিন্তিত মতামত/বক্তব্যের জন্য ধন্যবাদ। আমি আমার পোকা যে সমস্যাটাকে হাইলাইটস করতে চেয়েছি আপনার মন্তব্যের শেষ প্যারায় আপনি সেটাই বলেছেন। তবে সারাবছর যারা লেখালেখি করে, মন্তব্য করে ব্লগ মুখরিত করতে রেখেছেন আমি তাদেরকেই সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে এগিয়ে রাখবো। যারা পুরস্কার পেতে লিখবেন তাদেরকে করুনার চোখেই দেখবো।

১৪| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৩৩

মোহামড বলেছেন: ব্লগ ডেতে আপনার লেখা পড়তে চাই।

১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:০১

জুল ভার্ন বলেছেন: আমি আমার মতো করে প্রায় নিয়মিতই ব্লগে লিখছি। ব্লগ ডে'র জন্য আলাদা কোনো লেখা নয়। ব্লগ ডে উপলক্ষে শুভ কামনা।

১৫| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কিছু ব্লগার এই ব্লগটাকে এখনো টিকিয়ে রেখেছেন।
তাদের সম্মানিত করা উচিত। হাজার কর্ম ব্যস্ততার মাঝে ব্লগে আলাদা সময় বের করার সময় কতজনের আছে ?

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯

জুল ভার্ন বলেছেন: আমিও সেটাই বলতে চেয়েছি.... যারা শত প্রতিকূলতার মধ্যেও ব্লগে সময় দিয়েছে তাদের মূল্যায়ণ হওয়া উচিত। অথচ যারা সারা বছর ফেসবুক করে ব্লগে সময় দিতে পারেনি-তারাই এখন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের নিজেদের রেটিং বাড়াতে ততপর!

১৬| ১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

১৭| ১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৩

ভুয়া মফিজ বলেছেন: ছোটখাটো বিষয় ছাড়া আপনার পোষ্টের মূল বক্তব্যের সাথে একমত। দ্বি-মতের বিষয়গুলো নিয়ে বলতে গেলে বিস্তারিত অনকে কিছু বলতে হবে। আপাততঃ এত কথা টাইপ করার সময় নাই, তাই মোটামুটি সার্বিকভাবে একমত জানানোর জন্যই লগ-ইন করা।

তবে, আপনার আলোচনা চমৎকার লেগেছে ভাইজান!! :)

১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.