নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
যেকোনো মৃত্যু: বড় কষ্টের, বড় বেদনার.....
ছড়াকার সাংবাদিক ব্লগার বন্ধু নুর মোহাম্মদ নুরু ভাইর চলে যাওয়া খুব কষ্টের। আরও বেশী কষ্ট পেয়েছি ব্লগার শায়মার পোস্টে নুরু ভাইয়ের মেয়ের হৃদয়বিদারক লেখা পড়ে। জানি, মৃত্যু প্রতিদিন ধাবিত হচ্ছে আমাদের বয়সী মানুষের পশ্চাতে। বয়স হচ্ছে, প্রাতরাশ টেবিলে প্রায়ই বিলম্ব ঘটছে আর তারই মধ্যে অনেকটা নিয়মিত নিষ্ঠুর সংবাদ পাই স্বজন হারানোর। সামহ্যোয়ারইন ব্লগ থেকে সবার আগে এভাবেই আচানক আমাদের ছেড়ে চলে গিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় ব্লগার ইমন জুবায়ের ভাই। তারপর আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম, নাঈম জাহাঙ্গীর নয়ন।
২০১২ সন থেকে ২০১৯ সন পর্যন্ত বলতে গেলে আমি ব্লগে ছিলাম না। কদাচিত ব্লগে ঢুঁ মারতাম বটে, তখন ব্লগার নুর মোহাম্মদ নুর সাহেবের পোস্ট দেখতাম। তিনি সাধারণত বিভিন্ন পাবলিক ফিগার/ সেলিব্রেটিদের জন্ম মৃত্যু দিনের কথা লিখতেন- যেগুলোকে অনেকের মতোই আমিও কপি পেস্ট/ পোস্ট মনে করতাম। তিনি প্রখ্যাত সাহিত্যিক, ইতিহাসবিদ তপনরায় চৌধূরীকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন- যা মূলত ২০১০ সনে আমার লেখা পোস্টই সামান্য এডিট করা। তপনরায় চৌধূরী ছিলেন আমার আব্বার সহপাঠী বন্ধু, আমাদের পরিবারের স্বজন। আমি তপনরায় চৌধূরীকে ডাকতাম তপন কাকু......তাঁর লেখা আত্মজীবনীমূলক ঐতিহাসিক বই বাংগালনামায়(বাংগালনামা বইটি আমাকে গিফট করেছিলেন ভ্রমণ বিলাসী ব্লগার, সুলেখক আমাদের পারিবারিক স্বজন জুন) আমাদের বৃহত্তর পরিবারের কয়েকজন নিকট আত্মীয়দের কথা বলা হয়েছে......সেই পোস্টের মন্তব্যে উল্লেখ করেছিলাম। তখন তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইলে- মেসেঞ্জারে আমাদের যোগাযোগ হয়। সেইসময় বেশ কয়েকবার তাঁর সাথে কথা হয়েছিলো। ২০১৪/২০১৫ সনে তিনি তাঁর এলাকার একজন রাজনৈতিক নেতার বাসা থেকে আমাকে ফোন দিয়ে দেখা করতে চাইলেন- কিন্তু আমার ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি। অন্যদিকে বারবার আমার ফেসবুক আইডি ব্যন হওয়ায় একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা একই রাজনৈতিক মতাদর্শের হলেও ব্লগের কিছু কিছু বিশয় আমাদের ভিন্নমত কখনো পারস্পরিক অসম্মান পর্যায়ে পৌঁছেনি।
প্রায়শই সংবাদ পাই বন্ধু, শুভানুধ্যায়ী, স্বজন, সতীর্থ আর এককালীন সহকর্মীদের নীরব নির্গমনের। জানি, এখন যাওয়ার বয়স। কিন্তু এ কেমন যাওয়া? কষ্টেরই প্রাকার যেন গড়ে তোলা হৃদয়ের নিষ্ঠুর সময়ের মধ্যখানে!
কেমন নিঃশব্দে চলে যেতে হলো কবি, সাংবাদিক ব্লগার নুর মোহাম্মদ নুরু ভাইকে। সকালে ফেসবুক লগইন করেই সামহ্যোয়ারইন ব্লগ গ্রুপ এডমিন জাদিদ এর পোস্টে জানতে পারি নুরু সাহেবের মৃত্যু সংবাদ। বেশ কিছুদিন যাবত নুরু সাহেবকে ব্লগে দেখা যায়নি। ব্লগার রাজীব নুরের পোস্টে জানতে পারলাম তিনি অসুস্থ্য। তাঁর সুস্থতা কামনা করে কায়মনে দোয়া করেছিলাম তার সুস্থতার জন্য। কিন্তু আজ জানতে পারলাম সবাইকে বিষাদগ্রস্ত করে চলে গেছেন না ফেরার দেশে।
আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশ নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশত নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
২| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আগে সামুর বেশ কয়েকজন ব্লগারের মৃত্যু হয়েছে। নুরু ভাইয়ের সংবাদে মনে হচ্ছে আত্মিয় পরিমন্ডলের কাউকে হারিয়েছি।
আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।
২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৭
জুল ভার্ন বলেছেন: আমীন।
৩| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: একজন সক্রিয় ব্লগার ছিলেন তিনি, সমানে দুই হাতে লিখে গেছেন। ৮ বছর এক মাসে তিনি ৩২৮৩টি পোস্ট লিখেছেন, গড়ে এই সুদীর্ঘ সময় ধরে প্রতিদিন একটিরও বেশি করে। কোন কোন দিন আমি তার একাধিক পোস্টও দেখেছি। শেষের দিকে তার লেখায় বেশ শৈথিল্য লক্ষ্য করা যায়। তবে শেষের দিকে লেখা তার ছড়াগুলোয় তিনি মুন্সীয়ানার স্বাক্ষর রেখে গেছেন।
যদিও এটা জানা যে মৃত্যু শুধু বয়সীদের নয়, ছোট বড় সবার পেছনেই নীরব অনুগমনকারী, তথাপি পরিচিতদের মাঝে যে কোন বয়সের কারো অন্তর্ধানে মন ব্যথিত হয় বৈকি। তাই ওনারও অন্তর্ধানে আমরা অনেকেই তাকে কোনদিন চাক্ষুষ না দেখেও ব্যথিত বোধ করছি। একজন ভালো মানুষ হিসেবে তাকে জেনেছি। তাই আন্তরিকভাবে তার পারলৌকিক কল্যাণ কামনা করছি।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫
জুল ভার্ন বলেছেন: শ্রদ্ধেয় অগ্রজ, আপনার একটা মন্তব্য আমার পোস্টের অলংকার। মৃত্যু নিয়ে যা বলেছেন- তা আমাদের অনুধাবন করতে হবে। আপনি নিশ্চই লক্ষ্য করে থাকবেন- আমাদের সমাজে ব্যবহৃত প্রসিদ্ধ একটি শব্দ ‘অকাল মৃত্যু’। কেউ মারা গেলেই কালো কাপড়ে লেখা টাঙানো ব্যানারে দেখা যায় অমুকের 'অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত'। অকাল মৃত্যু বলতে বোঝায় কালের আগে মৃত্যুবরণ করা। মৃত্যুবরণ করার কথা ছিল অমুক তারিখ, এর আগেই মৃত্যুবরণ করলেই বলা হবে অকাল মৃত্যু। অকাল মৃত্যু শব্দ থেকে বোঝা যায়, মৃত্যুবরণ করার কথা ছিল অমুক তারিখ, আল্লাহ তায়ালা এর আগেই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন।
আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে’- সূরা আরাফ, আয়াত-৩৪।
অন্যদিকে পোস্টের সংখ্যাধিক্যে লেখক এবং লেখার মান নির্ণয় করার সুযোগ নাই। আমার এই বক্তব্য কাউকে ছোট করার জন্য নয়- নিরেট বাস্তবতা।
৪| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: নুরু ভাইয়ের মৃত্যু আমাকে ভীষন কষ্ট দিয়েছে।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭
জুল ভার্ন বলেছেন: তোমার মতো আমরা সবাই শোকাহত।
৫| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন।
কি অসীম শূন্যতা
মোহমায়ার পিছে নিরন্তর ছুটে চলা
অবশেষে সত্য তো এই
মৃত্যুর চেয়ে সত্য কিছু নেই! কি জ্বালা!
আল্লাহ নুরু ভাইর বিহেদী আত্মার শান্তি ও কল্যান নসীব করুন।
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশত নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
৬| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আগে সামুর বেশ কয়েকজন ব্লগারের মৃত্যু হয়েছে। নুরু ভাইয়ের সংবাদে মনে হচ্ছে আত্মিয় পরিমন্ডলের কাউকে হারিয়েছি।
আল্লাহ উনাকে জান্নাত নসীব করুন।
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশত নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
৭| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: "অন্যদিকে পোস্টের সংখ্যাধিক্যে লেখক এবং লেখার মান নির্ণয় করার সুযোগ নাই" - কথা ঠিক। আমি পোস্ট সংখ্যাটা উল্লেখ করে তেমন কিছু বোঝাতে চাইনি। শুধু উনি যে কতটা সক্রিয় ব্লগার ছিলেন, ব্লগের প্রতি কতটা অনুরাগী হলে আট বছর ধরে কোন গ্যাপ না দিয়ে (গড়ের কথা কথা বলছি, প্রকৃত নয়) প্রতিদিন একটি করে লেখা পোস্ট করা যায়, সে কথাটার উপরেই গুরুত্ব আরোপ করার জন্য সংখ্যাটি উল্লেখ করেছি।
'অকাল মৃত্যু' কিংবা 'অকাল প্রয়াণ' কথাগুলো এখন আমি আর জ্ঞাতসারে ব্যবহার করি না। কারণ কোন মৃত্যুই অকাল নয়, সুনির্দিষ্ট সময় ধরেই আসে। জন্মলাভের পর থেকেই মৃত্যু আমাদের নীরব অনুগমনকারী।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০১
জুল ভার্ন বলেছেন: জ্বি আমি বুঝতে পেরেছি। এই সুযোগে বলতে চাই- স্যোশ্যাল মিডিয়ায় পোস্টের রিচ ফ্যাক্টর নিয়েও ভাবছিনা ...আমার পুওর লেখা হওয়ার কারণে পোস্টগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে সেটা সহজভাবে মেনে নিয়েছি...কিন্তু অনেকেই দেখছি- হিট/রিচ নিয়ে অহংকার করে!
৮| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০০
শূন্য সারমর্ম বলেছেন:
নুরু সাহেবের খরবটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০১
জুল ভার্ন বলেছেন: আমরা সবাই শোকাহত।
৯| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ নুরু ভাইকে বেহেশ্ত নসিব করুন।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০২
জুল ভার্ন বলেছেন: আমীন।
১০| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন: িনি আমার লেখায় কমেন্ট করতেন তবে তা ছিলো খুব স্মাইলি।
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৫
জুল ভার্ন বলেছেন: একই রকম মন্তব্য তিনি আমার পোস্টেও কদাচিত করতেন।
১১| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৯
অনল চৌধুরী বলেছেন: জনাব নুর মোহাম্মদ নুরু সাহেবের পারোলৌকিক শান্তি কামনা করি।
মৃত্যু অবধারিত এবং প্রতিটা জীবিত প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে।
কিন্ত তারপরও মানুষ এটা ভুলে অপরাধ-অপকর্মে নিমজ্জিত হয়।
২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮
জুল ভার্ন বলেছেন: আমরা খুব বেশী অবুঝ, বেশী নির্বোধ বলেই মৃত্যুর ভয় করিনা।
১২| ২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
নূর ভাইয়ের ছড়া আমার বেশ ভালো লাগতো। অনেকবার তাকে সেই কথা জানিয়েছি মন্তব্যে।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
মরহুম নূর ভাইকে আল্লাহ জান্নাত দান করুনঘ
২৬ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯
জুল ভার্ন বলেছেন: আমীন।
১৩| ২৬ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯
মনিরা সুলতানা বলেছেন: এমন প্রায় প্রতিদিন ভাব আদান প্রদান করা কাছের কেউ চলে গেলে বিষাদ দ্বিগুণ হয়।
উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৬
জুল ভার্ন বলেছেন: আমীন।
১৪| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি আর কখনো বলবে না সরকার সাহেব আপনার তালিকাতে আছি থাকবো। চিরতরে চলে গেলেন। ভালো থাকুন ওপারে।
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশত নসীব করুন।
১৫| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪৬
সোহানী বলেছেন: নুরু ভাই দীর্ঘ সময় ধরেই তারকাদের জন্ম মৃত্যু দিবসে লিখতেন এবং উনার সুবাদেই অনেক কিছু জানতে পারতাম। হয়তো কিছু লিখা কপি পেস্ট ছিল কারন উনিতো আর গবেষনা করেননি, ইনফোগুলো কোন না কোনভাবে সংগ্রহ করেছেন। তবে উনার মৃত্যু নিয়ে লিখায় আপনি আপনার লিখার কপি পেস্ট বিষয়টা উল্লেখ আমার কাছে খারাপ লাগছে।
সরি, জুলভার্ন ভাই কিছু মনে করবেন না। আমার যা খারাপ লাগে আমি তা সরাসরি বলতেই পছন্দ করি তবে সীমা অতিক্রম করি না অবশ্যই।
ভালো থাকবেন।
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: হয়তো কিছু লিখা কপি পেস্ট ছিল কারন উনিতো আর গবেষনা করেননি, ইনফোগুলো কোন না কোনভাবে সংগ্রহ করেছেন - লিখে উনার লেখায় কপি পেস্ট বিশয়টা আপনিও উল্লেখ করেছেন।
আল্লাহ রাব্বুল আল আমীন মরহুম নুর মোহাম্মদ নুরু সাহেবকে বেহেশত নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবাইকে হেফাযত করুন।
১৬| ২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৮
রানার ব্লগ বলেছেন: তিনি স্মৃতি নামক নগরীর বাসিন্দা হয়ে গেলেন । ব্লগের এডমিনের কাছে একটা অনুরোধ আমরা যারা ব্লগার আছি আমরা মারা গেলে আমাদের ব্লগ কে আর্কাইভ নামক একটা অপশান খুলে সেখানে সংরক্ষিত করা যায় কি না ? যখন অনেক মন খারাপ হবে অর্কাইভে যেয়ে সেই সব ব্লগারের লেখা পরে মনে কে শান্ত করতে পারবো তাদের সাথে আত্মিক যোগাযোগ করতে পারবো। একটু কি ভেবে দেখবেন ?
২৭ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৩
জুল ভার্ন বলেছেন: আপনার বক্তব্যের প্রতি সম্মান জানিয়েই বলতে চাই-
একটা লোকগান আছে- "মায়ের কান্দন যাবত জীবন দুই চার মাস বইনের কান্দন রে ,
ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না।"- বাস্তবতা হচ্ছে- মৃত্যুর পর কেউ তাদের মনে রাখেনা। ব্যক্তিগত ভাবে মৃত্যুর পর ইহলৌকিক বিষয় নিয়ে মৃত্য ব্যক্তির যেমন কিছু করার নাই, তেমনি তাদের স্মৃতি নিয়েও কোনো ভাবনা চিন্তার অবকাশ নাই।
১৭| ২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১০
মোহামমদ কামরুজজামান বলেছেন: জুল ভার্ন ভাই, যে কোন মৃত্যুই কষ্টের-যন্ত্রণাদায়ক। আর আপনজনের বিশেষ করে এই জটিলতাপূর্ণ সময়ে একসাথে সময় কাটানো (ব্লগার) হলে এই কষ্টের-যন্ত্রণা হয় সীমাহীন।
মৃত্যু আমাদেরকে/মানুষকে অনেক কিছু ভূলিয়ে দিয়ে মানুষের সীমাবদ্ধতার বিষয়গুলি চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়। জীবিত থাকার সময় মতবিরোধ কিংবা স্বার্থের দ্বন্দ্বে অনেক সম্পর্কে যে শীতলতা চলে আসে মরণ আমাদেরকে সে অবস্থান থেকে বের করে নিয়ে আসে। তবে আফসোস তখন আর কিছু করার থাকেনা। জীবিত থাকাবস্থায়ই আমাদের সকলেরই মানুষে মানুষে জটিলতা-দ্বন্দ্ব পরিহার করে মানুষে মানুষে ভাল সম্পর্ক গড়ে তোলা উচিত। নতুবা মরার পর শুধু আফসোসই করা যায় সম্পর্কের উন্নয়ন নয়।
নুরু ভাইয়ের মহাপ্রয়ানে দয়াময় মহান নিকট চাওয়া - তিনি নুরু ভাইকে ক্ষমা করে দিন এবং কবরে-হাশরে-মিজানে-ফুলসেরাতে এবং তার প্রতি রহমত ও মাগফেরাত নসীব করুন। সাথে সাথে নুরু ভাইয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আরো চাওয়া আল্লাহপাকের নিকট , শেষ বিচারের দিন নুরু ভাইয়ের সকল নেক আমলে বরকত প্রদান করুন এবং সবশেষে তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। তার পরিবার-পরিজনদেরকে হেফাজত করুন এবং তাদেরকে এ শোক কাটিয়ে উঠার তওফিক প্রদান করুন।
২৭ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৭
জুল ভার্ন বলেছেন: আমীন।
১৮| ২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব খারাপ লাগছে। তাই আবার ফিরে এলাম। মন্তব্য গুলো পড়লাম। কদিন আগেই একটা পোস্ট লিখেছিলাম.....
" ১১ বছর ব্লগে আছি। কতজন কত কথা বললেন। কি সুন্দর কথামালা। ভাবি, আমি যেদিন ব্লগে থাকবো না। দিনের আলো ফুরিয়ে যাবে। নিভে যাবে শেষ মোমবাতি। আহত সূর্যের রক্ত পৃথিবীর বুকে আছড়ে পড়লেও ভাঙবে না ঘুম।
তখন....?
হয়ত তাই,
আমার মন কেমন করে--
কে জানে, কে জানে, কে জানে কাহার তরে॥"
২৭ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৯
জুল ভার্ন বলেছেন: বর্তমান নিয়েই বাঁচা। মরার পর কে মনে রাখলো, কে ভুলে গেলো- তাতে মৃত জনের কী!
১৯| ২৯ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৯
নতুন নকিব বলেছেন:
আল্লাহ তাআ'লার নিকট কায়োমনোবাক্যে প্রার্থনা, তিনি যেন তাকে জান্নাতে স্থান দান করেন। +
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:১১
জুল ভার্ন বলেছেন: আমীন।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার চাঁদগাজী অনেকদিন ধরেই উনার খোঁজ করতে ছিলেন। রাজীব নূর জানালেন উনি অসুস্থ। আজ শোক সংবাদ পেলাম।
২০১৯ সালের ব্লগ ডেতে উনার সাথে দেখা হয়েছিল। এগিয়ে এসে হাত বাড়িয়ে পরিচয় দিলেন। দাঁড়িতে উনাকে কিনতে পারিনি। পরিচয় দেয়ার পর জানলাম উনি শ্রদ্বেয় নূর মোহাম্মদ।
চাঁদগাজীর সাথে সেই সময় ওনার বেশ জমতো। আমি উনাকে বললাম , আপনার বন্ধু তো আসেনি।
উনি বললাম , বন্ধু কে ?
আমি হেসে বললাম , কেন চাঁদগাজী।
উনিও হেসে বললেন, হ। গাজীসাব আসলে ভালো হতো।
প্রিয় জুল ভার্ন ,
এই ব্লগে ব্লগার নুরু আর লিখবেন না, মন্তব্য করবেন না। বলবেন না, আমার জ্ঞান সীমিত। গাজীসাবের সাথে খুনসুটি হবে না। খানসাব , গাজীসাব , নুরু সাহেব , আপনি আমি কেউই আর একদিন লিখব না। দেখা হবে না , কথা হবে না।
মরে যেতে ভয় হয় সম্ভবত এই কারণেই !
সামুর একটা ইতিহাসের অবসান হলো। ব্লগার নূর মোহাম্মদ নুরু কাছে এই ব্লগ ঋণী।