নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"শিল্পী হেনরী মাতিসের প্রতিচ্ছবি"......
তিন বছর আগে আমাদের নাতনীর আঁকা এই ছবি। এক ফ্রেমে গাছ, মাছ, পাখি, প্রজাপতি, এরোপ্লেন, লম্বা গাড়ি, আকাশ, পানি সবই আছে! তবে বাঘটাই প্রধান আকর্ষণ!
বাঘের গোলাপি কান, দাড়ি আর গোঁফ দেখেই বোঝা যাচ্ছে যে এ বাঘ নেহাতই অহিংস। তার প্রমাণ বাঘের পিছনে গাছের পাশে নিশ্চিন্তে ওপরপানে তাকিয়ে দাঁড়িয়ে থাকা হরিণটা। আজ্ঞে হ্যাঁ, ওটা হরিণ। যদিও আমি ওটাকে সরু চার ঠ্যাংওয়ালা পাখি ভেবে ভুল করছিলাম। নাতনী সারাহ আমার এহেন অজ্ঞতায় নিতান্ত অনুকম্পার সঙ্গে বলল, "কী যে বলো দাদাজী! পাখি কীকরে হবে? ওর ডানা নেই তো!"
মজার ব্যপার হচ্ছে- সারাহ'র প্রিয় পেইন্টিং ক্যানভাস হচ্ছে- আমার পেছনে দাঁড়িয়ে আমার গায়ের শার্ট এবং ঘরের ওয়াল!
(ফেসবুক মেমোরি থেকে....)
(আমাদের সারাহ এখন আর অমন ছবি আঁকে না, এখন চমৎকার ছবি আঁকে। এই ছবিগুলোট কয়েক মাস আগে এঁকেছে)
আমাদের পারিবারিক সুহৃদ শিল্পী অশোক কর্মকার কিছুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এলে নাতনির ছবি দেখে বলেন- "দাদা, (ছোট ভাইয়ের সহপাঠী বন্ধু তাই আমাকে দাদা ডাকে) মিথ্যা প্রশংসা করবোনা, শুধু বলবো ওর আঁকাগুলো দেখে হেনরি মাতিসের আঁকার কথা মনে পড়ে। গুগল করে দেখতে পারেন, বিখ্যাত সেই পেইন্টারের সঙ্গে মিলে যাবে সারাহ'র আঁকা! ওর আঁকায় শিল্পী হেনরী মাতিসের প্রতিচ্ছবি লক্ষ্য করছি...... "! আমি মনে করি- একজন বড়ো শিল্পীর মন মানসিকতাও অনেক বড়ো হয়। তাই একজন খুদে আঁকিয়ের ছবি দেখে ওকে উতসাহ দিতেই শিল্পী হেনরী মাতিসের ছেলে বেলার আঁকা ছবির সাথে শিল্পী অশোক কর্মকার আমাদের নাতনী সারাহ'র তুলনা করেছেন।
সত্যিই আমি গুগল ঘেটে দেখলাম- শিল্পী হেনরী মাতিসের জীবনের প্রথমদিকের আঁকা ছবিগুলোর সাথে সারাহ'র আঁকায় বেশ মিল আছে।
সারাহ এখন স্কুলে যায়.....
আগামী চৌদ্দ ফেব্রুয়ারি সাতবছরে পদার্পণ করবে.....ওর জন্য সবাই দোয়া করবেন।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪
জুল ভার্ন বলেছেন: আমীন।
২| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১
ফুয়াদের বাপ বলেছেন: মাশাআল্লাহ, অনেক সুন্দর ভাবনায় আঁকা ছবিগুলো। দাদা-নাতিনীর জন্য দোয়া রইলো।
২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:২২
হাসান জামাল গোলাপ বলেছেন: অনেক দোয়া রইলো।
৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৯
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭
শেরজা তপন বলেছেন: সারাহর জন্য শুভকামনা।
অবশ্যই সে একদিন অনেক বড় শিল্পী হবে
০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৫
জুল ভার্ন বলেছেন: একজন ভালো মানুষ হবার জন্য দোয়া করবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ছোট্র সারাহ'র জন্য আদর ও ভালোবাসা।
একজন দক্ষ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠুক।