|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
প্রলাপ....
জীবনের কোন গল্পই আসলে শেষ হয়না….. 
আমরা দৈনন্দিনতার একঘেয়েমি কাটাতে এক একটা গল্পের মাঝে হঠাৎই ইচ্ছে মতো অস্থায়ী যতিচিহ্ন এঁকে দিই। …..নতুন নতুন চরিত্র নিয়ে শুরু করি আর একটা নতুন পর্ব... এইভাবেই হয়তো কেটে যায় অগণিত বসন্ত…..
তারপর জীবনের সায়াহ্নে পৌঁছে কোন এক নিভৃত অবকাশে সেই যতিচিহ্নগুলি মুছে, ফিরিয়ে আনি ফেলে আসা গল্পের চরিত্রগুলি। 
যারা ছিল খুব আপন….. 
হৃদয়ের সাথে মিশেছিল যাদের হৃদয়…...
তারাই এখন বিভীষণ!
 ১২ টি
    	১২ টি    	 +৩/-০
    	+৩/-০  ৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:২৮
৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:২৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২|  ৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৫০
৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:৫০
শেরজা তপন বলেছেন: অবশেষে জীবনের শেষ মুহূর্তে এসে মনে হয় জীবনটাই অপচয়ে গেল!
 যেমনে এখন ভাবছেন কবি হেলাল হাফিজ- কি নির্মম বাস্তবতা!
  ৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:২৯
৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:২৯
জুল ভার্ন বলেছেন: আসলেই তাই।
৩|  ৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১১
৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: কিছু মনে করবেন না, এই পোষ্ট টা ফেসবুক মার্কা হয়েছে।
  ৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:৩০
৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:৩০
জুল ভার্ন বলেছেন: মনে করার কিছু নাই ভাইয়া। 'ফেসবুক মার্কা"র সংগা দাও প্লিজ।
৪|  ৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:৩৫
৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১:৩৫
অপু তানভীর বলেছেন: আমার বরং উল্টো মনে হয় । জীবনে পরিবর্তনই বরং আমার কাছে অস্বস্তির । যেমন চলছে তেমনটাই চলুক, এটাই কাম্য সব সময় !
  ৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:৩০
৩০ শে নভেম্বর, ২০২২  বিকাল ৩:৩০
জুল ভার্ন বলেছেন: জীবনবোধ বিষয়টা দৃষ্টিভংগীর।
৫|  ০১ লা ডিসেম্বর, ২০২২  রাত ১২:৪০
০১ লা ডিসেম্বর, ২০২২  রাত ১২:৪০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এই লিখা পড়ে অঞ্জন দত্তের কত কী করার ছিল যে গানটার কথা মনে পড়ে গেল ।
আসলে পৃথিবীর সফল ও সুখী মানুষটাও এক সময় নিজেকে প্রশ্ন করে বসে , " আসলে কী জীবনটা অপচয়ে গেল ? "
আমি অবশ্য আপনাদের মত কিছু অগ্রজদের অভিজ্ঞতা জেনে বিদ্রোহী হয়ে আজকাল বিশ্বাস করছি , " প্রয়োজন থেকেই প্রিয়জনের উদ্ভব । প্রয়োজন আর প্রিয়জন একদম সমার্থক ।  প্রিয়জনকে ঘিরে যত আবেগের কথা কবিরা বলে সব মিথ্যা !! "
  ০১ লা ডিসেম্বর, ২০২২  সকাল ৯:০৪
০১ লা ডিসেম্বর, ২০২২  সকাল ৯:০৪
জুল ভার্ন বলেছেন: আসলে কিছুই মিথ্যে নয়, জীবনের কোথাও না কোথাও এই সত্য লুকিয়ে আছে- যা আমরা কেউ স্বীকার করি কিম্বা অস্বীকার করি।
৬|  ০১ লা ডিসেম্বর, ২০২২  সকাল ১০:২৪
০১ লা ডিসেম্বর, ২০২২  সকাল ১০:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
জীবন মানেই এক অপার রহস্য।
  ০১ লা ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:০৫
০১ লা ডিসেম্বর, ২০২২  বিকাল ৫:০৫
জুল ভার্ন বলেছেন: একমত।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:২৬
৩০ শে নভেম্বর, ২০২২  দুপুর ১২:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ !!