|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
আমি বদলে যাচ্ছি.....
আমার বন্ধু দেবনাথ সেদিন ৬৫ বছর বয়সে পা দিল। 
আমি জিজ্ঞেস করলাম, 'নিজের মধ্যে- এই বয়েসে পৌঁছে, কিছু পরিবর্তন অনুভব করছ কি?' 
বন্ধু উত্তর দিল.....
এতবছর নিজের পিতামাতা, ভাইবোন, স্বামী /স্ত্রী, ছেলেমেয়ে, বন্ধুবান্ধব  সবাইকে ভালবাসা দেবার পর এবার শুধু নিজেকে ভালবাসতে শুরু করেছি। হ্যাঁ , আমি পরিবর্তিত হচ্ছি। 
দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগত আমার ওপর দাঁড়িয়ে থাকবে। তাই, সবাইকে ঝেড়ে ফেলে -আমি বদলে যাচ্ছি।
আজকাল আমি দোকানে, বাজারে গিয়ে ১০/২০ টাকা কম বেশী নিয়ে আর ঝগড়া করিনা। কারণ আমি বুঝতে শিখেছি, ১০/২০ টাকা কম বেশী খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না। বরং যে লোকটি ১০/২০ টাকা কম বেশী রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে সে ১০/২০ টাকা কম বেশী পেলে হয়ত তার মেয়েটির লেখাপড়ার খরচ চালাতে পারবে। সত্যি, আমি বদলে যাচ্ছি। 
আজকাল ভাড়াগাড়ি থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করে থাকিনা। যে লোকটি রোজগার করছে রাতদিন, কটা টাকা বেশী পেলে হয়ত তার মুখে হাসি ফুটবে। সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি। 
বন্ধুর বলা একই কথা অন্যসব বয়স্ক লোকদের মুখে বারবার শুনেও থামতে বলিনা। বুঝতে শিখেছি, এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে, যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে। তাই, আমি আর সেই আগের মত তাদের কথা শুনে বিরক্ত হই না। লোকের ভূল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতন আর প্রাণপণ লড়াই শুরু করিনা। কারণ, আমি বুঝতে শিখে গেছি, সারা পৃথিবীর লোকদের শোধরানোর দায় আমার নয়। বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশী দামী।
হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তাদের প্রশংসা করি, এতে তারা যে আনন্দ পায়, তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই। 
আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মত অপমানিত হই না, বরং নিরবে দূরে সরে যাই তাদের থেকে। আমি বুঝি, তারা হয়ত আমার মূল্য বুঝতে  না পেরে আমায় হেলা করছে, কিন্তু আমিতো জানি- আমার কাছে আমি অমূল্য। 
আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না। কারণ, আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে ‘মানুষ’ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয়। 
এখন আর নিজের Egoকে আঁকড়ে ধরে থাকি না। বুঝে গেছি, Ego মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়। বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি, তাই দিনের প্রতিটি মুহুর্তকে মূল্যবান মনে করে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি। 
আমি অন্তর দিয়ে অনুভব করেছি, নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের ওপর নির্ভর করতে নেই। আমার আনন্দের জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই সম্পূর্নভাবে আমার সুখ, আমার আনন্দের জন্যে দায়ী। হ্যাঁ, আমি বদলে যাচ্ছি, এই বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি- তাই আমার ভেতরেও পরিবর্তন হয়ে চলেছে.....
 ২০ টি
    	২০ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩০
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩০
জুল ভার্ন বলেছেন: বয়সের সাথে সাথে যদি আমরা নিজেকে বদলাতে না পারি তাহলে আমরা অপরিপক্বই থেকে যাবো। আমি মনে করি, এই বয়সের চিন্তা ভাবনাগুলো বেশীরভাগই জীবনের সঠিক উপলব্ধি।
২|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:১২
০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:১২
নতুন বলেছেন: এই বোধ গুলি আমাদের মনের প্রশান্তি বাড়ায়,
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩২
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩২
জুল ভার্ন বলেছেন: শুধু প্রশান্তিই নয়, জীবনমুখিতায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযোগী করে।
৩|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:২২
০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর লিখা। হ্যাঁ আমরা বদলে যাবো এটাই সত্য
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৩
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
৪|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:১১
০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:১১
নেওয়াজ আলি বলেছেন: বদলে গিয়ে সুন্দর পৃথিবী গড়বো
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৩
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৩
জুল ভার্ন বলেছেন: ইন শা আল্লাহ।
৫|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:২৫
০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:২৫
জগতারন বলেছেন: 
নেওয়াজ আলি বলেছেন:
বদলে গিয়ে সুন্দর পৃথিবী গড়বো।
ঠিক বলে মনে করি।
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৪
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৪
জুল ভার্ন বলেছেন: আমাদের উপলব্ধির সঠিক বাস্তবায়ন হোক। ধন্যবাদ।
৬|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:৪৩
০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১১:৪৩
শেরজা তপন বলেছেন: এভাবে আমিও কত বদলে গিয়েছি- বদলাচ্ছি দ্রুত। 
এটাকেই বলে সম্ভবত; মানসিক বিবর্তন!
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৭
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১২:৩৭
জুল ভার্ন বলেছেন: ব্যক্তির বিবর্তন মানেই পরিবার, সমাজ এর বিবর্তন। এই বিবর্তনই মানব সভ্যতার ক্রমবিকাশের সূচনা।
ধন্যবাদ।
৭|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:০৯
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:০৯
অপু তানভীর বলেছেন: এভাবে কত কিছু নিয়ে বদলে গিয়েছি । সামনে হয়তো আরও বদলে যাবো ।
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৫১
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৫১
জুল ভার্ন বলেছেন: ইহাকেই বলে জীবনচক্র।
৮|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৪৩
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৪৩
নীলসাধু বলেছেন: সাধু সাধু।
ভালো লাগলো কথাগুলো। 
আমরা প্রতিনিয়ত এভাবেই বদলে যাই। বদল হয়ে যায়। এটাই বাস্তবতা। 
ধন্যবাদ জানবেন।
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৫৩
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৫৩
জুল ভার্ন বলেছেন: আমরা অনেকেই এই বাস্তবতা স্বীকার করতে সাহস পাই না, কিম্বা নিজেকে বাস্তবতা থেকে দূরে রেখে আত্মপ্রবঞ্চনা করি।
৯|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৪৪
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের উপলব্ধির সঠিক বাস্তবায়ন হোক।  
এটাই আসল কথা। খাটি কথা।
  ০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৫৩
০৫ ই ডিসেম্বর, ২০২২  দুপুর ১:৫৩
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১০|  ০৫ ই ডিসেম্বর, ২০২২  রাত ১০:৩৫
০৫ ই ডিসেম্বর, ২০২২  রাত ১০:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন: 
ভালো লাগলো কথাগুলো।
  ০৬ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৪০
০৬ ই ডিসেম্বর, ২০২২  সকাল ৯:৪০
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:০২
০৫ ই ডিসেম্বর, ২০২২  সকাল ১০:০২
গেঁয়ো ভূত বলেছেন: আমরা প্রতিনিয়ত বদলাই, কারণে-অকারণে বদলাই। পরিবর্তনই জীবন। একসময়ে সত্য বলে জানা বদ্ধমূল ধারণাগুলোও পরবর্তীতে বদলে যায়। তবে চল্লিশ-পঞ্চাশে গিয়ে জীবন সম্পর্কে যে ধারণাগুলো তৈরী হয় তা মোটামোটি সঠিক তবে একবারে পারফেক্ট বলা চলে না।