নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করব না.....

১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১০

কবিতার নামঃ- ক্ষমা করব না
মূল কবিতা: নাজিম হিকমত
অনুবাদ: সুভাষ মুখোপাধ্যায়।

তোমার বীভৎস হাত দুটো ক্ষতের ওপর চাপা,
যতক্ষণ না রক্ত বার হয় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দারুণ যন্ত্রণা সহ্য কর!
এখন আশা বলতে শুধুমাত্র একটা কর্কশ চিৎকার!
দাঁত আর নখ দিয়ে ছিনিয়ে নিতে হবে জয়,
আমরা কিছুই ক্ষমা করব না!

দিনগুলি মেঘাচ্ছন্ন , দুশমনেরা নিষ্ঠুর হৃদয়হীন শয়তান!
তবু প্রাণপণে লড়ে যাচ্ছে আমাদের লোকগুলো,
তারা মার খাচ্ছে কাতারে কাতারে,
অথচ বাঁচবার কথা তাদেরই ---
যেন গান আর পতাকা নিয়ে তারা মিছিলে বেরিয়েছে --
কি অল্প বয়েস , কি বেপরোয়া ....
আমাদের খানিক বিষণ্ণ , খানিক রুক্ষ করে রেখে চোখের জল শুকিয়েছে!
তাই আমরা ভুলে গিয়েছি কেমন করে ক্ষমা করতে হয় ---
রক্তের নদী উজিয়ে আমাদের নিশানা দাঁত আর নখ দিয়ে ছিনিয়ে নিতে হবে জয় ---
কিছুই আমরা ক্ষমা করব না!


আমার সশ্রদ্ধ সালাম তুরস্কের তথা সমস্ত পৃথিবীর এই মহান বিপ্লবী কবির প্রতি। সমস্ত শোষিত, বঞ্চিত মানুষের কবিকে যিনি সাধারণ মানুষের অধিকার আদায় আর শ্রেণীবৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে জীবনের বেশীরভাগ সময় কাটিয়েছেন জেলে।
শ্রদ্ধা জানাই বাংলাভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি সুভাষ মুখোপাধ্যায়কে যিনি নাজিম হিকমতের বেশ কিছু জনপ্রিয় কবিতার অসাধারণ অনুবাদ করে মৌলিক কবিতার অসামান্য শৈল্পিক স্বাদ, গন্ধ, বর্ণ নিয়ে পাঠকের সামনে উপস্থিত করেছেন।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:


বিপ্লবীদের ক্ষমা না করলেও চলে।

১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৮

জুল ভার্ন বলেছেন: সত্যিকারের বিপ্লবীরা কখনো ক্ষমা চায়না।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১২

অপ্‌সরা বলেছেন: শ্রদ্ধা কবির প্রতি!

১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। এখনতো তোমার স্কুলে ছুটি, বিজয়ের মাসের তোমার লেখালেখি কম কেন?

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৩

মনিরা সুলতানা বলেছেন: নাজিম হিকমতের জেলখানার চিঠি তো একটা ইতিহাস !
এইটা ও। ধন্যবাদ শেয়ারের জন্যে।

১৭ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: নাজিম হিকমত আমার অন্যতম প্রিয় কবি। তাঁর জেল খানার চিঠি নিয়ে আমার একটা পোস্ট আছে- বছর খানেক আগে।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নাজিম হিকমত আমার অন্যতম প্রিয় কবি। শ্রদ্ধা কবির প্রতি!

১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

জুল ভার্ন বলেছেন: দুনিয়ার সকল বঞ্চিত এবং সাম্যবাদে বিশ্বাসী মানুষের প্রিয় কবি নাজিম হিকমত।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৭

কাছের-মানুষ বলেছেন: ভিতরে মাল মশলা না থাকলে এরকম কবিতা পেট থেকে বের হওয়া সম্ভব না! আমার টুপি খোলা অভিবাদন রইল কবির প্রতি!

১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৯

জুল ভার্ন বলেছেন: মেধার সাথে সাহস ও শক্তির সমন্বয় করে তিনি তাঁ মনোভাব কবিতায় তুলে ধরেছিলেন বলে- বিশ্বব্যাপী তিনি এতোবেশী সমাদৃত।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

কামাল১৮ বলেছেন: বিপ্লবী কবিতা পড়া সহজ।বিপ্লবে অংশগ্রহন করা কঠিন।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৬

কামাল১৮ বলেছেন: বিপ্লবী কবিতা পড়া সহজ।বিপ্লবে অংশগ্রহন করা কঠিন।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৮

কামাল১৮ বলেছেন: বিপ্লবী কবিতা পড়া সহজ।বিপ্লবে অংশগ্রহন করা কঠিন।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৮

কামাল১৮ বলেছেন: বিপ্লবী কবিতা পড়া সহজ।বিপ্লবে অংশগ্রহন করা কঠিন।

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: একমত।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৩১

নেওয়াজ আলি বলেছেন: ক্ষমা করা করা এত সহজ নয়

১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: দুর্বলেরা ক্ষমা করে আর কিছু করার ক্ষমতা নাই বলেই!

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৪৪

কামাল১৮ বলেছেন: বাইরে ছিলাম।জীবনে প্রথম মোবাইল দিয়ে কমেন্ট করতে যেয়ে কি খারাপ পরিনতি।

১৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৯

জুল ভার্ন বলেছেন: আমি ঠিকই বুঝতে পেরেছি। আমিও যখন মোবাইল ফোন থেকে লিখি তখন প্রায়শই এমন হয়। মোবাইলে লোড নিতে লেট হয়, মনে হয়- লোড হচ্ছেনা, তাই পূণঃপূণ প্রেস করার জন্যই এমনটা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.