|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
বিষন্নতা...... 
কিছুই লিখতে পারছিনা। 
বিষন্নতা আমাকে জড়পদার্থ বানিয়ে দিয়েছে! চিন্তাশক্তিও অদৃশ্য দেওয়ালে আটকে রেখেছে। 
কারণ, পারিপার্শ্বিক অবস্থাটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে চেপে বসেছে। বর্তমান সময়ের গ্লানি, অনিরাপত্তাবোধ- সবকিছু মিলে আজ এক কালো ধোঁয়াশা চারিদিকে। আর আমি এখন এক গা সওয়া নাগরিক, যে বাঁচতে পারে মৃত্যুর ভ্রুকুটির সাথে হাত মিলিয়ে। যে বাঁচতে শিখেছে অন্যায়ের প্রতিবাদ না করে। যে বাঁচতে শিখেছে প্রতিদিন খুঁটে খুঁটে খেয়ে বা না খেয়ে .....
যে বাঁচতে শিখেছে অশ্বডিম্ব সামাজিক সুরক্ষার ঘোষণার নীচে। যে বাঁচতে শিখছে বিনা ত্রাণের পরিত্রানে....।
আজকাল চোখ বুজলেই ঘুমোতে পারিনা, আমি ঘুমের মধ্যেও যে স্বপ্ন দেখি তা পরাবাস্তবতার হাত ধরে কোনো জীর্ণ পাতাঝরা কবিতা হয়ে যায় না, যেখানে কেউ রূপকের আড়ালে দুঃখ বা যন্ত্রণার কথা বলে না।
পরাবাস্তবতা আজ চূড়ান্ত কঠিন বাস্তব, যে নগ্ন হয়ে প্রতিদিন সংবাদ পত্রের প্রথম পাতায় হাজির হয় 'সুপ্রভাতের' সাথে। 
হাজার মাইল হেঁটে আসা পথভোলা পথিক আমি। আত্মনির্যাতনে যার অনিবার্য মৃত্যুর মুখোমুখি।
তাই আজ আমি নিশ্চুপ...
আমার বাকশক্তি নেই, আমার কোন শব্দ ছিলোনা। আমার কোন শব্দ নেই যেটা দিয়ে আমি খুব জোরের সাথে বলতে পারি...
আর নয় বেশিক্ষন এ দুঃস্বপ্নের প্রহর...
দূর থেকে আজও পৃথিবীর রং সবুজে নীল...
পাতাঝরা দিনের শেষে লুকিয়ে আছে কিশলয়ের নতুন আকাঙ্খা..
শুধু সময়ের অপেক্ষা এক নতুন 
বসন্তের...
আমার বরফ শীতল জিভ
জড়িয়ে আসছে....
বসন্তের অপেক্ষা বড় দীর্ঘ আজ....।
 ৩০ টি
    	৩০ টি    	 +১/-০
    	+১/-০  ০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৭
০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৭
জুল ভার্ন বলেছেন: বয়স নয়, পারিপার্শ্বিকতা....
২|  ০২ রা জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:২০
০২ রা জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: 
- ইদানিং আপন পোস্ট দেখে মনে হয় আপনি কোনো মনোকষ্টে রয়েছেন। আপনার মনে শান্তি ফিরে আসুক। শুভকামনা রইলো।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৮
০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৮
জুল ভার্ন বলেছেন: প্রতিহিংসার শিকার হয়ে কি ভাবে যে বেঁচে আছি.....
৩|  ০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৯
০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৩৯
জগতারন বলেছেন: 
জুল ভার্ন: 
প্রতিহিংসার শিকার হয়ে কি ভাবে যে বেঁচে আছি.....
এই হিংসাগুলো আসে পরিবারের অন্য একজন থেকে। 
তারা হিংসা করে অতি সামানয কারনে।
কিন্ত যাহার প্রতি এই হিংসা করা হয়, 
তাহার জীবনে চলার  পথে বিশাল প্রভাব পরে ও ক্ষতি হয়। 
কখনও সমূহ ক্ষতি হয়য়ে থাকে।
তাই সময় থাকতে আলাদা গতিপথ বেছে নিয়ে বেঁচে থাকাই নিরাপদ।
সংসারে মানুষগুল বিচিত্র চরিত্রের।
  ০৩ রা জানুয়ারি, ২০২৩  ভোর ৬:১৯
০৩ রা জানুয়ারি, ২০২৩  ভোর ৬:১৯
জুল ভার্ন বলেছেন: আমার সমস্যা ঘরে নয়....আমার লেখালেখির সাথেতো পরিচিত....দেখেছেন আমার কোনো লেখায় কোনো প্রকার সরকার বিরোধিতা, রাস্ট্র বিরোধিতা দেখেছেন? আমার বিরুদ্ধে চারটা মিথ্যা মামলা দিয়ে আমাকে, আমার পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে।
৪|  ০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৪
০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৪
গেঁয়ো ভূত বলেছেন: কিছুই লিখতে পারছিনা। 
বড় ভাই, এর পরও কিন্তু লেখা দারুন কাব্যিক ও শিল্পগুন সম্পন্ন হয়েছে তাতে কোনো সন্দেহের অবকাশ নাই।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০২
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০২
জুল ভার্ন বলেছেন: হাঃ হাঃ হাঃ ❤️
৫|  ০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৪৯
অনল চৌধুরী বলেছেন: প্রতিদিন ২ টা ছবি দেখেন। কোনো সমস্যা থাকবে নাআগে ভিডিও ক্যাসেট, সিডি,ডিভিডিতে কষ্ট করে বাইরে থেকে এনে ছবি দেখতে হতো। এখন স্মার্ট টিভিতে বিশ্ববিখ্যাত হাজার হাজার ছবি বিনামুল্যে দেখা যায়।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৪
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৪
জুল ভার্ন বলেছেন: ছবি দেখার বেশ কয়েকটি পে চ্যানেল আছে.....কিন্তু দেখার মতো মন-মানসিকতা নাই ভাইয়া।
৬|  ০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
০২ রা জানুয়ারি, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: অগ্রজ আপনি কিন্তু লিখতে পেরেছেন !!!
আপনার এই স্তব্ধ সময় দ্রুত কাটুক এই কামনা !!
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৬
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৬
জুল ভার্ন বলেছেন: দোয়া করবেন... এমনও হতে পারে খুব সহসাই আমার লেখালেখির সুযোগ থাকবেনা....
৭|  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ৮:২৭
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ৮:২৭
কামাল১৮ বলেছেন: সময় যত দীর্ঘই হোক বসন্ত আসবেই।এও এক ইতিহাসের অমোঘ সত্য।তাই আশার কথা শুনাতে হবে পরবর্তী প্রযন্মকে,যাতে তারা স্বপ্ন হারিয়ে না ফেলে।স্বপ্ন হারিয়ে গেলে পথ দীর্ঘ থেকে দীর্ঘ হবে।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৮
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৮
জুল ভার্ন বলেছেন: ভাইজান, আমি আশার কথা সবাইকে শোনাতে শোনাতে এখন নিজেই আশাহত! আমাকে গিনিপিগ বানিয়েছে....
৮|  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ৯:০৯
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ৯:০৯
হাসান জামাল গোলাপ বলেছেন: বিষন্নতা আমায়ও ভুগায়, এটার তীব্রতা ওঠানামা করে।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৯
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০৯
জুল ভার্ন বলেছেন: আল্লাহ রাব্বুল আল আমীন হেফাজত করুন।
৯|  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০১
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: আপনি কিছু দিনের জন্য সমুদ্র অথবা পাহাড় থেকে ঘুরে আসুন।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:১২
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:১২
জুল ভার্ন বলেছেন: কিভাবে বেড়াবো.... একটা সপ্তাহের জন্যও কোর্টের হাজিরা, হিয়ারিং থেকে মুক্তি নাই....
১০|  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:২৩
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:২৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি অনেক কঠিন সমস্যায় আছেন বুঝতে পাড়ছি। আল্লাহ আপনাকে হেফাজত করবেন এই দোয়া করছি।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:২৯
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১০:২৯
জুল ভার্ন বলেছেন: আমীন।
১১|  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১১:১৯
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১১:১৯
নেওয়াজ আলি বলেছেন: টিভিতে নিউজ দেখুন, বই পেপার পড়ুন,পারলে হাটাচলা করবেন। আমার বাবাও তাই করেন।
  ০৩ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৪৫
০৩ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৪৫
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ। আপনার বাবার জন্য শুভ কামনা।
১২|  ০৩ রা জানুয়ারি, ২০২৩  রাত ১:৪২
০৩ রা জানুয়ারি, ২০২৩  রাত ১:৪২
হাসান জামাল গোলাপ বলেছেন: আবার এলাম, আপনার অন্য মন্তব্যগুলো তখন দেখিনি। এসব বিষয় নিয়ে আমি ত্যক্ত বিরক্ত, কিন্তু এইখানেই একজন ভিকটিম আছেন জানা ছিল না। আমার বলার কোন ভাষা নেই, জাতির উপর যে সিন্দাবাদের দৈত্যর মত শাসন চেপে বসেছে তা থেকে কবে মুক্তি মিলবে কে জানে।
  ০৩ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৪৭
০৩ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৪৭
জুল ভার্ন বলেছেন: আমি একা নই, আমার জানা মতে আরও বেশ কয়েকজন আছেন.... এমনকি আমার সাথেই আরও দুইজন ব্লগার আসামি আছেন। মুক্তি নাই।
১৩|  ০৩ রা জানুয়ারি, ২০২৩  ভোর ৪:৪৮
০৩ রা জানুয়ারি, ২০২৩  ভোর ৪:৪৮
অনল চৌধুরী বলেছেন: টিভির সাথে ওয়াই-ফাই সংযোগ  করলে ইউটিউবে বিনা টাকায় ভালো ভালো সব ছবি দেখতে পাবেন।
আপনার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা হয়েছে । 
আপনি তো ব্লগ লেখেন।
  ০৩ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৬
০৩ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৯:৫৬
জুল ভার্ন বলেছেন: ওয়াইফাই সংযোগ আছে, কিন্তু আমাদের তথাকথিত ফোর-জি, ফাইভ- জি লোড নিতে পারেনা। কন্টিনিউয়াস লোডিং....
 মামলার ধারা বললে কোনো উপকার হবেনা.... 
তবে হুমায়ুন আহমেদের সম্ভবত 'কোথাও কেউ নেই' নাটকে একটা ডায়লগ ছিলো সেটা মনে করিয়ে দিচ্ছি- "মামলাটা যদি সত্য হয়, অর্থাৎ আসামি যদি সত্যিই অপরাধী হয়- তাহলে মামলা থেকে মুক্তি পাবে। কিন্তু মামলাটা যদি মিথ্যা হয়, অর্থাৎ সাজানো মামলা হয়- তাহলে মুক্তির কোনো উপায় নাই। কারণ, মিথ্যা এবং সাজানো মামলায় কোনো ভুলত্রুটি/ ফাঁকফোকর রাখেনা- যেখান থেকে আসামী আইনের মারপ্যাচে বেরিয়ে আসতে পারবে"। আমার বিরুদ্ধে কোটেড বক্তব্যের শেষ অংশ প্রয়োগ করা হয়েছে!
১৪|  ০৩ রা জানুয়ারি, ২০২৩  দুপুর ১:০৭
০৩ রা জানুয়ারি, ২০২৩  দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিভাবে বেড়াবো.... একটা সপ্তাহের জন্যও কোর্টের হাজিরা, হিয়ারিং থেকে মুক্তি নাই.... 
কোর্টের ঝামেলা খুবই বাজে ব্যাপার। কোর্ট কাচারি থেকে দূরে থাকাই মঙ্গল।
  ০৪ ঠা জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৪৩
০৪ ঠা জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৪৩
জুল ভার্ন বলেছেন: তুমি যদি রাস্ট্র যন্ত্রের টার্গেট হও তাহলে তোমার নিস্তার নেই.... জীবনে কারোর বিরুদ্ধে মামলা করিনি। ২০১৮ সনের আগে আমার বিরুদ্ধে দেশের কোথাও কোনো মামলা হয়নি। আমি উল্লেখ্য সময়ের আগে কোনো দিন থানা, কোর্ট কাচারির বারান্দাও মাড়াইনি। অথচ এখন আমি অনেকগুলো মিথ্যা মামলার আসামি.....
১৫|  ০৩ রা জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:১২
০৩ রা জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:১২
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান ,
আপনার এই পোস্টগুলো দেখে আমিও অন্তর থেকে খুবই বিষন্নতা অনুভব করি। এর আগেও এরকম পরিস্থিতি আপনার মধ্যে এসেছিল। যদিও ধৈর্যশক্তির পরিচয় দিয়ে সেসময়ের বিষন্নতা কাটিয়ে উঠতে পেরেছিলেন। নিজের বিচক্ষণতায় পরিবারকেও সাপোর্ট দিয়েছিলেন। আজকেও ছোট ভাই হিসেবে এটাই আপনার একমাত্র পরামর্শ। ভেঙে পড়বেন না। যদি লেখালেখি করতে ভালো না লাগে তাহলে কিছু দিন ক্ষান্ত দিন। আশা করি ততদিনে মনের এই অবসন্নতা দূর হয়ে যাবে।
  ০৪ ঠা জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৪৫
০৪ ঠা জানুয়ারি, ২০২৩  বিকাল ৩:৪৫
জুল ভার্ন বলেছেন: কি ভাবে ভালো থাকবো ভাইয়া! চলতি মাসের ২ তারিখ এবং আজ ৪ তারিখ দুই মামলার হিয়ারিং হলো। এই মাসেই আরও দুই মামলার হিয়ারিং আছে...
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:১৬
০২ রা জানুয়ারি, ২০২৩  বিকাল ৫:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষ যত বয়স্ক হয় ততই বিষন্নতা গ্রাস করে নাকি? লেখাটা ভালো লাগলো।