নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে বন্ধুত্বের সম্মিলনে.....

২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১

দেখা হবে বন্ধুত্বের সম্মিলনে.....

বাংলাভাষী ব্লগারদের আত্মিক বন্ধনের নাম, আবেগ- উচ্ছাস প্রকাশের পীঠস্থান, বেশীরভাগ অপেশাদার লেখক-পাঠকদের সৃজনশীলতা প্রকাশের সেরা মাধ্যম সামহোয়্যারইন ব্লগের দেড় যুগ পেরিয়ে গিয়েছে। পাঠক কিম্বা লেখক হিসেবে যে বন্ধনে আমরা আবদ্ধ সেই বন্ধনকে আরও দৃঢ় করতে আমাদের ১৪তম ব্লগ ডে ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ।

জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায় কোনো না কোনো ভাবে। যে সম্পর্ক কখনো লাভ- ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। সেই বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপদসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়। সেই বিশ্বাসী সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে বন্ধু বলা যায়। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। বন্ধু হতে পারে এক থেকে একাধিক।

বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়।

ব্লগে লেখালেখিতে আমাদের মধ্যে ছোটখাটো ভিন্নমত থাকলেও আমরা কেউ কারোর শত্রু নই, শত্রুতা করার মতো কোনো স্বার্থ কিম্বা টানাপোড়েন আমাদের মধ্যে নাইও। আসুন, আমরা পরস্পরকে সম্মান জানাই।

খুব ভালো লাগছে ভাবতে, ব্লগ ডে তে কতো কতো গুণী ব্লগার বন্ধুদের সাথে দেখা হবে..... অন্তত একটা দিনের কিছুটা সময় সবাই একসঙ্গে আড্ডা দেবো। আমাদের হাসি–ঠাট্টায় সবাই জমিয়ে তুলি ব্লগ ডে'র আড্ডার আসর। গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জীবন চলার পথের অভিজ্ঞাতা আদান–প্রদান করি। আবার সমসাময়িক জীবন নিয়ে আগামীর ভাবনাগুলো শেয়ার করি। আড্ডায় হাসি–ঠাট্টার পাঠচক্রের ইতি টেনে ফিরে যাবো যার যার ঠিকানায়। সব বাঁধাবিপত্তি পার হয়ে বন্ধু নামের একই ছাতার নিচেই আমরা ফিরে আসবো বারবার।

এখনো যারা ব্লগ ডে উপলক্ষে নিজের আইডি নিবন্ধন করেননি, তাঁরা অতিসত্বর নিবন্ধন করুন এবং উপস্থিত হবেন নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়- যাতে আপনার সাথে দেখা করে পারস্পরিক সৌজন্য বিনিময় করতে পারি।

জীবন চলার পথে কেউ আমরা স্থায়ী নই। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা দূরের বাসিন্দা হয়ে যাব একদিন। দূর সীমানার বাইরে চলে গেলেও যেনো অন্তরে অটুট থাকে আন্তরিক টান। সামহোয়্যারইন ব্লগের মাধ্যমে ভালোবাসার বন্ধনে মজবুত হয়ে থাকুক আমাদের বন্ধুত্বের বন্ধন।

সবাইকে ধন্যবাদ।
সবার জন্য শুভ কামনা।
সামহোয়্যারইনব্লগ দীর্ঘজীবী হোক।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ব্লগ ডের জন্য শুভকামনা।

২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

জুল ভার্ন বলেছেন: আপনার উপস্থিতি কামনা করি। ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৪

কামাল১৮ বলেছেন: আমরা যারা প্রবাসী তারা হয়তো অনেকেই উপস্থিত থাকতে পারবেনা।আপনারা যারা উপস্থিত থাকবেন তাদের বন্ধুত্ব আরো দৃঢ় হোক এই কামনা করি।

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০০

জুল ভার্ন বলেছেন: ব্লগ কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে অনলাইনে আগ্রহীদের যুক্ত কারার জন্য। আপনার মতো গুণী শ্রদ্ধেয় অগ্রজদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার। শুভ কামনা ❤️

৩| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ব্লগ ডে সুন্দর ভাবে পালন হোক। সেটাই আশা করি।

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১

জুল ভার্ন বলেছেন: আশা করি তুমি অবশ্যই উপস্থিত থাকবে। শুভ কামনা ❤️

৪| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:২৭

শেরজা তপন বলেছেন: ব্লগারদের পুনর্মিলনী নিয়ে চমৎকার লেখনীর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
উচ্ছাস ভালবাসা আর আন্তরিকতায় এক অন্য ইতিহাস রচিত হোক ব্লগারদের মিলনমেলায়।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০০

জুল ভার্ন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারদের পূণর্মিলনি সফল হোক ।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩১

জুল ভার্ন বলেছেন: আশা করি আপনি থাকবেন- প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.