নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

একালের রূপকথা.......

২৭ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:১৬

একালের রূপকথা.......

জুলেখা বাদশার মেয়ে। সবসময় হাসিখুশী থাকে। কিন্তু এখন জুলেখার মনখারাপ। তাদের রাজ্যে নতুন এক অসুখ ঘরে ঘরে হানা দিচ্ছে....। ভারী অদ্ভুত রকম অসুখ। কেউ এরকম অসুখের কথা আগে শোনেনি। এ অসুখে ইস্কুলে যাওয়া বারন, সাথী-সখীদের সাথে মেশা বারন, খেলা বারন, এমন কি কাছে ঘেষা মানা!

পুর্নিমার চাঁদ ওঠে, মিষ্টি সুরে রাতপাখী ডাকে, সকালে ফুল ফোটে গাছে.... সব কিছু ঠিক চলে, শুধু হয়না সখীতে সখীতে কানাকানি ..... আত্মীয় বন্ধুতে মেলামেশা....মুখ ঢেকে যায় মুখোশে।

রাজকন্যার মন ভাল হয়না। পুর্নিমার চাঁদ বিবর্ন লাগে। মাঝ রাতে ঘুম আসেনা। বারান্দায় এসে দাঁড়ায় সে...

জ্যোৎস্নায় দিগন্ত প্লাবিত....কদম্ব ফুলের ঘ্রান বাতাসে। উদ্যানে কে বাজায় বাঁশী অচিন সুরে?
রাজকন্যার নজরে পড়তেই সে হটাৎ থেমে যায়।

রাজকন্যা নেমে আসে উদ্যানে....
চারিদিক শান্ত...
প্রহরী ঘুমন্ত....

বাঁশুরিয়া নিজের মনে আবার সুর তোলে....।
রাজকন্যা বলে, 'কে তুমি?
জানোনা, এদেশে খুব অসুখ...'।

"জানি তো...তাই এলাম সুররাজ্য থেকে..."-চাঁদের আলোয় এক মহোময় যুবক রাজকন্যার সামনে। সে সুরে ছন্দে যেন ভরিয়ে দেয় উদ্যান...।
অনেক দিন পর রাজকন্যার মন কেমন করে ওঠে....
শরীরে শীহরণ....
আহা্.....
বেঁচেথাকা তাহলে এতকিছুর পরেও ছান্দিক।
রাজকন্যার মন নিয়ে হারিয়ে যায় বাঁশুরিয়া....

মনচুরিতে কোন দোষ হয়না....

(ফেসবুক মেমোরি থেকে- দুই বছর আগে করোনা কালে লিখেছিলাম)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর রুপকথা।

২৭ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৫

হাসান জামাল গোলাপ বলেছেন: জানি না মেটাফর কিনা, ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৮

জুল ভার্ন বলেছেন: অবশ্যই মেটাফর। ধন্যবাদ।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৬

হাসান জামাল গোলাপ বলেছেন: জানি না মেটাফর কিনা, ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

জুল ভার্ন বলেছেন: বেশীরভাগ ক্ষেত্রেই ফোন থেকে ব্রাউজিং করলে নেটওয়ার্ক প্রব্লেমের জন্য আমার একই লেখা একাধিক বার হয়ে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.