নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ভি ভি আই পি বিড়ম্বনা……
গতকাল বিকেল এয়ারফোর্স অফিসার্স কোয়ার্টার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম একটা কাজে। ৪:৩০ মিনিটে সেই বাসা থেকে বের হয়ে একটা উবার কল দিয়ে কোনো রেসপন্স না পেয়ে হেঁটে মেইন রোডে এসে দেখি জাহাংগীর গেইট থেকে ফ্যালকন ক্লাবের ১০০ মিটার আগে থেকেই বিজয়স্মরণী পর্যন্ত সকল প্রকার যানবাহন এবং পদচারীদেরও আটকে রাখা হয়েছে। রাস্তার দুই পাশে সশস্র পুলিশ ছাড়াও বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা সাদা পোষাকে ততপর। সব ধরনের যানবাহনের স্টার্টও বন্ধ করতে বাধ্য করেছে। একজন মোটোরবাইক চালকের সম্ভবত অসাবধানতায় বামদিকের ইন্ডিকেটর লাইট জ্বলছিল। তা দেখে একজন পুলিশের এস আই কড়া ধমক দিয়ে ইনডিকেটর লাইট বন্ধ করিয়ে দেয়।
৪০ মিনিট পার হয়ে গিয়েছে। পরপর তিনটা হেলিকপ্টার ল্যান্ড করতে দেখলাম। এদিকে পাঠাও মোটোরবাইক যাত্রীরা এবং পদচারী নারী-শিশুরা উশখুশ করছে। একজন পুলিশ এ এস আই দৌড়ে এসে চীতকার করে বলছে- “কেউ হেলবেন্না, একদম নড়াচড়া কর্বেন্না।“
অন্যদিকে একজন পথচারী রাস্তা পারহয়ে উলটা দিকে যাচ্ছিলেন- এক পুলিশ সাথে আরও ২/৩ জন সাদা পোষাকী দৌড়ে এসে তাকে প্রায় চ্যাংদোলা করে টেনে হিচড়ে নিয়ে কয়েক ঘাঁ বসিয়ে দিলো। লোকটা কাঁদো কাঁদো হয়ে বললো- “স্যার ভুল হয়ে গেছে……ট্রাফিক কনস্টবল 'স্যার' সম্বোধন শুনে মনে করলেন- তাঁকে তাচ্ছিল্ল করে স্যার সম্বোধন করেছে! তিনি আরও রেগে গিয়ে হাতের লাঠিটা দিয়ে একটা অশ্লীল ইংগীত করলেন…
পদচারী বললেন- "আমার ডায়বেটিস, পেচ্চাব করতে হইবে……”।
এক পেটমোটা পুলিশ খ্যাক্ষ্যাক করে উঠলো- হাত উলটে হাতের লাঠিটা ঢুকিয়ে দেওয়ার ভংগীতে বললো- "আমার চাকরি খাইতে চাও- গোয়ার মদ্দ্যে ডায়বেটিস হান্ধাইয়া দিমু বাইনচোত! ভি ভি আই পি ডিউটি চলতেছে……"
তখন বিকেল পাঁচটা ২০ মিনিট। তেজগাঁও এয়ারপোর্ট মসজিদ সংলগ্ন গেট থেকে প্রথম চারটা মার্শাল পাইলট মোটর সাইকেল বিকট শব্দে সাইরেন বাজিয়ে বের হয়ে যাওয়ার ৩/৪ মিনিট পর আগে-পিছে এম্বুলেন্স সহ ১৫/২০ টা গাড়ির বহর বের হয়ে বিজয় স্মরণীর দিকে চলে গেলো। সবাই হাফ ছেড়ে বাঁচলো……অনেকেই বন্ধ করা গাড়িতে স্টার্ট দিয়েছে। কিন্তু আবারও পুলিশের হুংকার- "গাড়ীর স্টার্ট বন্ধ করেন, কেউ নড়াচড়া কর্বেন্না।"
আবার সবাই নট নড়নচরন!
পাঁচ মিনিটের বিরতীতে আবারও সাদা রংগের চারটা মোটর সাইকেল বেরিয়ে যাওয়ার পর কয়েক মিনিট পর আগে পিছে এম্বুলেন্স আর ১৫/২০টা গাড়ির বহর বের হয়ে যাওয়ার দশ মিনিট পর আমজনতার জন্য রাজপথ খুলে দেওয়া হলো……
০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:২৭
জুল ভার্ন বলেছেন: দেশে এখন তিনটা শ্রেনী। একটা ভি ভি আই পি, একটা ভি আই পি বাকীসব- আমজনতা!
২| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখজনক।
ইন্ডিয়ার একটা ছবি দেখেছিলাম - প্রহর। সেখানে এই ভিভিআইপি ডিউটির এক ভয়াবহ করুণ পরিণতি দেখানো হয়। এক গর্ভবতী মায়ের বাচ্চা প্রসব হয় রাস্তায়।
কেউ নড়াচড়া করবেন না। এসব ফানি অর্ডার কীজন্য, জানি না।
০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৫৪
জুল ভার্ন বলেছেন: কী আশ্চর্য্য! নড়াচড়া করা যাবেনা, এমনকি কথা পর্যন্ত বলা যাবেনা!
৩| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৫১
অপু তানভীর বলেছেন: নিয়মিত রাস্তায় চলাচল করার কারণে এমন ঘটনাতে প্রায়ই পড়তে হয় । আমার যাওয়া আর আসার রাস্তা একই তাই প্রায়ই দিন আমি আগে থেকে টের পেয়ে যাই যে ফেরার পথে হয়তো ভিআইপি মুভমেন্টে পড়তে হতে পারে । কারণ যাওয়ার পথেই দেখা যায় রাস্তার একটু পরপরে পুলিশ দাড়িয়ে রয়েছে ।
০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৫৮
জুল ভার্ন বলেছেন: ভি ভি আই পি'দের চলা রাস্তায় তোমার নিত্যদিনের চলাচল- তুমিও অর্ধেক ভি আই পি!
৪| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:১০
বিষাদ সময় বলেছেন: কোন রটনা নয়, বাস্তব ঘটনাা। ২০১০ বা ২০১১ সালের দিকে ৬ নম্বর বাস থেকে আমি ফার্মগেটে নামছি হঠাৎ হ্যান্ড মাইকের কর্কশ শব্দে চমকে উঠলাম-"এই ৬ নাম্বার থামবে না, আগে বাড়ো" । তাকিয়ে দেখলাম আমার ৬ নাাম্বার বাস থামায় পিছনে আটকে গেছে ভিভিআইপির গাড়ি বহর।
এ ভাবে দু-এক বছর জানবাহনের মাঝে গ্যাপ সৃষ্টি করে ভিভিআইিপির গাড়ি বহর যাতায়াত করেছে। এখনকার আমার অভিজ্ঞতা অবশ্য আপনার বর্ণনার মতই।
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:০৮
জুল ভার্ন বলেছেন: ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে স্থায়ীভাবে ক্ষমতাসীন দলের শান্তি মঞ্চ! যে শান্তির মহড়া দেখেই ভয়ে হার্টফেল করার অবস্থা হয়ে যায়!
আমার বাড়ির সামনে দিয়ে একজন অত্যন্ত ক্ষমতাশালী মন্ত্রীর বাড়ির যাতায়ত পথ। সাধারণত তিনি রাত দশটার পর বাড়ি ফেরেন। তখন পুলিশের গাড়ির সাইরেন আর হুইসেলে গোটা এলাকায় একটা ভয়ার্ত পরিবেশ তৈরী হয়।
৫| ০১ লা মার্চ, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: দেশটা তো ওদের। ওদের দেশে আছেন। কোনো কথা বলবেন না। চুপ করে থাকবেন।
এই অভাগা দেশে জন্ম নিয়েছেন। এসব যন্ত্রনা ভোগ করতেই হবে।
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:০৯
জুল ভার্ন বলেছেন: "চুপ গনতন্ত্র চলছে"! কোনো এক বিখ্যাত কবির একটা কবিতার লাইন।
৬| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৯
বিষাদ সময় বলেছেন: ভিআইপি বিড়ম্বনায় এখন কোন ভিআইপির গাড়ির সাইরেন শুনলেইি মনে মনে.........
ফার্মগেটের আনন্দ সিনেমার সামনে স্থায়ীভাবে ক্ষমতাসীন দলের শান্তি মঞ্চ! যে শান্তির মহড়া দেখেই ভয়ে হার্টফেল করার অবস্থা হয়ে যায়!
এখন আর শান্তি মঞ্চ নাই কারণ আনন্দ সিনেমা হলের বিপরিতেই অধমের কর্মস্থল বা চেম্বার।
০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:৩২
জুল ভার্ন বলেছেন: আপনার সাথে আমার প্রায়শই দেখা হতে পারে। ফার্মভিউ সুপার মার্কেটের ৩ অথবা ৪ তলায় অফিস একটা সিএ ফার্ম একসময় আমার কোম্পানী কনসালট্যান্ট ছিলো।
৭| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৮
বিষাদ সময় বলেছেন: আমরা অবশ্য ইনকামট্যাক্স কনসালটেনসি করি .......শারিরীক অসুস্থতার কারণে আগাতে না পারায় আমি অবশ্য সেখানকার একেবারে ছাপোষা কনসালটেন্ট.... আল্লাহ চাহেন তো অবশ্যই দেখা হবে
০১ লা মার্চ, ২০২৩ রাত ৯:২৪
জুল ভার্ন বলেছেন: আমার অফিসের আয়কর বিষয়ক কাজ যিনি দেখতেন তার নাম সম্ভবত সুমন নাথ.....
৮| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: রাস্তায় চলতে ফিরতে এরকম ভিআইপি খপ্পরে বেশ কয়েকবার পড়তে হয়েছে। তবে আপনাদের মত এত তিক্তকর অভিজ্ঞতা কখনো হয়নি। যাইহোক জস্মিন দেশে যদাচার বলে কথা। রাজা মশায়ের নিয়ম তো মানতেই হবে।
০১ লা মার্চ, ২০২৩ রাত ৯:২৬
জুল ভার্ন বলেছেন: আপনাদের দেশে একমাত্র পিএম ছাড়া অন্যদের বেলায় ততটা কড়াকড়ি নাই। আর আমাদের এখানে চৌদ্দপুরুষ সবাই ভিআইপি!
৯| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
ভিআইপির দ্রুত পয়দায় বাংলার মাটিও বেশ উর্বর। আপনি ঢাকায় কোথায় থাকেন?
০১ লা মার্চ, ২০২৩ রাত ৯:২৭
জুল ভার্ন বলেছেন: উত্তর-দক্ষিন দুই সিটিতেই আমার বসবাস।
১০| ০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
ভিআইপির দ্রুত পয়দায় বাংলার মাটিও বেশ উর্বর। আপনি ঢাকায় কোথায় থাকেন?
০১ লা মার্চ, ২০২৩ রাত ৯:২৮
জুল ভার্ন বলেছেন: উত্তর-দক্ষিন দুই সিটিতেই আমার বসবাস। একটা পৈত্রিক সূত্রে, একটা ক্রয় সূত্রে।
১১| ০১ লা মার্চ, ২০২৩ রাত ৮:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছুদিন আগে আমাদের মাদ্রাসার একটি মিটিং ছিলো ডিসি অফিসে। আমরা কেক করে আটকে রইলাম, অনেকক্ষণ পরে দেখলাম বিশেষ ব্যক্তিবর্গের গাড়ি যাচ্ছে প্রোটোকল সহ। তারপরেও আটকে রইলাম। কয়েক দফায় তেনারা যাওয়ার পরে আমরা ঘন্টা খানেক পরে গুটিগুটি করে এগুলাম। বুঝা গেলো এই জ্যাম সারা দিনেও ছুটবে না।
০১ লা মার্চ, ২০২৩ রাত ৯:৩০
জুল ভার্ন বলেছেন: এদেশে থাকতে হলে ভি আইপি, ভি ভি আইপি বিড়ম্বনা সইতেই হবে। না পারলে পাকিস্তান চলে যান।
১২| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১০:৫০
ইমরান আশফাক বলেছেন: স্বৈরাচার মূক্তি পাক ।। গনতন্ত্র নিপাত যাক ।।
০২ রা মার্চ, ২০২৩ সকাল ৮:৫৬
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
১৩| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১১:৪৯
কামাল১৮ বলেছেন: এই সমস্যা অনেক পুরনো।কেউ নজর দেয় নাই।বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামীরা এভাবে লিখবে।এখন আওয়ামীরা চুপ আছে।
০২ রা মার্চ, ২০২৩ সকাল ৮:৫৮
জুল ভার্ন বলেছেন: ভাইজান, এই যে আপনারা যারা নিজেদের কমিউনিস্ট পরিচয়ের আড়ালে আওয়ামী লীগের রাজনীতি করেন, তাদের সবকিছুতেই ঘুরে ফিরে বিএনপি টেনে নিয়ে আসবেন! বিএনপি খারাপ করেছিলো - আপনারাও সেই বিএনপির যারাঅকে অনুসরণ করছেন কেন?
১৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৩:১৮
চারাগাছ বলেছেন:
ভিআইপি ইস্যু কি বরাবর ছিল ?
নাকি এখন কিছুটা বেশি ?
০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৩৫
জুল ভার্ন বলেছেন: মরার দেশে সবসময়ই ছিলো তবে বর্তমানের মতো এতটা দৃষ্টিকটু আগে দেখিনি।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: আর কতকি করতে হবে আর কিছুদিন পর দেখা যাবে ঘর থেকে বাহির হতে পারবে না
ভিআইপি দের জন্য----ভাল থাকবেন দাদা