|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সব রহস্যেরই সমাধান হবে কিন্তু মানবমনের রহস্য?
"জোটে যদি তব একটি পয়সা
খাদ্য কিনিও ক্ষুধার লাগি,
জোটে যদি তব দুইটি পয়সা
ফুল কিনিও হে অনুরাগী।"
কবি হাফিজের কিংবদন্তি কবিতার বাংলা রূপ দেন- কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
আসলে ক্ষুধার নিবৃত্তি হলেই মানুষ বোধহয় চালিত হয় তার অনুরাগের দিকে। এই অনুরাগই চলে বিভিন্ন পথে....বিভিন্ন দিকে....বিভিন্ন ভাবে আর তাতেই কেউ নিজেকে জানতে, বুঝতে, মানবজীবনের রহস্য বুঝতে হিমালয়ের কন্দরে তপস্যারত, কারোরবা পুঁথির খোঁজে তুষরাবৃত তিব্বতযাত্রা। রহস্য আর তার নিরসনে পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টে পদার্পণ। মানুষ চলে গেছে সমুদ্রের তলদেশে....নিয়ে এসেছে জলজ প্রাণীদের জীবনযাপনের ছবি। মানুষ পা দিয়েছে চাঁদে, মঙ্গলগ্রহে। হয়তো আর কয়েক শতক পরে অন্য গ্যালাক্সিতেও....
প্রচেষ্টা রয়েছে,সব অজানাকে জানার....সব অচেনাকে চেনার....এত সত্ত্বেও রয়ে গেছে বেশ কিছু অজানা বিষয়, জাগতিক এবং আধ্যাত্মিক জগতে, যদিও চেষ্টা চলেছে নিরন্তর.... 
 (১) পিরামিড:- তৈরি শুরু হয়েছিল বোধহয় ৪৭০০ বছর থেকে ৫০০০ বছর আগে। নিখুঁত ডিজাইন....ইত্যাদির কথা বলছি না। কিন্তু ওখানে পাথর পৌঁছাল কীভাবে? সর্ববৃহৎ "গিজার" পিরামিডয়ে কিছু পাথর ব্যবহার করা হয়েছিল, যার ওজন প্রায় ৯০টন। এখন একটা মতবাদ হচ্ছে, হয়তো বালি ভিজিয়ে টেনে আনা হয়েছে। এই মতামতের কংক্রিট কোন ভিত্তি নেই। সবচাইতে উঁচু "খুফু" পিরামিড, যার উচ্চতা ৪৮১ফিট, তাতে পাথর উঠলো কীভাবে?
(২) মায়াসভ্যতা:- এখনো পুরোপুরি বিশ্লেষণ করা সম্ভব হয়নি যে খ্রিস্টপূর্ব ৯০০বছর থেকে ২০০ বছরে কীভাবে সম্ভব হয়েছিল সেই অসাধারণ কৃষিকার্য আর শিল্পকর্মের উন্নয়ন? খোঁজ চলছে কিন্তু উত্তর আসেনি পুরোপুরি।
(৩)ইয়েতি:- প্রচলিত মত, হিমালয়ের দুর্গম উপত্যকায় এই অদ্ভুত প্রাণীর বাস। ১৮৩২ সালে প্রথম বলেন অভিযাত্রী হাডসন। এরপরও নাকি দেখেছেন অভিযাত্রী লরেন্স ওয়ডেন ১৮৯৯ সালে। জনৈক চৈনিক শিকারী ১৯১৩ সালে, কর্ণেল সি কে হাওয়ার্ড ১৯২১ এবং মেজর অ্যলান কেমেরুন ১৯২৩ সালে। এমনই এর প্রচার যে সাহিত্যেও স্থান পেয়ে গেছে এই ইয়েতি (বাংলা সাহিত্যেও- টেনিদা-ঘনাদার গল্পে) কিন্তু আটক করা তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ এর ছবি পর্যন্ত তুলতে সক্ষম হননি।
(৪) বারমুডা ট্রায়াঙ্গেল:- উত্তর অ্যামেরিকার সংলগ্ন উত্তর আটলান্টিকে অবস্থিত।আজ পর্যন্ত প্রায় ৫০টি জাহাজ এবং ২০টি বিমান রহস্যজনক ভাবে নিখোঁজ।রহস্য সমাধান কিন্তু সেভাবে হয়নি।
(৫) জ্ঞানগঞ্জ:- আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ স্থান। সুদূর মহাভারত থেকে বিংশ শতকের শ্রেষ্ঠ জ্ঞানীদের লেখায় উল্লিখিত। বিভিন্ন লেখায় আকৃষ্ট হয়ে বহু ইউরোপীয়, অস্ট্রেলিয়, অ্যামেরিকান এবং ভারতীয় অভিযাত্রীদের প্রবল প্রচেষ্টা। কিন্তু আজ অবধি বিফল।
হয়তো এমন এক দিন আসবে যখন সব রহস্যেরই সমাধান হবে কিন্তু মানবমনের রহস্য?
 ২৬ টি
    	২৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৬ ই মার্চ, ২০২৩  সকাল ১১:০২
১৬ ই মার্চ, ২০২৩  সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: অবশ্যই হতে পারে। কারণ, আবিস্কার ছুটে চলে নতুন নতুন আবিস্কারের নেশায়।
২|  ১৬ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৪২
১৬ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৪২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আলী শরিয়তির মতে বর্তমান বিজ্ঞান আসলে মানুষকে জানতে চাইছে আদর্শবাদের ভিত্তিতে যার কারণে মানুষ নিজেই রয়ে যাচ্ছে এক রহস্যে !! আপনার পোস্টেও তার প্রতিফলন পেলাম । আমরা রহস্য সমাধান করছি কিন্তু আমরাই রহস্য তৈরী করছি !!
  ১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:১০
১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:১০
জুল ভার্ন বলেছেন: কিছু কিছু রহস্যের শেষ বলে কিছু নাই....যেমন, সৃষ্টির রহস্য। রহস্যের আড়ালেও রয়ে যায় অনেক রহস্য.... কাজেই রহস্য উন্মোচন চলতেই থাকে....
৩|  ১৬ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৪৬
১৬ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৪৬
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বারমুডা ট্রায়াঙ্গাল যে একটা ভাওতাবাজি সে নিয়ে ডিসকোভারিতে একটা অনুষ্ঠান দেখেছিলাম ....................................। তবে নামটা মনে নেই !!
  ১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:১২
১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:১২
জুল ভার্ন বলেছেন: বারমুডা ট্রায়াংগেল ভাওতাবাজী হলেও রহস্যগুলো রহস্যময় রয়ে গেছে।
৪|  ১৬ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৫২
১৬ ই মার্চ, ২০২৩  দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ বলেছেন, অনন্ত নক্ষত্রবীথিতে যত রহস্য তার চেয়ে বেশি রহস্যে ভরা মানুষের মন।
  ১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:১২
১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:১২
জুল ভার্ন বলেছেন: চমৎকার উপলব্ধি।
৫|  ১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:২৫
১৬ ই মার্চ, ২০২৩  বিকাল ৩:২৫
শাওন আহমাদ বলেছেন: সব রহস্যের সমাধান হলেও মানুষের মনের রহস্যের সমাধান কোনোদিন হবে বলে মনে হয় না।
  ১৬ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:০৬
১৬ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:০৬
জুল ভার্ন বলেছেন: একদম সঠিক উপলব্ধি।
৬|  ১৬ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:২৬
১৬ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: মানবের মন শরীর কোথায় থাকে এটা কি জানা গেছে?
  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৪
১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৪
জুল ভার্ন বলেছেন: ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির 'কিমিয়ায়ে সাদাত' বইয়ে 'আমি', 'মন' 'আত্মা' সম্পর্কে পড়েছিলাম.... অসাধারণ সুন্দর ব্যাখ্যা।
৭|  ১৬ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৭
১৬ ই মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৭:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো কালের পরিক্রমায় একদিন হয়তো উপরে উল্লেখিত রহস্য গুলি উন্মোচিত হবেই। কিন্তু মানুষের মনের মধ্যে নিহিত রহস্য! সে যে যুগে যুগে রহস্যময় হয়ে অধরাই থেকে যাবে।
  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৫
১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৫
জুল ভার্ন বলেছেন: মানুষের মনের রহস্য উন্মোচন করা অসম্ভব।
৮|  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ৯:১২
১৬ ই মার্চ, ২০২৩  রাত ৯:১২
শূন্য সারমর্ম বলেছেন: 
মানবমনের রহস্য বের করার চেষ্টা মানুষ একসময় ছেড়ে দিবে।
  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৬
১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৬
জুল ভার্ন বলেছেন: "বৃথা হে সাধনা ধীমান"- আর কিছু বলার নাই।
৯|  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ৯:২৪
১৬ ই মার্চ, ২০২৩  রাত ৯:২৪
কামাল১৮ বলেছেন: কারো অনিষ্ট করতে চাইলে ঝটিল চিন্তা করতে হয়।উপকার করতে চাইলে ঝটিল চিন্তা করতে হয় না।প্রয়োগ করে দেখেন ,ফল পাবেন।
  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৭
১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৭
জুল ভার্ন বলেছেন: ভালো কাজের সংগী নাই।
১০|  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ৯:৪৫
১৬ ই মার্চ, ২০২৩  রাত ৯:৪৫
কামাল১৮ বলেছেন: @ সাচু,সমস্ত দেহকেই পরিচালনা করে মাথা।দেখা শুনা অনুভব করা এসব স্নায়ু তন্ত্রেরকাজ।এগুলি পরীক্ষিত সত্য।রক্ত প্রবাহের জন্য হৃদপিন্ডে এটা অনুভুত হয়। তাই আমরা ভাবি মানুষ হৃদয় দিয়ে চিন্তা করে।মন বোধ হয় হৃদয়ে বাস করে।মন বলে আলাদা কোন সত্তা নাই।আমাদের চিন্তা ভাবনাই আমাদের মন যেটা আসলে করে মস্তিস্ক।
ধর্মের সাথে এটা সাংঘর্ষিক।
  ১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৮
১৬ ই মার্চ, ২০২৩  রাত ১০:০৮
জুল ভার্ন বলেছেন: ভাইজান, মাথা পরিচালনা করে কে?
১১|  ১৭ ই মার্চ, ২০২৩  ভোর ৬:০১
১৭ ই মার্চ, ২০২৩  ভোর ৬:০১
কামাল১৮ বলেছেন: মাথা পরিচালনা করে পেগানদের আল্লা মিয়া ( যেটাকে পরে মুসলমানরা হাজ্যাক করে) নয়তো ইহুদিদের ওয়াহে বা খৃষ্টানদের গড।
  ১৭ ই মার্চ, ২০২৩  সকাল ৯:১২
১৭ ই মার্চ, ২০২৩  সকাল ৯:১২
জুল ভার্ন বলেছেন: যার যেমন অনুমান.....
১২|  ১৭ ই মার্চ, ২০২৩  ভোর ৬:০৩
১৭ ই মার্চ, ২০২৩  ভোর ৬:০৩
কামাল১৮ বলেছেন: হাইজ্যাক হবে।
  ১৭ ই মার্চ, ২০২৩  সকাল ৯:১৩
১৭ ই মার্চ, ২০২৩  সকাল ৯:১৩
জুল ভার্ন বলেছেন: বুঝেছি।
১৩|  ১৭ ই মার্চ, ২০২৩  সকাল ১০:০৫
১৭ ই মার্চ, ২০২৩  সকাল ১০:০৫
কামাল১৮ বলেছেন: আপনার অনুমানটা একটু শুনি।আমরাটা মিথ্যা অনুমান।প্রথমটা বৈজ্ঞানিকভাবে সত্য।ধার্মিকরা মানে না।কালকে আবার দেখলাম চাঁদে যাওয়া মানে না।
  ১৮ ই মার্চ, ২০২৩  সকাল ১০:৫৬
১৮ ই মার্চ, ২০২৩  সকাল ১০:৫৬
জুল ভার্ন বলেছেন: আপনাদের মতো অভিজ্ঞ বিজ্ঞ জনদের মতামতই আমার জ্ঞানের পরিধি সমৃদ্ধ করছে।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২৩  সকাল ১০:৫৬
১৬ ই মার্চ, ২০২৩  সকাল ১০:৫৬
রানার ব্লগ বলেছেন: চিন্তা করবেন না আজ থেকে হাজার সাল পরে আমাদের সভ্যতাও মানুষের চিন্তার খোড়াক হবে ।