নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

দাবী আদায়ে ব্যস্ত আন্দোলনকারীরা.....

২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৭

দাবী আদায়ে ব্যস্ত আন্দোলনকারীরা.....

আপনারা গত পনেরো বছর স্বৈরাচারের সাথেই ছিলেন, কখনও প্রতিবাদ করেননি। হয়তো অল্পস্বল্প কুকর্মের দোসরই ছিলেন, দুই চারজন ব্যতিক্রম ছাড়া সবাই দুর্নীতি লুটপাটের ভাগা কিছুটা কম হলেও পেয়েছেন। অতএব আপনারা দ্বিতীয় কাতারের স্বৈরশাসকের সুবিধাভোগী- তাতে কোনও অসত্যতা নাই।

দেশের ন্যায় বঞ্চিত ৯০% জনগণের বঞ্চিতদের চাইতে আপনারা অজস্রগুণ সুবিধাপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। ছাত্রজনতার আন্দোলনে আপনাদের কোনো অবদান নাই। অথচ, এখন আপনারাই বঞ্চিত বলে শোরগোল করছেন, আন্দোলনের মাধ্যমে সকল বকেয়া সুদেআসলে আদায় করে নিচ্ছেন!

সব ন্যায় অপ্রাপ্তি পরবর্তীতেও পাবার আইনী বিধান আছে। কিন্তু এই আন্দোলনে অজস্র মানুষের হারানো জীবন প্রাপ্তির কোনো সুযোগ নাই, যারা আহত হয়ে পংগুত্ব বরণ করেছে এবং এখনো হাজার হাজার আহত ব্যাক্তিরা চিকিৎসাধীন আছেন তাদের অপূরণীয় ক্ষতি কেউ ফিরিয়ে দিতে পারবে না।

অতএব, দাবী পূরণ আন্দোলনকারীদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন, রাষ্ট্র সংস্কার করতে দিন। স্বৈরশাসন আমলেও "গাছেরটা খেয়ে, নীচেরটা কুড়ানো"র ধান্ধায় দেশের ৯০ ভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা নস্যাৎ করে দিবেন না।

প্রিয় ছাত্র আন্দোলনের বন্ধুরা, তোমরা আমজনতাকে সাথে নিয়ে এই- 'চাই চাই', 'খাই খাই'- 'আরও দাও' বাহিনীদের রুখে দিতে না পারলে অনেক প্রাণের বিনিময়ে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করতে ব্যার্থ হবে, আমজনতার আশা আকাঙ্ক্ষা, ভাগ্যের পরিবর্তন হবেনা।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৬

ফেনা বলেছেন: ভাই আপনি আমার মনের কথাগুলি বলেছেন।

আপনাকে ধন্যবাদ। এবং ছাত্রদেরকে জুল ভার্ন ভাই এর আহবানই করছি।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ ফেনা।

২| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২

কাছের-মানুষ বলেছেন: মানুষকে ধৈর্য ধরতে হবে। দেশে সব কিছু শীঘ্রই পুরোপুরি নিয়ন্ত্রণে এলে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করি।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: একমত।

৩| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪১

শেরজা তপন বলেছেন: সহমত জানিয়ে গেলাম - সারজিস এভাবেই বলেছে।

* অফ টপিক: ভাই বদিকে( উদাহরণ)কিভাবে বদি দেয়া উচিৎ বলে আপনার মনে হয়? যেভাবে এরা অপকর্ম করেছে প্রচলিত আইনি ব্যবস্থায় আপনার কি মনে হয় এদের কোন উচিত সাজা হবে? ফাঁসি-টাসি খুব ছোট্ট সাজা।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮

জুল ভার্ন বলেছেন: শেরজা তপন ভাই, সারজিস কি বলেছে তা আমি দেখিনি। আমি আমার উপলব্ধির কথা বলেছি।

আপনার অপ টপিক: আমি মনে করি- প্রচলিত আইনে স্বৈরাচারী সরকার এবং তাদের সহযোগীদের অপরাধের কুখ্যাতি এতটাই ভয়ংকর যে- প্রচলিত আইনে তাদের ন্যায় বিচার করা সম্ভব নয়। এদের জন্য প্রয়োজন বিশেষ আইন, বিশেষ ট্রাইবুনাল, জাস্ট লাইক-নুরেনবার্গ টাইপ ট্রাইবুনাল।

৪| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: প্রধান উপদেষ্টা কিছুটা ঢিলাঢালা ভাবে আছেন, ওনি কোন স্পিচ দিচ্ছেননা, দিন নির্দেশনা না পেলে হযবরল হয়ে যাবে, হাল যখন ধরেছেন, একটু টাইটলি হ্যান্ডেল করতে হবে,

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: বাকপ্রবাস ভাই, টাইট দেওয়ারও টাইম দিচ্ছে কই! সুবিধাবাদীদের দাবী নিয়েই তো উপদেষ্টাদের জান পেহসান!

৫| ২১ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৩

জটিল ভাই বলেছেন:
বাস্তব কথা। এখন যারা উপলব্ধি করার, তারা উপলব্ধি করতে পারলেই হলো।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: আপনার সাথে একমত।

৬| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭

মেঠোপথ২৩ বলেছেন: বর্তমানে যারা পান থেকে চুন খসলে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে বা দুনিয়ার দাবী দাওয়া নিয়ে হাজির হচ্ছে তারা
সবাই আওয়ামিলীগের লোকজন। এদের অতীত ইতিহাস উন্মোচন হলেই সব চুপ মেরে যাবে।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: মেঠোপথ২৩, এরা মূলত সুযোগ সন্ধানী সুবিধাবাদী। এদের বেশীরভাগেরই কলংকিত অতীত, সুবিধাবাদী বর্তমান এবং অন্ধকার ভবিষ্যত।

৭| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১১

কামাল১৮ বলেছেন: নির্বাচিত সরকার ছাড়া এসব পরিবর্ত টেকসই হবে না।একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যাযা পরিবর্তন প্রয়োজন সেটা করে যথা সম্ভব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগনের সরকার গঠন করাই প্রধান কাজ।নয়তো গনেশ উল্টে যেতে পারে।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: কামাল ভাই, স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে বৃহত্তর সময়ই যেকোনো ভাবেই হোক দলীয় সরকার ক্ষমতায় ছিলো, তারা দলীয় স্বার্থে ক্ষমতা কুক্ষিগত করা ছাড়া আমজনতার জন্য কিছুই করেনি।

৮| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: এতদিন এই সব দাবী আদায়ের মানুষ কোথায় যে ছিল সেটাই বুঝতে পারছিনা।এদেরকেও শক্তভাবে দমন করতে হবে।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: একমত।

৯| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চাই চাই খাই খাই আরো দাও এরা হাসিনারই লোক এদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং সময়মত এদেরকে বিতাড়িত করতে হবে।

২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৩

জুল ভার্ন বলেছেন: ঠিক বলেছেন। এরা মূলত দাবী আদায়ের নামে এই অস্থির সময়কে আরও অস্থির করায় ততপর।

১০| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এদের মূল উদ্দেশ্য বর্তমান সরকারকে বিব্রত করা এবং চাপে রাখা। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হতে হবে এদের বিরুদ্ধে। আন্দোলনের মাধ্যমে এইচ এস সি পরীক্ষা বন্ধ করাটাও ঠিক হয় নাই।

৫ তারিখের বিজয়ের কয়েকদিন পরে পুলিশদের কান্নাকাটি দেখলাম। ওদের ভাব দেখে মনে হচ্ছে ওরা ধোয়া তুলসি পাতা, জীবনে কোনদিন জনতার উপরে গুলি বা নির্যাতন করেনি। ওদের কথা হল, ওদের বিচার তো করার প্রশ্নই ওঠে না বরং ওদের দাবি মানতে হবে। বিচার থেকে বাঁচার জন্য পুলিশ এখন বিভিন্ন দাবি জানাচ্ছে। হাজারের উপরে ছাত্র-জনতা মারা গেল। ১০ হাজার মানুষ আহত হল, পঙ্গু হল, অন্ধ হল এই ব্যাপারে পুলিশ যেন কিছুই জানে না। সব দোষ চাপাচ্ছে উপর ওয়ালাদের উপরে। অথচ অনেক ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ আক্রোশের সাথে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে।

২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন: অন্তর্বর্তীকালীন সরকারের বয়স এখনো ১৫ দিনও হয়নি। অথচ এমন কোনো সরকারি অফিস নাই যারা বিভিন্ন দাবীদাওয়া নিয়ে আন্দোলন শুরু করেনি, এখন দেখছি- বসুন্ধরা সিটি শপিং সেন্টারের গলাকাটা দোকানদারেরাও আন্দোলনে নেমেছে। সব চাইতে অবাক বিস্ময়- গত পনেরো বছর যারা স্বৈরাচার শেখ হাসিনার দালালী করেছে, পোদ লেহন করেছে তারাও বিভিন্ন দাবী, আবদার নিয়ে আন্দোলন করছে! পুলিশের আচরণ সত্যিই জঘন্য!

এ কেমন ছাত্র, কেমন শিক্ষা!
স্বৈর সরকারের আমলে পরিক্ষা ছাড়াই জিপিএ -৫ পাওয়ার উতসব দেখেছি। সেই কু-কালচার থেকে এখনো বের না হয়ে পরিক্ষা না দিয়ে পাস করার আন্দোলন করছে! মেরুদন্ডহীন কর্মকর্তা সেটা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন!

ছাত্রজনতার আন্দোলনে অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত ফসল অন্তর্বর্তীকালীন সরকার। যাদের প্রধান কাজ- রাষ্ট্র সংস্কার এবং নিরপেক্ষ নির্বাচন। ভুক্তভোগী এবং ন্যায় বঞ্চিতদের কষ্টের ব্যাপারটা মাথায় রেখেই স্বৈরাচার সরকারের সকল অপকর্মের বিচার এবং রাষ্ট্র সংস্কারের আগে কারোর ব্যক্তিগত আর্থিক সুযোগ সুবিধার দাবী স্থগিত করা হোক।

১১| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৫

Loapsl বলেছেন: ন পরে প দেখলাম। ওদের মনে হচ্ছেতা, জীবনে কোনদিগুলি বা নির্যাতন ককথা হল, ও করার প্রশ্নই ওদাবি মানতে হবে। বিচা
https://run-3game.io/

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২

জুল ভার্ন বলেছেন: অস্পস্ট মন্তব্য।

১২| ২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২৬

ডার্ক ম্যান বলেছেন: ইউনুস সরকারের পরিণতি ভালো হবে না। শুধুমাত্র সেনাবাহিনীর উপর ভর করে দেশ পরিচালনা করা যায় না।
সরকারের সব অঙ্গের সাথে সুসম্পর্ক রাখা জরুরি।

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১

জুল ভার্ন বলেছেন: আমরা তথা আমজনতা সহযোগীতা না করলে- কারোরই পরিণতি ভালো হবেনা। পতিত পালিয়ে যাওয়া স্বৈরচার সরকারের রেখে যাওয়া সব পচে যাওয়া, দুর্নীতিতে নিমজ্জত প্রশাসন এখনও বিদ্যমান- কাজেই ভোগান্তি হবে। কিন্তু আমজনতার জয় হবেই।

১৩| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৬

নতুন বলেছেন: দাবী আদায়ে ব্যস্ত আন্দোলনকারীরা.....

আপনারা গত পনেরো বছর স্বৈরাচারের সাথেই ছিলেন, কখনও প্রতিবাদ করেননি। হয়তো অল্পস্বল্প কুকর্মের দোসরই ছিলেন, দুই চারজন ব্যতিক্রম ছাড়া সবাই দুর্নীতি লুটপাটের ভাগা কিছুটা কম হলেও পেয়েছেন। অতএব আপনারা দ্বিতীয় কাতারের স্বৈরশাসকের সুবিধাভোগী- তাতে কোনও অসত্যতা নাই।


যেখানে মানুষ লাইন দিচ্চে বন্যার্তদের সাহাজ্যের জন্য। সেখানে মানুষ দাবী আদায়ে বসে আছে।

এটা সুধুই ঘর পোড়ার মাঝে আলু পোড়া খাবার ধান্দা। সাথে আছে আয়ামীপন্থিদের সরকারকে বেকায়দায় ফেলার চেস্টা।

এটাকে মাথা খাটিয়ে মোকাবেলা করতে হবে। এরা ধান্দাবাজ, এরা ঝামেলা করতেই এসব করছে।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

জুল ভার্ন বলেছেন: দাবী আদায়ের জন্য আন্দোলনকারীদের বেশীরভাগই স্বৈরশাসকের সুবিধাভোগী এবং শেখ হাসিনার উত্তোরসূরী।
অন্তর্বর্তীকালীল সরকার প্রধানের উচিত- কঠোর ভাবে ঘোষনা দেওয়াঃ আগামী ছয় মাসের মধ্যে কোনো দাবী নিয়ে সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে পারবে না। তবে পর্যায়ক্রমে সকল ন্যায় দাবী পূরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.