নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"ভালো হয়ে যাও মাসুদ”…

২৫ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯

“ভালো হয়ে যাও মাসুদ”………

মানুষ দেখে শেখে, ঠেকে শেখে। কিন্তু নিজের জীবনের উপলব্ধির থেকে শেখা পাঠ সব থেকে কার্যকরী পাঠ। তারপরও মাসুদ ভালো হয়ে যায়না।

নিজ উপলব্ধি থেকে বুঝেছি- সৎ থাকার বিকল্প নেই। প্রথমে মনে হবে এত অসতের ভিড়ে আমরা বোধ হয় নগণ্য, কিছু সময় জীবন এত কঠিন হবে মনে হবে আমরাই বোধ হয় এই সময়ের সব থেকে দুর্বল, অক্ষম। ঠিক এই সময়টাতে মানুষকে ধৈর্য্য ধরতে হয়। সময় ধীরে ধীরে বুঝিয়ে দেয় চাপের মুখে মাথা না নোয়াতে। অসৎতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে- সে যতই তুমি একা হও, সময় তোমাকে এগিয়ে রাখবেই। শিরদাঁড়া বিক্রি না করলে প্রথমে অনেক কষ্ট সাপের মত চেপে ধরবে কিন্তু সময় সেই বাঁধন, সেই জট নিজেই খুলে দেবে।

আগে যেখানে মনে হচ্ছিলো এই পৃথিবীতে যত নৈতিক পাঠ শিখেছিলাম সব ভুল, মিথ্যে। আজ বুঝছি যে তা নয়। সময় ধীরে ধীরে আপনাকে এগিয়ে দিচ্ছে, জিতিয়ে দিচ্ছে। বিশ্বাস রাখুন। নিজের কর্মে, নিজের সততায়, নিজের নৈতিকতায় বিশ্বাস রাখুন। দশটা অসৎ লোকের ভিড়ের সামনে প্রাথমিক ভাবে নিজেকে সময়ের নিরিখে বোকা মনে হলেও নিজের শিরদাঁড়াকে শক্ত রাখুন, দেখবেন- সেই জিতে যাওয়ার সুখের কাছে পৃথিবীর সব ধন সম্পত্তি, প্রতিপত্তি তুচ্ছ।

এই যে উপলব্ধি যেখানে নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন ঠিক কতটা চাপ আপনি সহ্য করেও নিজেকে বিকিয়ে দেন নি, সেই উপলব্ধি মৃত্যু অবধি নিজের জীবনকে মূল্যবান করে দেয়। তাই ১০০ তে ৯৯ বেইমান হলেও বাকি ১ নম্বর আলাদা মানুষটা হয়ে দেখুন, অপার সুখ। সব দলাদলির উর্দ্ধে, ফাঁকা ব্যাঙ্ক ব্যালেন্সে, গৃহহীন, ক্ষুধায় জর্জরিত হলেও নিজেকে রাজা মনে না হলে- ক্লেদমুক্ত মনে হবে। তারপরও যদি কেউ ভালো না হয়- তাহলে তার জন্য তুমি আর ভালো হবে না মাসুদ’ বলা ছাড়া আর কোনো উপায় নাই।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক বলেছেন
তুমি আর ভালো হবে না মাসুদ

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: D N A Problem!

২| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৮

নতুন নকিব বলেছেন:



আমার পাশের সত্যিকারের এক মাসুদের জটিল কুটিল স্বভাব চরিত্র দেখে রীতিমত যখন বিরক্ত, ঠিক তখনই আপনার পোস্টে একই নাম দেখে পুরোটা এক টানে পড়লাম। ভালো লিখেছেন। সঠিক উপলব্ধি।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩১

জুল ভার্ন বলেছেন: সত্যি বলতে- এই "মাসুদ চক্র" ভালো হবেনা। এদেরকে বিতাড়িত করার বিকল্প নাই।

৩| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: সকল খারাপ মানুষের শুভ বোধের উদয় হোক।

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:০৫

জুল ভার্ন বলেছেন: একমত।

৪| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:১৮

দেখা হবে রাজপথে বলেছেন: আফসোস ইতিহাসে এতো শত নির্মম পরিণতি জানা সত্ত্বেও বেশীরভাগ মানুষ তা থেকে কিছুই শিক্ষা লয় না! :(

২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪

জুল ভার্ন বলেছেন: The Ultimate Fate of the Universe!

৫| ২৫ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫

অস্বাধীন মানুষ বলেছেন: ভালো লাগলো আপনার লেখা পড়ে। এদেশে মাসুদেরা ভালো হয় কি কখনো ?

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৪

জুল ভার্ন বলেছেন: ভালো না হলে 'মাসুদ'দের কি অবস্থা হয়- তাতো দেখতেই পাচ্ছেন!

৬| ২৫ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৫৯

কামাল১৮ বলেছেন: এই মাসুদ কি মুফতি মাসুদ?

২৬ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:০৫

জুল ভার্ন বলেছেন: মুফতি মাসুদ কি বিখ্যাত কেউ? সত্যিই আমি চিনা না।

৭| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৩৫

জটিল ভাই বলেছেন:
বড় ভাই, মাসুদেরা ভালো হলে বিনোদন পাবো কই? =p~

২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: বিনোদন দিতে ওরা যাত্রা দলের জোকার হিসেবেই মানানসই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.