নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
"এটা চেয়ার নয়, এটা আপনার রোগের চিকিৎসার এক ধরনের ঔষধ"!
অনেক দিন যাবত ব্যাক পেইনে ভূগছি....স্পোর্টস মেডিসিন স্পেশালিষ্ট ডক্টর, নিউরো মেডিসিন, নিউরো সার্জন দেখিয়েছি...প্রায় ৪৫ বছর আগে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র- ধুমাইয়া বাইক চালাই। একবার বাইক দূর্ঘটনায় ব্যাক বোনে আঘাত পেয়েছিলাম। দূর্ঘটনার ৫/৬ বছর পর (PLID) Lumbar Intervertebral Disc Prolapse Surgery (L4, L5) করিয়ে ছিলাম। মোটামুটি ভালোই চলছিলো.....২০০৬ সালে ওখান থেকেই বোন ক্যান্সারের সূত্রপাত, bone marrow transplant করে মোটামুটি সুস্থ্যই ছিলাম।
২০১৮ সনের অক্টোবর মাসে সেই কালো দিনগুলোতে শারিরীক নির্যাতনের কারণে আবার সমস্যা মারাত্মক বেড়ে যায়..... Severe traumatic pain থেকে আবারও সেই সমস্যায় আক্রান্ত হওয়ার ছয় মাস পর নিউরো মেডিসিন ডক্টর দেখিয়েছি... ছয় মাসের বেশি সময় সি আর পি মিরপুর হাসপাতালে ফিজিওথেরাপি নিয়েছি। কিছুটা উপশম হলেও কয়েক মাস পর পর আবারও সমস্যা দেখা দেয়...
গত বছর একজন "হাড় ভাংগা বিশেষজ্ঞ" ডাক্তারের এডভাইস মতো তিন মাসে ২৪ সেশন লেজার থেরাপি নিয়েছি....সাময়িক উপশম বোধ করলেও সমস্যার সমাধান হয়নি।
আবারও সি আর পি হাসপাতালে ফিজিওথেরাপি নিতে থাকি। সি আর পি হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এডভাইস করেছিলেন রিভলভিং চেয়ার, নরম গদি ওয়ালা সোফায় না বসতে, হার্ড বেডে ঘুমাতে। অফিসে কাঠের চেয়ার ব্যবহার করতে বলেছিলেন। তিনি আমাকে রেফার করলেন সি আর পি টেকনিক্যাল টীম বিভাগে। ওখানে একজন টেকনিশিয়ান আমার শরীরের বিভিন্ন মাপজোক নিয়ে চেয়ারের একটা খসড়া স্কেচ করে দিলেন।
এই স্পেশাল চেয়ার বানানোর জন্য বেশকিছু ফার্নিচারের দোকান আছে সি আর পি হাসপাতাল এবং পংগু হাসপাতালের কাছাকাছি। সি আর পি হাসপাতালেরই ফিজিওথেরাপিস্ট যিনি আমাকে ছয় মাসের বেশি ফিজিওথেরাপি দিয়েছেন তিনি তার পরিচিত একটা ফার্নিচারের দোকানের ঠিকানা দিলেন।
স্বভাবতই আমি কিছু কেনার আগে দরদাম ফয়সালা করে নেই। সেই দোকানে যেয়ে বিস্তারিত বলে জিজ্ঞেস করলাম- "কতো খরচ পরবে?"
বিহারী দোকানী উর্দু-বাংলা মিশিয়ে বলেন- "আপনার কাছে কি বেশী নিয়াম? একটা চেয়ার বেইচ্চা কি আমি কুটিপতি অইয়া যাইয়াম!"
এরপর আর কথা চলে না- সৌজন্য বলে কথা!
ফিজিওথেরাপিস্ট এর সৌজন্যে এবং দোকানীর কথায় আস্থা রেখে সেগুণ কাঠের একটা চেয়ারের অর্ডার দিয়ে দুই হাজার টাকা অগ্রিম দিয়ে আসি। ফার্নিশার্স দোকান মালিক দুই হাজার টাকার মানি রিসিট দিয়েছে, কিন্তু চেয়ারের টোটাল দাম লিখেনি। ৪/৫ দিন পর দোকানী ফোন করে জানায় - "চেয়ার রেডি, দোকানের ডেলিভারি বয় আপনার বাসায় চেয়ার পৌঁছে দিবে। চেয়ারের দাম ২০ হাজার টাকা। ডাক্তার সাবের ইজ্জতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিসি। দাম ১৮ হাজার টাকা। দুই হাজার টাকা অগ্রিম, বাকী ১৬ হাজার টাকা বিকাশে পাঠায়া দেন"।
দাম শুনে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। দোকানী বলে- "ছাব, এটা চেয়ার নয়, এটা আপনার রোগের চিকিৎসার এক ধরনের ঔষধ"!
আমি এতো টাকায় চেয়ার কিনবো না বলে ফোন রেখে দেই। ফিজিওথেরাপিস্টকে ঘটনা জানাই। আমি চেয়ার ডেলিভারি নেইনা। কয়েকদিন আগে দোকানী তার দোকানের এক ছেলেকে দিয়ে চেয়ার পাঠিয়ে দিয়েছে, সাথে দশ হাজার টাকার বিল এবং ডেলিভারি বয়কে ২০০/- টাকা দিতে বলেছে....
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: তা অবশ্য দেয়া যেতো। সুযোগ মতো এডিট করে দেবো।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
শায়মা বলেছেন: আমারও একবার কেনো যেন অনেক হাতে ব্যথা হয়েছিলো।আমার কাছে আমার হাত অনেক মূল্যবান দুনিয়ার যত অং বং আবোল তাবোল করার জন্য।তাই আমি তো ভয়ে শেষ এখন আমি কেমনে আবোল তাবোল আনন্দময় কার্য্যকলাপ করবো?
সি আর পিতে গেছিলাম। এবং কয়েকদিন পর হাতের ব্যথা চিরতরে নির্মূল হয়ে গেছে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৯
জুল ভার্ন বলেছেন: ফিজিওথেরাপি এমন এক চিকিৎসা যেখানে ঔষধের মতো সাইড ইফেক্ট নাই। তবে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট হতে হবে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৪
জটিল ভাই বলেছেন:
আরো কত ধরণের ব্যবসার কথা শুনতে হবে?
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪১
জুল ভার্ন বলেছেন: আস্ললে অন্যসব ব্যবসার মতো চিকিৎসা সেবায়ও বহুস্তর কমিশন বানিজ্য চলে।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
চেয়ারের ছবিটা দিতেন।