নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে না-পেলেও, মন যাকে ছুঁয়ে থাকে। কোনো কারণই তাকে বিচ্ছিন্ন করতে পারে না। অবহেলা, অবজ্ঞা, অপমানেও তার আসন টলায় সাধ্য কী!
অভিমান আর অনুরাগ সেখানে প্রায় সমার্থক হয়ে ওঠে। জীবনে মানিয়ে নিতে নিতে, মনে নেওয়া মানুষটা কখন যেন সমুদ্র হয়ে ওঠে। নোনা জলের জোয়ার-ভাটা আজীবন শুধু মনের তীর ছুঁয়ে যায়। মনও তাতেই অভ্যস্ত হয়ে ওঠে।
কখনো বৃষ্টির বিকেলে, দমকা হাওয়ায় তাকে না-পাওয়ার আকুলতা ভেজায়। সে পাওয়া শরীরের স্পর্শ নয়, মনের শূণ্যতা তার জন্য পাগল হয়। কখনো বসন্তের কুহুরব বিরহকে উসকে দিয়ে যায়। ঝরা পাতা যেন বলে,- সময় যে ফুরায়! মনে হয় কে যেন আসবে বলেছিল! কই এল না তো! কার জন্য এই অনন্ত প্রতীক্ষা!
জীবনের বেশিরভাগই বিয়োগান্ত। তাই পথিক পথ হারায়। যেখানে পৌঁছাতে চায়, কিছুতেই পারে না। ফিরে আসে। যেখানে জীবন আষ্টেপৃষ্ঠে বাঁধা। নানা চরিত্রে একক অভিনয়। আসল মানুষটাও একক কিন্তু ক্ষণিকের।
আর 'তুমি'?
সে যে শুধুই অনুভবের, বাস্তবের সাথে তার তুমুল বৈরিতা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
জুল ভার্ন বলেছেন: আমিও তাই বলেছি- বাস্তবে নয়, মননে।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০০
শায়মা বলেছেন: রবিঠাকুরও এমন বিরহে আজীবন ভুগেছিলেন ভাইয়া।
সবাই এই বিরহেই জীবন কাটিয়ে দেয়।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
জুল ভার্ন বলেছেন: ঠিকই আছে, রবীন্দ্র নাথ ঠাকুরের পর, মীর কবীন্দ্র নাথ
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
কামাল১৮ বলেছেন: কিছু ভাববাদী কথা।যার আসলে প্রকৃত কোন অর্থ নাই।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২২
জুল ভার্ন বলেছেন: জ্বি ভাইজান, ভাব বিষয়টাই বায়বীয়, তবে মুর্তিটা আসল।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫২
জটিল ভাই বলেছেন:
কবিকে বিরহ ছেয়ে যাচ্ছে নাকি?
এখন সমতো শুধুই সৃষ্টির!
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৪
জুল ভার্ন বলেছেন:
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৭
মামুন ইসলাম বলেছেন: হুম........!
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাস্তবে সে কোথাও থাকে না।