নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ইনকিলাব জিন্দাবাদ থেকে বাংলাদেশ জিন্দাবাদ......

২৯ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৮

'ইনকিলাব জিন্দাবাদ' থেকে 'বাংলাদেশ জিন্দাবাদ'....

বৃটিশদের ভারত ছাড়ো আন্দোলনে বৃটিশ-ভারতের স্বাধীনতাকামী মানুষের স্লোগান ছিলো- "ইনকিলাব জিন্দাবাদ", / “করেংগে-ইয়-মরেংগে"।

পাকিস্তান প্রত্যাশীদের শ্লোগান ছিলো- "হাত মে বিড়ি, মুমে পান, লাড়কে লেঙ্গে পাকিস্তান"- যদিও 'এক ভারত' পন্থীরা এই শ্লোগানকে ব্যাংগাত্মক/তাচ্ছিল্য করতো।

৭১ সালে পাকিস্তানী দুঃশাসন থেকে মুক্তি পেতে উজ্জিবীত শ্লোগান ছিলো- "জয় বাংলা"! কিন্তু স্বাধীনতার শুরুতেই বাংলাদেশীদের 'বাংগালী' বানানোর নির্দেশ দিয়ে যে দ্বিধাবিভক্তির শুরু হয়েছিলো তা শেষ পর্যন্ত সর্বগ্রাসী দুর্নীতি, প্রতিপক্ষকে গুমখুন, লুটপাট করে জাতির সব আশা আকাংখাকে ততকালীন শাসক ক্ষমতাসীন দল ও তাদের লুটেরা বাহিনী বাকশাল বানিয়ে দেশটাকেই 'জয়বাংলা' করে দিয়েছিলো।

৭৫ সালের মর্মান্তিক পটপরিবর্তন এর পর স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে জাতির দুর্দিনে একজন 'মেজর জিয়া' মুক্তিযুদ্ধের দ্বায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন, ঠিক একই ভাবে ৭ নভেম্বর ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 'মেজর জেনারেল জিয়া' বাকশাল থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন। সেই সাথে দেশটাকে "তলাবিহীন ঝুড়ি" থেকে উন্নয়নশীল আত্মমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করিয়ে দেন।

জেনারেল এরশাদ ও তার দোসরদের হাতে জিয়াউর রহমান শাহাদাৎ বরণের পর নয় বছর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসক এরশাদের পতন ঘটিয়ে দেশ স্বৈরাচার মুক্ত হয়। স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার।

দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফসল 'সেনা তত্বাবধায়ক সরকার' এর হাত ধরে গত ষোলো বছর যাবত ফ্যাসিস্ট শেখ হাসিনার জোরজবরদস্তির সরকার সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে দেশটাকে পুলিশি রাষ্ট্র বানিয়েছিলো। গনতন্ত্রের ছ্দ্মাবরণে হামলা মামলা, নির্যাতন নিপীড়ন, গুম হত্যা চালিয়ে ভয়ংকর স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে।

অনেক ত্যাগ তিতিক্ষার পর ছাত্র-জনতার আন্দোলনে অজস্র প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের মূল উৎপাটন করা করা হয়েছে। খুনী হাসিনা তার বেশীরভাগ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে প্রাণে বেঁচেছে সত্য, কিন্তু রেখে গিয়েছে দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত রাষ্ট্রপ্রধান, বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রশাসনের সর্বস্তরে সুবিধাভোগীদের। আর কোনো বিভেদ নয়, আসুন সবাই "জিন্দাবাদ" বলে ঝাপিয়ে পরি ফ্যাসিস্ট সরকারের উচ্ছিষ্ট ভোগীদের উৎখাত করতে। গত ষোলোটি বছর অনেক সহ্য করেছেন। আর মাত্র কয়েকটা মাসের কষ্ট, ত্যাগ আপনার, আমার, আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যত রচনার ভীত তৈরী করে দিয়ে যাবে। আসুন, ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জনগনের স্বার্থে স্বৈরাচার দোসর মুক্ত করতে ঝাপিয়ে পড়ি। মনে রাখবেন- এবার না পারলে আগামী পঞ্চাশ বছরেও পারবেন না!

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৬

সৈয়দ কুতুব বলেছেন: দেশটাকে ধ্বংস করে দেয়া বুঝাতে 'জয় বাংলা ' শব্দ ব্যবহার অপমান জনক। এই শব্দ পিনাকী ব্যবহার করেছে শুরুতে। আওয়ামী লীগ পচা দল এটা বারবার প্রমাণিত কিন্তু জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধাদের মুখে শুনেছি। কেউ স্লোগান হাইজ্যাক করে নিলে হবে নাকি! জিন্দাবাদ স্লোগান ও খালেদা জিয়াকে বলতে শুনতাম 'বাংলাদেশ জিন্দাবাদ'। সেক্ষেত্রে জিন্দাবাদ তো বিএনপি হাইজ্যাক করেছে। বাংলাদেশের জাতীয় স্লোগান 'জয় বাংলা' আমাদের রক্তের আত্নীয় কিন্তু ' ইনকিল্যাব জিন্দাবাদ ' দূরের আত্নীয় বলে মনে হয়। আওয়ামী লীগ এবং পিনাকীর বিচার হওয়া উচিত। এরা 'জয় বাংলা ' স্লোগান কে অপমান করেছে। দেশ এগিয়ে যাক এটাই শেয়কথা।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২২

জুল ভার্ন বলেছেন: অনেক জ্ঞানগর্ভ মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১২

জ্যাকেল বলেছেন: সেক মুজিব সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গিয়েছিল দেশকে ইতিহাসের সর্বশ্রেষ্ট বিপদে রেখে। তাজউদ্দিন সাহেবকে বলেছিল নাকে তেল দিয়ে ঘুমাতে। মেজর জিয়ার উই রিভোল্টের হাত ধরে যে যুদ্ধের শুরু, সে যুদ্ধ করলো বাংলার আপামর জনতা।
যুদ্ধে জয় আসল। জিতল বাংলাদেশ। সুচতুর আওয়ামীলীগ দাবি করল তারা মুক্তিযুদ্ধ করেছে।
ভারত মুখিয়ে ছিল পাকিস্তান ছেদ করতে। তারা এগিয়ে না আসার কোন কারণ ছিল না। এক পয়সার সাহায্য দিয়ে ১০০ পয়সার মালামাল লুট করে নিয়েচিল বিজয়ের পরে। সেই ভারতই চক্রান্ত করে বাংলাদেশকে সবসময় দাবিয়ে রাখছে। বাংলাদেশে সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ বজায় রেখে উন্নয়ন বাধাগ্রস্ত করা ভারতের র এর প্রধান এজেন্ডা।
সেটা এতদিন আওয়ামীলীগ (এজেন্ট) দিয়ে করে আসছিল। এখন যদি জনগণ এদের চিরকালের মত দাবিয়ে না রাখে, তবে এক সময় বিপদ আবার আসবে, আবার গণহত্যা হবে, দেশে আরেকটা ৩.০ লাগবে।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার মন্তব্য!

আমার ধারণা, আপনি আমাদের পুরনো যোদ্ধাদের একজন....

৩| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩২

কুয়ানিন বলেছেন: বিএনপি নাকি ৫ই আগস্ট বিপ্লবী সরকার গঠনের পক্ষে ছিলনা।
এখন আবার ছুপ্পুর ব্যাপারে অনেক জটিল চিন্তা ভাবনা করছে, যেটার মনে হয় না কোনও প্রয়োজন আছে।

আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন?

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩০

জুল ভার্ন বলেছেন: আমি সাধারণ মানুষ, আমার পক্ষে অতশত ব্যাখ্যা-বিশ্লেষণের যোগ্যতা নাই।

৪| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৬

শাহ আজিজ বলেছেন: জয় বাংলা ছাত্র ইউনিয়নের শ্লোগান ছিল । ৬৯ সালে আমরা স্কুল ছেড়ে ওদের মিছিলে জয়বাংলা বলে ঝাপ দিয়ে পড়তাম । এখনো আমি জয়বাংলা বলে তৃপ্তি পাই যা জিন্দাবাদে পাইনা ।



আবারো বলি জয় য় য় য় য় য় য় য় - বাংলা ।

২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩১

জুল ভার্ন বলেছেন: জয়বাংলা ছাত্র ইউনিয়নের শ্লোগান সে কথা জানা ছিলো না।

৫| ২৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের ধৈর্য কম। যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে। দেশটারে সুন্দর করার সময় দিচ্ছে না

বাংলাদেশ জিন্দাবাদ

২৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

জুল ভার্ন বলেছেন: কিসের ধৈর্য্য, গত ষোলো বছরে স্বৈরাচার হটাতে যাদের বিন্দুমাত্র ভুমিকা ছিলো না, বরং স্বৈরশাসকের সহযোগী ছিলো, তারাই এখন সব দাবীদাওয়া নিয়ে আন্দোলন করছে এবং অন্তর্বর্তীকালীন দূর্বল সরকার সব দাবী মেনে নিচ্ছে!

৬| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

ডার্ক ম্যান বলেছেন: ফরহাদ মাজহার গং তো বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে না।
ইনকিলাব জিন্দাবাদ

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭

জুল ভার্ন বলেছেন: উনি হলেন- পার্ফেক্ট ছাগলের তিন নম্বর বাচ্চা।

৭| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৪

বিষাদ সময় বলেছেন: ঝাপিয়ে পরি।

ভাই আশা করি কিছু মনে করবেন না। শুনেছি জামা কাপড় নাকি পরতে হয় আর কোন কাজে ঝাঁপিয়ে পড়তে হয়। ধন্যবাদ।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১২

জুল ভার্ন বলেছেন: আমার টাইপো হয়েছে, এডিট করে দেবো। ধন্যবাদ।

৮| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৩

মেঠোপথ২৩ বলেছেন: এত তরুনের হত্যাকান্ডের বিচার কি হবে ? কোণ আশাতো দেখি না। বিএনপির মুখেতো আওয়ামিলীগের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারিত হতে শোনা যায় না। সাংবাদিক মাহমুদুর রহমান বিএনপির সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিএনপির ভাবভঙ্গি একেবারেই সুবিধার না। তারেক রহমান মামলাগুলো নিয়ে অতীতের মত ব্যবসা করবে বলেই মনে হচ্ছে, যার আলামত অলরেডি শুরু হয়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৩

জুল ভার্ন বলেছেন: দুর্ভাগ্যজনক!

৯| ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটা নিরবাচন হলে ভালো হয় ।

২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৩

জুল ভার্ন বলেছেন: হোক।

১০| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জয় বাংলা!!!

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৩

জুল ভার্ন বলেছেন: পিনাকীয় ভাষায় জয়বাংলা হয়ে গিয়েছে।

১১| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৫৯

জটিল ভাই বলেছেন:
আজব জাতি! স্লোগানকেও ছাড়ি না!! :(

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৪

জুল ভার্ন বলেছেন: ছাড়াছাড়ি নাই।

১২| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৬

আজব লিংকন বলেছেন: লাখো ইনসান ভুখা হ্যায়
ইয়ে আজাদী ঝুটা হ্যায়।





আর যাই বলেন জুল ভার্ন ভাই "জয় বাংলা" বলার মত তৃপ্তি অন্য কিছুতে নাই।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪

জুল ভার্ন বলেছেন: নিঃসন্দেহে জয় বাংলা শ্লোগানে একটা জোশ আছে।

১৩| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪১

আদিবাসী শামুক বলেছেন: আপনার লেখার সাথে একমত, তবে আমার স্লোগান জয় বাংলা।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: জয় বাংলা আমারও প্রিয় শ্লোগান ছিলো। এই শ্লোগান হতে পারতো আমাদের জাতীয় জীবনে শক্তি প্রতীক। কিন্তু জয় বাংলা শ্লোগান শুধুমাত্র আওয়ামী লীগের শ্লোগান করে ফেলেছে আওয়ামী লীগ।

১৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফেসিস্ট ছাড়া সবাইকে মনে রাখতে হবে এবার না পারলে আগামী ৫০ না ১০০ বছরেও পারবেনা।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৮

জুল ভার্ন বলেছেন: একমত।

১৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৭

জুল ভার্ন বলেছেন: নেটওয়ার্ক এর বাইরে থাকায় ৩০ ঘন্টা ব্লগে লগইন হতে পারিনি। এখন লগইন হয়ে দেখি- এই পোস্টে জনৈক ব্লগারের তিনটি মন্তব্য মুছে ফেলা হয়েছে। নিশ্চয়ই আমাকে খারাপ কিছু মন্তব্য করেছিল। কিন্তু সেই মন্তব্য মুছে ফেলা কেনো হলো- বুঝতে পারছি না। কারণ, আমাকে খারাপ কিছু মন্তব্য করলে এনোনিমাস মডুগো খুশী হবার কথা!

১৬| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

মোনাপাজী বলেছেন: ইনকিলাব জিন্দাবাদ।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৫

জুল ভার্ন বলেছেন: ❤️

১৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৬

আজব লিংকন বলেছেন: নেটওয়ার্ক এর বাইরে থাকায় ৩০ ঘন্টা ব্লগে লগইন হতে পারিনি। এখন লগইন হয়ে দেখি- এই পোস্টে জনৈক ব্লগারের তিনটি মন্তব্য মুছে ফেলা হয়েছে। নিশ্চয়ই আমাকে খারাপ কিছু মন্তব্য করেছিল। কিন্তু সেই মন্তব্য মুছে ফেলা কেনো হলো- বুঝতে পারছি না। কারণ, আমাকে খারাপ কিছু মন্তব্য করলে এনোনিমাস মডুগো খুশী হবার কথা!

হা হা হা। আপনার ইচ্ছা পূরণ থেকে গেল। আপনাকে কেউ গালিগালাজ করেননি। মন্তব্যগুলো আমি দেখেছি। সবগুলো স্প্যাম ছিল। কিসের জানি লিংক শেয়ার করেছিল।

অ্যানোনিমাস মুড এর উপর আপনি এত্ত ভালোবাসা দেখাচ্ছেন। কাহিনী কি ভাইজান?

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: কাহিনী নাই, 'এনোনিমাস' সম্পর্কে উপলব্ধি এবং অভিজ্ঞতা..... এরা সৎ উদ্দেশ্য এনোনিমাস হয়না.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.