|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জুল ভার্ন
জুল ভার্ন
	এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
[link||view this link] 
শেখ পরিবারের কারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই: তাজউদ্দীনকন্যা......
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে মাফিয়া লীগে পরিণত হয়েছিল। শেখ হাসিনা বা তার পরিবারের কারও আর বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই।
গত বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শারমিন আহমদ বলেন, মাফিয়াতন্ত্রের সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কার করে, পরিচ্ছন্ন কারোর হাতে নেতৃত্ব দিলে এক বা দুই যুগ পরে আওয়ামী লীগ আবার দেশে রাজনীতির মাঠে ফিরে আসতে পারে। তবে, আপাতত এ ধরনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 
১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পর শারমিন আহমদের মা জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের হাল ধরে বিলুপ্তির হাত থেকে দলটিকে রক্ষা করেন। এ ঘটনার প্রতি ইঙ্গিত করে শারমিন আহমদ বলেন, ‘আমার মা (১৯৭৫ সালের ১৫ আগস্টের পর) দলের হাল ধরেছিলেন। কিন্তু পরে সে দলটি হাইজ্যাক হয়ে গেল এবং একটি পরিবারের হাতে বন্দি হয়ে গেল। এবারের প্রেক্ষাপটটি কিন্তু আরও ভিন্ন। কারণ, গণঅভ্যুত্থানের সময় এবার এ দলটির হাতে এত এত তরুণের মৃত্যু, জনগণের মৃত্যু, মানুষের দেহে এখনও বুলেট। কাজেই আমরা কেন আওয়ামী লীগে যাব? এ আওয়ামী লীগ তো একটি মাফিয়া লীগ। এমন আওয়ামী লীগ আমরা কেন করব, যাদের মধ্যে কোনো অনুশোচনা নেই?’
শারমিন আহমদ বলেন, আওয়ামী লীগের ভালো লোকগুলোকে একত্র করে, জনতার পাশে দাঁড়িয়ে মাফিয়া লীগের নেতৃত্বে যারা ছিল তাদের বহিষ্কারের দাবি জানাতে হবে। শেখ হাসিনা ও তার পরিবারের কারোরই আর দেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই। আমি মনে করি শেখ হাসিনা বা শেখ পরিবারের কারোরই আর রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নেই।
জাতির পিতা প্রশ্নে শারমিন আহমদ বলেন, জাতির পিতা বলার আগে অবশ্যই মুক্তিযুদ্ধে কার কী ভূমিকা ছিল সেটা বিবেচনায় নিতে হবে। এটা জনগণই নির্ধারণ করবে। মুক্তিযুদ্ধের আসল ঘটনা জাতির সামনে খুলে দেওয়া হলে জনগণই সেটা বিবেচনা করবে, কার কী ভূমিকা ছিল। জনগণ যদি দেখে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাহলে তারাই সেটা ঠিক করবে। আর জনগণ যদি জনগণ মনে করে, তার সেই ধরনের ভূমিকা ছিল না, তাহলে সেটা হবে না।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:২৪
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:২৪
জুল ভার্ন বলেছেন: তাজউদ্দীন আহমদ সাহেবের বড়ো কন্যা যা বলেছেন, প্রায় সেই একই কথা বলেছেন ওনার ছোট ভাই সোহেল তাজ। শেখ পরিবারের যে কারোর চাইতে ওনারা রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞায় সততায়, আমজনতার গ্রহণ যোগ্যতায় অনেকটাই বেশী এগিয়ে এবং সঠিক বিবেচনাবোধ সম্পন্ন তাতে কোনো সন্দেহ নাই। আমিও মনে করি- বাস্তবতার নিরিখে তাজউদ্দিন আহমেদ কন্যার বক্তব্য অত্যন্ত বিবেচনা প্রসুত।
২|  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:০৮
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:০৮
ডার্ক  ম্যান বলেছেন: কারো পার্সোনাল বিষয়ে কথা বলতে ভাল লাগে না। উনার মত করে বলতে গেলে উনি নিজেও একজন মাফিয়া । উনার  মানবতাবোধ অনেক কম। উনার অসহযোগিতার কারণে একজন অনেকটা বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। 
উনার বাবা-মা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলেন নি। 
শেখ পরিবার তাদের কর্মফল ভোগ করবে। কিন্তু রাজনীতিতে ফিরতে পারবে না, এটা ফালতু কথা। 
  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:২৯
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:২৯
জুল ভার্ন বলেছেন: উনার বাবা-মা প্রকাশ্যে কিছু বলেননি, তার মানে আজীবন বংশ পরম্পরায় সবাই সত্য কথা প্রকাশ করবেনা! এই যেমন আপনি এখন ওনাদের মানবতা বোধের কথা বললেন! যাইহোক, সময়ই বলে দেবে- কোনটা সত্য, কোনটা মিথ্যা কিম্বা বাস্তবতা।
৩|  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৪৮
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৯:৪৮
প্রহররাজা বলেছেন: হাওয়া বুঝে পাল তুলে দিছে। সরকারের বিরুদ্ধে কথা বললে ছাত্র হত্যা মামলায় ঝুলিয়ে দিতো আর রাজু থেকে সেনা তত্ত্বাবধানে মিছিল এনে বাসা ভাংচুর করা হতো।
  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ১০:৫২
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ১০:৫২
জুল ভার্ন বলেছেন: সে যাই হোক, তিনি মিথ্যা কথা বলেননি।
৪|  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ১০:০৩
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ১০:০৩
ডার্ক  ম্যান বলেছেন: সত্য কথা তো বলতে কেউ মানা করে নাই।  উনার বোন তো মন্ত্রীসভার সদস্য ছিলেন।
তখন তো এসব কথা বলেন নাই।
  ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ১১:৩১
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ১১:৩১
জুল ভার্ন বলেছেন: তখন বললেতো জল্লাদ হাসিনা সরকার গুম/ ক্রস ফায়ার করে দিতো।
৫|  ০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৫
০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ১২:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদের ঝেটিয়ে চিরতরে বিদায় করা উচিত এবং এটা সবার কর্তব্য।
  ০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ২:১২
০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ২:১২
জুল ভার্ন বলেছেন: একমত।
৬|  ০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ২:১৭
০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
রাজনীতি কোন ফর্মুলা মেনে চলে না। 
১৯৭৫ সালে মানুষ বলত- আলীগ আর জীবনেও ক্ষমতায় আসতেক পারবে না। 
কিন্তু তারা এসেছিল এবং অনেক বছর ক্ষমতায় থেকেছে। 
এক সময় আবারও আসবে। 
এটাই নিয়ম।  
  ০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ২:১৯
০৩ রা নভেম্বর, ২০২৪  দুপুর ২:১৯
জুল ভার্ন বলেছেন: হ্যা একমত।
৭|  ০৩ রা নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:২৩
০৩ রা নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:২৩
প্রহররাজা বলেছেন: জুল ভার্ন বলেছেন: সে যাই হোক, তিনি মিথ্যা কথা বলেননি।
আপনার মতের সাথে মিললেই সবকিছু সত্য হয়ে যায় না।
  ০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৫
০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৫
জুল ভার্ন বলেছেন: একই অভিমত আপনার বেলায়ও।
৮|  ০৩ রা নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৪
০৩ রা নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৬:৩৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: শেখ সালতানাতের সর্বশেষ শিরোমনি - পীরানে পীরজাদী ,মিথ্যুকের রাণী ,লেবাশধারী ভন্ড ধার্মিকা হযরতে হাসিনার পরে আর কারো শেখ সালাতানাতের প্রতিনিধি হবার সুযোগ সীমিত হয়ে গেছে বলে মনে হয়।
এর পরে কেউ এই পীর পরিবারের প্রতিনিধিত্ব করতে চাইলে হযরতে হাসিনা থেকে বড় কামেল হতে হবে, যা একথায় অসম্ভব বলেই মনে হয়। কারন  - এরকম বিশাল সব প্রতিভা নিয়ে শতবর্ষে হয়ত দু-একজন জন্মায়।
  ০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৬
০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৬
জুল ভার্ন বলেছেন: যথার্থ
৯|  ০৩ রা নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৮
০৩ রা নভেম্বর, ২০২৪  সন্ধ্যা  ৭:৫৮
জ্যাকেল  বলেছেন: আমার এক বন্ধু আজ এই কথা বলিল ফেসবুক চ্যাটে-
they are always the same, they never cared for people other than themselves. they always like to be praised, get minions, get money for their family.
I guess at least 100B looted by hasina herself for her boy.
  ০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৬
০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৬
জুল ভার্ন বলেছেন:
১০|  ০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৪
০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: তাজউদ্দিন এবং তার পরিবারের সদস্যরা ভালো মানুষ। ওনার মেয়ে সঠিক কথা বলেছে। ওনার লেখা বইটা আমি পড়েছিলাম কয়েক বছর আগে।
  ০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৮
০৩ রা নভেম্বর, ২০২৪  রাত ১০:০৮
জুল ভার্ন বলেছেন: ইয়েস, তাজউদ্দীন আহমদ নির্মোহ সৎ ছিলেন। শেখ পরিবারের মতো চোর বদমাশ নয়।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৪০
০৩ রা নভেম্বর, ২০২৪  সকাল ৮:৪০
ঢাবিয়ান বলেছেন: তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। উনার মেয়ের এই বক্তব্য সব টেলিভিষন চ্যানেলে প্রচার করা উচিত। সোহেল তাজও খুব ভাল ভাল বক্তব্য দিচ্ছে। রাজনীতিতে আওয়ামিলীগ নিশিদ্ধ করলে আসলে লাভ হবে না। এই দেশের পেইড সুশিলেরা ইনিয়ে বিনিয়ে মুক্তিযুদ্ধকে টেনে ও জামাতকে পচিয়ে আওয়ামিলীগকে মহান করতে চাইবে। তাই মাফিয়া লীগকে নিশ্চিহ্ন করতে হবে তাদের অপকর্মের সুষ্ঠু বিচারের মাধ্যমে এবং একদা আওয়ামিলীগ করা কিছুটা ক্লীন ইমেজের নেতা নেত্রীদের মাফিয়া লীগের বিরুদ্ধে দাড় করিয়ে।
তাজউদ্দিনের পুত্র কন্যা্দের লাইম লাইটের নীচে আসার সুযোগ করে দেয়া হোক।