নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

শেখস্তান.....

০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫

শেখস্তান.....

বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে সিদ্ধান্ত নেই- ফেরার পথে শুধুমাত্র শেখ পরিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেখে নামগুলো লিখে নিয়ে যাবো....

গোপালগঞ্জ সদর উপজেলা পেরিয়ে টুংগীপাড়া ঢুকতেই বংগবন্ধু গেইট- যার একপাশে বংগবন্ধুর আবক্ষ মূর্তি, অন্যপাশে শেখ হাসিনার আবক্ষ মূর্তি।

টুংগীপাড়ার শেষ সীমান্ত কিম্বা উল্টো দিক থেকে টুংগীপাড়া ঢুকতেই বিশাল শেখ হাসিনা গেইট। যার একপাশে শেখ হাসিনার আবক্ষ মূর্তি, অন্যপাশে শেখ মুজিবের আবক্ষ মূর্তি। আমাদের মাইক্রোবাস ড্রাইভার ৩৮ বছর বয়সী গিয়াসউদ্দিন এর বাড়ি খোদ টুংগীপাড়া, তাই এলাকার সবকিছুই ওর চেনাজানা। পূর্ব-সিদ্ধান্তে পিরোজপুর থেকে ফেরার পথে দেড় ঘন্টা অপচয় করে 'শেখ' যুক্ত যেসব স্থাপনাগুলোর নাম সংগ্রহ করতে সক্ষম হয়েছি, সেইসব নামের তালিকাঃ-

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ব বিদ্যালয় কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, শেখ কামাল আধুনিক স্টেডিয়াম, শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়াম, শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, মৌলভীপাড়া শেখ ফজিলাতুন্নেছা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল, বঙ্গবন্ধু সড়ক, বঙ্গবন্ধু স্মৃতি ভবন (আইনজীবী সমিতি), শেখ মুজিব আদর্শ উচ্চ বিদ্যালয় (বোড়াশী ইউনিয়ন), টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্স, শেখ মুজিবুর রহমান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শেখ সাহেরা খাতুন রেড ক্রিসেন্ট হাসপাতাল, খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ (এই কলেজের প্রতিটি ভবনের নাম শেখ পরিবারের কোনো না কোনো সদস্যদের নামে নামকরণ করা হয়েছে), শেখ কবির হোসেন আইডিয়াল কলেজ(এই কলেজটি এই এলাকার বাইরে হলেও টুংগীপাড়ায়ের লিয়াজো অফিস), সিঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশারফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, ত্রিপল্লী শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়, শেখ রাসেল শিশু নিকেতন, শেখ রাসেল সংস্থা, শেখ রাসেল খেলাঘর, শেখ রাসেল শিশু নিকেতন, শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, শহীদ শেখ জামাল যুব প্রশিক্ষণ কেন্দ্র, বঙ্গমাতা কিন্ডার গার্টেন এন্ড স্কুল, শেখ মুজিব স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ মুসা উচ্চ বিদ্যালয়, বালাডাঙ্গা শেখ মারুফ কমিউনিটি ক্লিনিক, বঙ্গবন্ধু স্মৃতি পুলিশ ভবন, শেখ লুত্ফর রহমান সেতু (পাটগাতী সেতু), কোটালীপাড়া উপজেলা বঙ্গবন্ধু দারিদ্র্যবিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স, শেখ লুত্ফর রহমান সরকারি আদর্শ মহাবিদ্যালয়, শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়, শেখ রাসেল মহাবিদ্যালয় এবং মুকসুদপুর উপজেলায় বেগম ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসা। সব মিলিয়ে শেখ পরিবারের সদস্যদের নামে জেলার ৫ উপজেলায় অন্তত ৪০ টি ক্লাব, সমিতি রয়েছে- যার সবগুলোই সাবেক প্রধানমন্ত্রীর তহবিল সহায়তা ছাড়াও টি আর/ কাবিখা কিম্বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা পেয়েছে।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আসলেই শেখস্থান!

০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

জুল ভার্ন বলেছেন: আলবাত।

২| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

আহরণ বলেছেন: তাহলে কি রাজাকার গো-আজমদের কলেমার কালা পতাকার চাঁন-তারা থাকবে নাকি, ভাইয়া??

০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: আপনি রাজাকার গোয়াজমদের বংশের কেউ হলে চেষ্টা করে দেখতে পারেন....

৩| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১

শাহ আজিজ বলেছেন: আপনার লেখা না পড়লে জানতে পারতাম না এসব স্থাপনার কথা ।

০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:০০

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১৮

পুরানমানব বলেছেন: জারোজস্থান হইয়া যাইবে কয়েকদিন পর।

০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২২

জুল ভার্ন বলেছেন: শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংগালী জাতির অহংকার। তাঁর নামে যেকোনো স্থাপনা করাও আমাদের সকলের জন্য সম্মানীয়। তবে সবকিছুরই একটা লিমিট থাকা উচিৎ।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

পুরানমানব বলেছেন: আহরণ বলেছেন: তাহলে কি রাজাকার গো-আজমদের কলেমার কালা পতাকার চাঁন-তারা থাকবে নাকি, ভাইয়া??
কালেমার পতাকাখানা গো-আজমদের নয়, সমস্ত মুসলিম বিশ্বের।
তবে যেই নিষিদ্ধ পল্লীতে আপনার মতো বেজন্মা জন্মাইছে সেখানকার ছেড়া ব্লাউসগুলান লইয়া আপনি রওনা হইতে পারেন টুঙ্গিপাড়ার মাজারের ছবক লইতে।

৬| ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৭

পুরানমানব বলেছেন: লেখক বলেছেন: শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংগালী জাতির অহংকার। তাঁর নামে যেকোনো স্থাপনা করাও আমাদের সকলের জন্য সম্মানীয়। তবে সবকিছুরই একটা লিমিট থাকা উচিৎ।
আপনার সহিত আমি একমত নহে।
মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার।
এখন আপনি তাহারে সম্মান করবেন নাকি লাত্থি দিবেন তাহা আপনার বিষয়।
৭২ ~৭৫ ভালোমতো জানিলে সম্মান পিছন দিয়ে বাহির হইবে।

৭| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

মেঠোপথ২৩ বলেছেন: একটা পরিবার ও একটা দল দেশকে তাদের দলীয় সম্পত্তিতে পরিনত করেছিল।

০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২১

জুল ভার্ন বলেছেন: শেখ সাহেবের সব অর্জন এবং শেখ পরিবারকে ঘৃণার পাত্র বানিয়েছে চোর শেখ হাসিনা।

৮| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে শেখ শব্দটাই এখন ঘৃনিত হয়েছে; শেখ শুনলে অনেকেই রাগ করে।

০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২২

জুল ভার্ন বলেছেন: কুত্তার গুর চাইতেও বেশী ঘৃন্য শেখ পরিবার।

৯| ০৫ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:২৬

প্রামানিক বলেছেন: এতো নাম জোগাড় করাও অনেক কষ্টের ব্যাপার

০৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

জুল ভার্ন বলেছেন: পুরো দেড় ঘন্টা.... এবং ড্রাইভার গিয়াসউদ্দিনের সব মুখস্ত!

১০| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বগুড়ার খবর কী? শেখস্থানের মতোই জিয়াস্থান নাকি? শুনেছি গোপালগঞ্জের কুত্তাও নাকি আওয়ামী লীগ করে, একইভাবে বগুড়ায় কুত্তাও বিএনপি করে।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৮

জুল ভার্ন বলেছেন: ডুগডুগি বাজাইতে বাজাইতে গোপালগঞ্জ থেকে বগুড়া যেয়ে দেখেন- আপনাদের মতো "শেখ পুজা" বগুড়ায় তো হয়ইনা, বাংলাদেশের অন্য কোথাও হয়না।

১১| ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখক বলেছেন: ডুগডুগি বাজাইতে বাজাইতে গোপালগঞ্জ থেকে বগুড়া যেয়ে দেখেন- আপনাদের মতো "শেখ পুজা" বগুড়ায় তো হয়ইনা, বাংলাদেশের অন্য কোথাও হয় না।

আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে। এবার মনে হয় জন্মের শিক্ষা হয়েছে। অন্যরাও শিখুক।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:২১

জুল ভার্ন বলেছেন: সবাই শিখলেও আওয়ামী খুনী লুটেরাদের শিক্ষা হবেনা।

১২| ০৬ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭

ধুলো মেঘ বলেছেন: এগুলা এখনো রয়ে গেল কি করে? কেউ ভাঙ্গেনি?

০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮

জুল ভার্ন বলেছেন: ওখানে সবকিছুই আগের মতো আছে।

১৩| ০৬ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:০৯

মেহবুবা বলেছেন: কোন কিছুতেই বাড়াবাড়ি ভালো নয়, জলজ্যান্ত দৃষ্টান্ত দেখতে পাচ্ছি।

একটা সত্য ঘটনা বলি,বেশ অনেক বছর আগের কথা। একটা গ্রামে একজন বিধবা মহিলা গিয়ে আছেন কিছুদিন। একটা স্কুলের হেডমাস্টার এবং আরো কজন গন্যমান্য ব্যক্তি ঐ মহিলার সাথে দেখা করে জানালেন তারা নিজেরা জমি দিয়ে সেখানে ঐ মহিলার স্বামীর নামে প্রাইমারি স্কুল বানাবে যা পরবর্তীতে সরকারী করবাট ব্যবস্থা নেয়া হবে। মহিলা সম্মত হচ্ছিলেন না, বললেন মৃত ব্যক্তিকে নিয়ে টানাটানি কেন, নামে কি আসে যায়! হেডমাস্টার নাছোড়বান্দা, মৃত ব্যক্তির অবদান এবং ভূমিকা তুলে ধরে মহিলাকে রাজী করালেন। যদিও কিছুদিন আগে দেখেছি বর্তমানে সরকারি সেই স্কুলের সংক্ষিপ্ত রূপ এবং ছাত্ররা পুরো নাম সবাই ঠিকমত বলতে পারছিল না। এই তো দুনিয়া!

আচ্ছা মধুমতী নামে যে নদী ছিল তার নাম ঠিক আছে তো?

০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৪

জুল ভার্ন বলেছেন: হ্যা আপু, ভয়ংকর বাড়াবাড়ি করেছিল, কোনো কিছুতেই নূন্যতম নৈতিকতা প্রদর্শন করেনি।

হ্যা মধুমতী নদীর নাম মধুমতীই আছে, তবে আগের মতো স্বচ্ছ পানি নেই, খরস্রোতাও নেই, পলি আর কচুরিপানায় নাব্যতা হারিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.