নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্ব রক্ষায় দেশ প্রেমিক নাগরিকদের সচেতন হতে হবে.......

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৩

জয়-শ্রীরাম আর জয়বাংলা;
একই মুদ্রার এপিঠ-ওপিঠ


রাত জেগে মন্দির পাহারা দেওয়ার জবাব ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়েছে মসজিদ ভেঙে এবং আইনজীবী হত্যা করে!
অতএব বুঝতে পারছেন আওয়ামীদের কাঁধে ভর করে বাংলাদেশকে কিভাবে কঠিন মাইনকা চিপায় ফেলে, পরাধীন করার ট্র্যাপে ফেলছে!

এবারের লড়াই স্রেফ বাংলাদেশের বাঁচা মরার লড়াই।
এটা নিছক ইসকনের দাবি দাওয়ার লড়াই না- বাংলাদেশের অস্তিত্বের লড়াই। অন্য দিকে অখন্ড ভারতের রাম রাজ্য প্রতিষ্ঠার বাঁচা মরার লড়াই। সেই সাথে পূর্ববঙ্গের ইসকনের সংখ্যালঘু থেকে, ভারতের সাথে মিশে "সংখ্যাগুরু" হওয়ার লড়াই।

হাসিনাকে পালিয়ে যেতে দিয়ে এবং গত ১৫ বছরের হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং গুমখুনের সকল নেতা কর্মীদের শেল্টার দিয়ে পক্ষান্তরে বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দিলো কারা- সেটা কি বুঝতে পারছেন? এত কিছুর পরেও আপনাদের হুস না ফিরলে কপালের দুর্ভোগ কেউই খন্ডন করতে পারবে না । নিশ্চিত আওয়ামী লেসপেনসারা পুরানো সারিন্দাই বাজাতে থাকবে।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ভারতের সরকারী বিবৃতি কি বার্তা বহন করে তা কি বোঝার মতো জ্ঞান বাঙ্গালের আছে? দেশ, দেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো কিছুই আওয়ামী লীগ চায়না। আওয়ামী লীগ চায় ক্ষমতা। ভারত তাদের স্বার্থে চায়- আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ী হোক।

জাতীয় স্বার্থে 'জংগী সংগঠন' হিসেবে ইসকন এবং 'সাম্প্রদায়িক সংগঠন' হিসাবে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কিছু কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি! জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান, এই স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান। আওয়ামী লীগ যদি নিজ স্বার্থে এই স্লোগান ব্যবহার করে তবে সেটা তাদের সমস্যা! হিন্দুদের জয় শ্রী রাম ধর্মীয় স্লোগান। দুইটা আলাদা বিষয়!

ধর্মীয় সংগঠনের গুরু দের প্রতি অন্ধ বিশ্বাস খুব খারাপ! চিন্ময় দাস কি ভাবে জামিন পাবেন? দেশদ্রোহী মামলা জামিন অযোগ্য ক্রাইম। ভারত কি ভাবে স্টাটাস দেয় যে নিরীহ চিন্ময় দাস কে মুক্তি দিতে? সব কিছু সিস্টেমের মধ্য দিয়ে চলতে হবে। সেটা ধর্ম গুরু হোক অথবা যেই হোক।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৯

জুল ভার্ন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:০৭

ডার্ক ম্যান বলেছেন: ইসকন নিষিদ্ধের জন্য কাল থেকে মাঠে নেমে পড়ুন।
পরিকল্পিতভাবে ইসকন নিষিদ্ধের জন্য লাশ ফেলেছে মাহমুদুর রহমান গং।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১২

জুল ভার্ন বলেছেন: আমি মাঠে নামবো না আপনার ঘাড়ে উঠবো সেটা আপনার বলতে হবে না। আমার ধারণা দেশের অশান্তি সৃষ্টির জন্য আপনিই লাশ ফেলেছেন। মনে রাখবেন- ইট মারলে পাটকেল খেতে হবে।

৩| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব কিছুর মূলে একজনই - পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা। নিজে শান্তিতে নাই, দেশকেও শান্তিতে থাকতে দিবে না।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: মানুষ রুপি মানুষের রক্তখোর ডাইনী।

৪| ২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪০

রাকু হাসান বলেছেন:

জয় বাংলা স্লোগানকে আওয়ামী স্বৈরাচার কলুষিত করেছে ঠিক তেমনি জয় শ্রী রাম বলে বিজেপি হিন্দুত্ববাদ কলুষিত করে জয় শ্রী রাম স্লোগানকে । ভারত হিন্দুত্ববাদী সংখ্যালঘু কার্ড দেশভাগের পর থেকেই শুরু করেছে,পাকিস্থান থেকে বাংলাদেশ হওয়ার পরে এখন এটা নতুন উচ্চতায় উঠেছে।উগ্রবাদ চাই না । ধন্যবাদ সচেতন করার জন্য।

২৬ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:৪৫

জুল ভার্ন বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.