নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

মরহুম তাজউদ্দিন আহমেদ পুত্র সোহেল তাজ ফেসবুকে লিখেছেন...

২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৭


হত্যাহত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে I
কত বড় নির্লজ্জ বেহেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না I প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা- আনসার বাহিনী দিয়ে, ব্যাটারী রিকশা, নূর হোসেন দিবসে “Trump” কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা I

দুইটা বই সবাইকে পড়তে অনুরোধ করবো:

১. আমার ফাঁসি চাই
২. অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী

এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা

বিঃ দ্রঃ
নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি

বিঃ বিঃদ্রঃ
আওয়ামীলীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৫

শেরজা তপন বলেছেন: এসব তো আমরা যা দেখছি তা শুনছি তার কয়েকটা মাত্র। আরব কত রকম ষড়যন্ত্রের চেষ্টা হচ্ছে তাকে জানে।
আওয়ামী লীগের একজনকে অন্তত সত্য কথা বলার জন্য ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৫

রাসেল বলেছেন: সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কি সকলে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ কিংবা সমর্থন দিয়ে ছিল?

৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: তাজউদ্দিন আহমেদের ছেলে মেয়েরা সৎ এবং নির্লোভ।

৪| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০৯

সৈয়দ কুতুব বলেছেন: অবৈধ নির্বাচনে এমপি হয়েছিলেন সোহেল তাজের বোন। এরা সুবিধাবাদী!

৫| ২৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩০

অপু তানভীর বলেছেন: দিন শেষে সে আওয়ামীলীগ এটা ভুলে গেলে চলবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.