নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

"বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী".....

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২২

"বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী".....

ভারতীয় উপমহাদেশ প্রায় ২০০ বছর বৃটিশদের অধীনে ছিলো। দীর্ঘ বৃটিশবিরোধী আন্দোলনে ১৯৪৭ সালে বৃটিশ শাসনের অবসান হলে আমরা পরাধীনতা থেকে মুক্তি পেলাম। আবার দুই যুগ পাকিস্তানী দুঃশাসনের পর এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সনে আমরা স্বাধীনতা অর্জন করি। স্বৈরাচার এরশাদের সামরিক সরকার ১৯৮২ সালে দেশের ক্ষমতা দখল করে রেখেছিল; তারপর ১৯৯০ সালে গণআন্দোলনের মাধ্যমে তার পতন হয়। ২০০৭ সালে শুরু হয় সেনা-তত্বাবধায়ক স্বৈরশাসন। তারপর দীর্ঘ পনেরো বছরে বছরের আওয়ামী দুঃশাসনের গুম খুন, ক্রসফায়ার, গায়েবী মামলা-হামলা, খোদ শেখ হাসিনা পরিবারের নেতৃত্বে রাষ্ট্রীয় সম্পদের হরিলুট মচ্ছব। শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় হাজার হাজার বিলিয়ন ডলার পাচার। ৩৬ জুলাই ২০২৪ সালে অজস্র প্রাণের বিনিময়ে ছাত্রজনতার গণ আন্দোলনে দুনিয়ার ইতিহাসের সর্বনিকৃষ্ট, ঘৃন্য ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও রেখে গিয়েছে তার তৈরী ফ্যাসিবাদের দোসরদের। এভাবে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পেলাম। মুক্তি পাবার এমন হাজারো উদাহরণ দেয়া যায় যা কখনো ব্যক্তিকেন্দ্রিক, কখনো গোষ্ঠীকেন্দ্রিক আবার কখনো জাতিকেন্দ্রিক। বৃহত্তর পরিসরে শোষণ-বঞ্চনা-অবিচার-অসাম্য, অন্যায়-অমানবিক আচরণ, কাঙ্খিত সামাজিক-সাংস্কৃতিক চর্চা সীমাবদ্ধকরণ, নৃতাত্ত্বিক-ধর্মীয়-ভাষা-জাতি-গোষ্ঠীগত বিচারে দলন-নিষ্পেষণ, চিন্তা-ভাষার স্বাধীন বিকাশের ও চর্চার পথরুদ্ধকরণ, সাধারণকে মানবিক-নাগরিক সুবিধা থেকে বঞ্চিতকরণ ইত্যাদি অন্যায় থেকে মুক্তি লাভের নিমিত্তে স্বতঃস্ফুর্ত, ব্যাপক ও সার্বিক যুদ্ধই মুক্তিযুদ্ধ।

ভারতীয় গোলাম পালিয়ে যাওয়া শেখ হাসিনার ষড়যন্ত্র শেষ হয়নি। তার প্রভু নানাবিধ ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে অশান্তি আর অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলেছে। কাজেই আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। এবারের যুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ।
রাতের শেষে ভোর জেনেও কেউই অন্ধকারে বসে সূর্যের অপেক্ষা করে না৷ আলো জ্বালিয়ে অন্ধকার দূর করে। সে আলো সূর্যের মতো না হলেও আমাদের একেবারে অন্ধ করে রাখে না। আমরা ঠিকই পথ চলতে পারি।

তাহলে দুঃখ শেষেই শান্তি এই আশায় সময় নষ্ট করা কেন? দুঃখের সময়টাকেও সহনীয় করে নেয়া উচিত। সুখের সময় আসবার আগ অব্দি আমরা যেন মৃতের মতো পড়ে না থাকি৷আলোর মতো কোন কাজ, কোন মানুষ, কোন ভালো অভ্যাস জীবনে থাকলে কখন ভোর হবে, কখন শান্তি আসবে তবেই বেঁচে উঠবো -এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি মেলে!

সূর্য তার সময়ে উঠুক, শান্তি নিজের গতিতে আসুক! আমরা জীবনকে থামিয়ে না রেখে এগিয়ে যাই সূর্যের কাছে ,শান্তি'র কাছে! জীবনের সাধ্য মানুষের চেয়ে কখনোই বেশি না! জীবন মানুষকে কতবার ভাঙ্গবে? ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া একজন মানুষ চাইলেই হাজারবার উঠে দাঁড়াতে পারে! হার না মানা সেই যোদ্ধা'র কাছে আলো নিজেই ছুটে আসবে!

আমি অতি সাধারণ ভীতসন্ত্রস্ত একজন মানুষ!
চৌকিদার-কনস্টবল এমনকি বাসাবাড়ির সিকিউরিটি গার্ডদেরও ভয় পাই, সেখানে রাষ্ট্রীয়/সরকারি পৃষ্ঠপোষকতায় নানান বাহিনী এবং রাজনৈতিক দুর্বিত্ত্বদের কথা মনে পরলেই পানিশুণ্যতায়ই শুধু নয়- রক্তশুণ্যতায় ভুগি!

কারোর কোনো অনৈতিকতা প্রতিহত করার শক্তি আমার নাই, ফেসবুকে হুংকার করার মতো ফাটাকেষ্টও আমি নই। আমি শুধু প্রতিবাদ ও ঘৃণা করতে পারি এবং সকল রক্তচক্ষু উপেক্ষা করে সেটাই করেছি গত পনেরো ষোলো বছর। আমি আমার ক্ষুদ্র শক্তি নিয়ে প্রস্তুত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় শত্রুদের মোকাবেলা করার জন্য....

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক কিছু লিখতে চেয়েছিলাম। অফিসে আছি--
অসাধারণ লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩

জুল ভার্ন বলেছেন: সময় নিয়ে লিখবেন আশা করি। আমাদের কারোর একটা মন্তব্যই হতে দিশেহারা দেশপ্রেমিক নাগরিকদের উজ্জীবিত করার মন্ত্র।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষেরা যুদ্ধ চায় না। কিন্তু এটা যদি চাপিয়ে দেয়া হয়, তখন মানুষ বসে বসে কলা খাবে না, কচুকাটা করবে, হাড়গোড় ভেঙে বস্তাবন্দি করবে। তবে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পলাতকা শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ দেশকে শান্তিতে থাকতে দিবে না, এটাকে তারা পণ হিসাবে নিয়েছে। এই যে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিপক্ষে উঠেপড়ে লেগেছে, এটাও শেখ হাসিনার মদদেই ঘটছে বলে আমার দৃঢ় বিশ্বাস।

হাসিনার বিদ্বেষমূলক প্রচার বন্ধের জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯

জুল ভার্ন বলেছেন: স্বাধীনতা যুদ্ধের সময় পাকিদের নিরস্র বাংগালীরা মালকোচা পড়ে গাবুইরা মাইর দেওয়ার কথা ইন্ডিয়ানদের ভুলে যাওয়ার কথা নয়। আমরা কাদামাটির মানুষ, শক্ত হলে পাথরের মতো কঠিন হয়ে যাই.....

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৫

ধুলো মেঘ বলেছেন: আপনি শুনেছি কিশোর মুক্তিযোদ্ধা। সেটা হলে তো আওয়ামী লীগের প্রতি আপনার সহানুভূতি থাকা উচিত। তা করে আপনি এমন আচরণ করছেন যেন আওয়ামী লীগ আপনার জমি জমা কেড়ে নিয়েছে। ব্যাপারটা খোলাসা করবেন, প্লীজ?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫

জুল ভার্ন বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের দাসত্ব মেনে নেয় না। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের মানুষের কাছে দায়বদ্ধতার জন্য অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। আর আওয়ামী লীগের প্রতি সহানুভূতির কোনো কারণ নাই, যেহেতু বিনা অপরাধে আওয়ামী লাঠিয়াল বাহিনী আমাকে গুম করে অমানবিক নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন করেছে। তবে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের প্রতি অকুণ্ঠ সমর্থন সহানুভূতি ছিলো, লুটেরা ফ্যাসিস্ট ভারতের দালাল শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতি নয়।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১২

সৈয়দ কুতুব বলেছেন: শেখ মুজিব কে মেরে ফেলার পর জিয়াউর রহমানের ক্ষমতায় আসার প্রক্রিয়া কি সঠিক? একজন সরকারি কর্মচারী কি এই ধরণের কাজ করতে পারেন? বেগম জিয়া কেন গোলাম আযম কে বাংলাদেশের নাগরিকত্ব দিলেন? বিএনপি প্রতিবার ক্ষমতা ছাড়ার আগে দিয়ে কেন নিজেদের লোক দিয়ে নির্বাচনে সুযোগ নিতে চেয়েছিল?

হিসাবে আওয়ামী লীগ ও বিএনপি দুইটা কে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক দল নিয়ে ভাবা উচিত । কিন্তু বিএনপি এখনো গণতান্ত্রিক দল হিসাবে মোটামুটি প্রতিষ্ঠিত তাই ভোট বিএনপি কে দেয়া উচিত।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩

জুল ভার্ন বলেছেন: অল্প জানায় দোষ নেই, যদি সেই জানা সঠিক সত্য হয়। আর বেশী জানার ভাব নিয়ে অসত্য জানা বিপদজনক!
সর্বপরি,
"দো দিল বান্দা, কলেমাচোর, না পায় বেহেস্ত, না পায় গোর"!

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯

তানভীর_আহম্মেদ বলেছেন: ধুলো মেঘ বলেছেন: আপনি শুনেছি কিশোর মুক্তিযোদ্ধা। সেটা হলে তো আওয়ামী লীগের প্রতি আপনার সহানুভূতি থাকা উচিত। তা করে আপনি এমন আচরণ করছেন যেন আওয়ামী লীগ আপনার জমি জমা কেড়ে নিয়েছে। ব্যাপারটা খোলাসা করবেন, প্লীজ?

মুক্তিযোদ্ধা হতে হলে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি থাকতে হবে।
বিগ ব্রেইন টাইম :D
আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল হওয়ার কারনে ৮৪ হাজার ৫৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৫

জুল ভার্ন বলেছেন: ফ্যাসিবাদের দোসর গং দের জন্য একটা শব্দই যথেষ্ট- "অর্বাচীন"!

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২০

শাহিন-৯৯ বলেছেন:

সৈয়দ কুতুব বলেছেন: শেখ মুজিব কে মেরে ফেলার পর জিয়াউর রহমানের ক্ষমতায় আসার প্রক্রিয়া কি সঠিক? একজন সরকারি কর্মচারী কি এই ধরণের কাজ করতে পারেন? বেগম জিয়া কেন গোলাম আযম কে বাংলাদেশের নাগরিকত্ব দিলেন? বিএনপি প্রতিবার ক্ষমতা ছাড়ার আগে দিয়ে কেন নিজেদের লোক দিয়ে নির্বাচনে সুযোগ নিতে চেয়েছিল?
হিসাবে আওয়ামী লীগ ও বিএনপি দুইটা কে বাদ দিয়ে বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক দল নিয়ে ভাবা উচিত । কিন্তু বিএনপি এখনো গণতান্ত্রিক দল হিসাবে মোটামুটি প্রতিষ্ঠিত তাই ভোট বিএনপি কে দেয়া উচিত।


আপনি যে চমৎকার ইতিহাস লিপিছেন, কখনো কি পড়েছেন তৎকালীন অবস্থা কথা? বঙ্গবন্ধুর হত্যার পরে ক্ষমতা নেয় তারই বাকশালে সুপ্রীম কমিটির সম্ভবত চার নম্বর সদস্য খন্দকার মোস্তাক। এরপর খালেদ মোশারফের ক্যু, জিয়াউর রহমানকে বন্ধি এসব পড়বেন তারপর বুঝতে পারবেন সেদিন তিনি ক্ষমতা নিতে বাধ্য হয়ে ছিলেন নইলে কর্নেল তাহের গং ক্ষমতা পেত, সমাজতন্ত্র পেতেন,কলকাতার সমাজতন্ত্র বাবুরা তখন কলকাতার ক্ষমতায়। বহু ঘঠনা বহুভাবে হয়েছে।





০৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৭

জুল ভার্ন বলেছেন: কুতুব সাহেব জানার দুনিয়া ছাড়া আছেন- সব যায়গায়.... গুড ফর নাথিং!

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৯

জটিল ভাই বলেছেন:
যদিও আমরা যুদ্ধ নয় শান্তি চাই, তবুও......

১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৮

জুল ভার্ন বলেছেন: যুদ্ধ সব সময়ই চাপিয়ে দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.