নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
অসৎ কাজ অন্যদের ঠকায় নিজেও ঠকে...
(১) মিষ্টি বিক্রেতা মনে করে,আমি তো মিষ্টি খাই না। তাই এতে ভেজাল করলে আমার কোন সমস্যা নাই।
(২) বেকারির মালিক মনে করে,আমিতো বিস্কুট খাই না। তাই পঁচা ডিম-ময়দা দিয়ে বানালে আমার কোন সমস্যা নাই।
(৩) ফল বিক্রেতা মনে করে,আমিতো ফল খাই না। তাই কেমিকেল মিশালে আমার কোন সমস্যা নাই।
(৪) মাছ বিক্রেতা মনে করে,আমিতো ফরমালিনযুক্ত মাছ খাই না। তাই ফরমালিন মিশালে আমার কোন সমস্যা নাই।
(৫) লেখা চোর মনে করে' তিনি বিরাট লেখক। ন্যায় বিচার করলে তিনি সাহিত্যে পুরস্কার পেতেন...তবে চোর মনে করে- তার চুরি পাঠকগণ ধরতে পারেনা......
দিনের শেষে-
(১) মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
(২) বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি, ফল, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
(৩) ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি, বিস্কুট, মাছ কিনে নিয়ে বাসায় যায়।
(৪) মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল, বিস্কুট, মিষ্টি কিনে নিয়ে বাসায় যায়।
(৫) লেখা চোর নিজেকে যা ই মনে করুক, তার চুরির জন্য নিজেই ক্ষতিগ্রস্ত হয়, নিজের সৃজনশীলতা ধ্বংস করে ......
--সবাই মনে মনে নিজেকে অনেক চালাক ভাবে;
অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে।
আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে,
ক্ষতি করছে তা ভাবতেও পারেনা।
১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮
জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০৪
মোস্তফা সোহেল বলেছেন: আমরা মানুষ গুলো যদি ভাল হতাম তবে সমাজে এত সমস্যা থাকত না।
১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪
জুল ভার্ন বলেছেন: দুনিয়ার যাবতীয় সমস্যা আমরা মানুষ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি। কী আর করা
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০
জুল ভার্ন বলেছেন: আমাদের জাতীয় অবক্ষয়ের উদাহরণ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৬
জটিল ভাই বলেছেন:
এ জন্যেই আল্লাহ্ ন্যায় বিচারক। তিনি আমাদের বৃত্তের ভেতর বেঁধে রেখেছেন।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৭
জুল ভার্ন বলেছেন: এখানেই স্রষ্টার মহাত্ম।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
সৈয়দ কুতুব বলেছেন: সঠিক কথা লিখেছেন! সবাই নিজেকে চালাক ভাবে।