নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
কেমন পুলিশ চাই.....
পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে জনমত জরিপ- "কেমন পুলিশ চাই?" আপনিও আপনার মূল্যবান মতামত দিয়ে সহায়তা করতে পারেন.....
এই বিজ্ঞাপন দেখে আমি আমার 'মূল্যবান মতামত' লিখেছিলাম- 'গত পনেরো বছর আওয়ামী পুলিশ লীগ যেভাবে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক তেমন নির্যাতন নিপীড়ন আওয়ামী লীগ ও তাদের দোসরদের উপর করুক। তারপর সেইসব দানব পুলিশদের জনতার কাছে ছেড়ে দেওয়া হোক, ঐ দানবদের নির্বংশ করে নতুন পুলিশ বাহিনী গঠন করতে চাই- যে পুলিশ ক্ষমতাসীনদের পুলিশ হবেনা, শুধুই জনগণের পুলিশ হবে- তেমন পুলিশ চাই।'
আফসোস, আমার মন্তব্য ডিলিট করে দেওয়া হয়েছে!
যে সংস্কার কমিশন একটা মন্তব্যই স্বাভাবিক ভাবে গ্রহণ করতে পারে না, সেই কমিশন কিসের সংস্কার করবে!!
১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪
জুল ভার্ন বলেছেন: অপরাধী পুলিশদের কঠোর শাস্তি চাই, তারপর মানবিক পুলিশ চাই।
২| ১২ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:২৫
রাসেল বলেছেন: আইনের বাস্তবায়নের উদ্দেশ্যে সদাচার প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের সেবা প্রদান।
১২ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫
জুল ভার্ন বলেছেন: আমিও চাই, তার আগে বিগত বছরগুলোতে যেসব পুলিশ মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের শাস্তি চাই।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭
দুঃখের ফেরিওয়ালা বলেছেন: শ্রদ্ধেয় জুল ভার্ন ভাই, আপনার মন্তব্য ডিলিট করে দেওয়া হয়েছে তা আপনি কিভাবে বুজলেন?
১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩২
জুল ভার্ন বলেছেন: মন্তব্যটা খুঁজে পাচ্ছিনা। তাই মনে করছি- আমার মন্তব্য ডিলিট করে দেওয়া হয়েছে।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৯
জটিল ভাই বলেছেন:
সংস্কার মতামতের জন্য যে ম্যাসেজ পাঠিয়েছে, এটাই আপাতত পরম পাওয়া।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৪
জুল ভার্ন বলেছেন: অবশ্যই। সেইসাথে লক্ষ্য করেছি- সবাই পজেটিভ মন্তব্য করেছেন। অর্থাৎ সবার চাওয়া- পুলিশ হবে জনগণের সত্যিকারের বন্ধু, কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৯
দুঃখের ফেরিওয়ালা বলেছেন: শ্রদ্বেয় জুল ভার্ন ভাই, সবার মতামত সংরক্ষিত আছে ওদের গুগল ডকে । একবার মন্তব্য করে সেন্ড করে দিলে ওগুলো আর কর্তৃপক্ষ ছাড়া কেউ দেখতে পাবেনা। আপনি চাইলে আপনার মন্তব্য টা স্ক্রিনশট আকারে দেখাতে পারি
১৪ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৫
জুল ভার্ন বলেছেন: আপনাকে ধন্যবাদ ডিটেইলস বুঝিয়ে বলার জন্য।
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমরা প্রতিহিংসাপরায়ণ দলকানা পুলিশ চাইনা। জনগণের সেবা করার মানসিকতা সম্পন্ন শিক্ষিত পুলিশ চাই