নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ \n\nএক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

ভারতকে ‛অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত এবং......

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৩৬

ভারতকে ‛অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত এবং......

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্পের অবিস্মরণীয় জয়ের পর ট্রাম্পের প্রশাসনে একের পর এক ভারতপন্থী লোকজন নিয়োগ দিয়েছেন, যা দেখে ভারতীয়রাতো বটেই, এদেশীয় জোকার টাইপের ময়ূখ রঞ্জন ভাদা-ভাকুরাও উচ্ছ্বসিত।

বলাই বাহুল্য, আগামী ৪ বছর বাংলাদেশকে বিপদে ফেলার সবরকম চেষ্টাই ভারত করবে এবং তাতে যদি আমেরিকাকে আংশিকভাবেও যুক্ত করা যায়, তাইলে সেই বিপদ সামাল দেওয়া অত্যন্ত দূরুহ হবে। ভারতীয় মদতে লুটেরা আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাতে। ভারতীয় এবং বাংলাদেশের ভারতপন্থীরা ঘোষণা দিয়েই বাংলাদেশের বর্তমান সরকারের উপর নিষেধাজ্ঞা আনার চেষ্টা করতেছে।

ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন এর একজন সদস্য। বাংলাদেশ বিদ্বেষী এই মহিলার প্রভাব ট্রাম্পের উপর অবশ্যই আছে। শোনা যাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বেও আসতে যাচ্ছেন একজন ভারতপন্থী।

তো এরা যখন ট্রাম্পের কানের কাছে একটা কথা বারবার বলতে থাকবে, সে প্রভাবিত হবে এটাই স্বাভাবিক এবং প্রভাবিত হয়ে একটা বাজে ডিসিশন নিয়ে ফেলতেই পারে, যেহেতু লুচ্চা স্বভাবের ট্রাম্পকে প্রভাবিত করা সহজ।

আমি নিজেকে মোটেই রাজনৈতিক বিশ্লেষক মনে করিনা, "মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞ" তো নয়ই। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে বিভিন্ন মিডিয়ার লেখা মনোযোগ দিয়ে পড়ি। তাই গভীরভাবে লক্ষ্য করেছি- সাধারণত আমেরিকার সরকার পরিবর্তন হলেই আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না- এটা যেমন সত্য, গত টার্মে ট্রাম্প বেশ কিছু ডিসিশন আমেরিকান ফরেন পলিসির বাইরে গিয়ে নিয়েছিলো- সেটাও সত্য। তবে জিও-পলিটিক্সে আমেরিকার পরিকল্পনা সুদূর প্রসারি- যার সদ্য প্রমাণ দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ, মধ্যপ্রাচ্যে সিরিয়া....এবার বোধহয় মোদির গদি উলটে দিতে খোদ 'ভারত'।

ইতোমধ্যেই আমরা সবাই জেনেছি- আমেরিকা ভারতকে 'অসহযোগী দেশ' হিসেবে ঘোষণা দিয়েছে। এটা দীর্ঘমেয়াদি ক্যালকুলেশনের বাই প্রোডাক্ট।

সমস্যাটা বুঝতে গেলে আমাদেরকে বিগত কয়েকদিন সহ কয়েক মাসের সিগনিফিকেন্ট কয়েকটি ইনসিডেন্ট খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিগত কয়েকদিনে দুটো মেজর ইনসিডেন্ট ঘটেছে-

প্রথমতঃ যুক্তরাষ্ট্র ভারতকে ‛অসহযোগী’ দেশ হিসেবে সাব্যস্ত করেছে। ডিপ্লোম্যাসির ভাষায় অসহযোগী মানে শত্রুর কাছাকাছি; তাও আবার যুক্তরাষ্ট্রের কাছে ভারতের মত দেশ। চাট্টিখানি কথা নয়! রেড লাইন কনসিডারেশনে যুক্তরাষ্ট্রের কাছে ইরান যদি ২০ হয়ে থাকে, তবে ভারত অলরেডি ১৮; অর্থাৎ যেকোনো মুহূর্তে ভারতকে ধরা হবে বলেই আমার ধারণা।

দ্বিতীয়তঃ সুইজারল্যান্ড তাদের দেশে ইন্ডিয়ান এন্টিটির উপর ট্যাক্স বাড়িয়েছে। ইন্ডিয়ান কম্পানি গুলিকে এখন থেকে এক্সট্রা ট্যাক্স তো দিতেই হবে, এমনকি ক্ষেত্রবিশেষে তাদের ইনকামও লিমিট করা হয়েছে (টেকনোলজি এবং পেট্রোকেমিক্যাল সেক্টরে); যেটা ভারতীয় বিজনেসম্যানদের জন্য অনেক বড় ক্ষতি এবং লজ্জাজনক। কারন ট্যাক্স এক্সটেনশনের ব্যাপারটা অন্য কোনো দেশের জন্য এপ্লিক্যাবল নয়।

এটা গেলো বিগত কয়েকদিনের উল্লেখযোগ্য ঘটনা। এবার আমরা মাসখানেক পেছনে ফিরে দেখবো- শিখ নেতা হত্যা নিয়ে ভারতের সাথে কানাডার ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিশাল কন্ট্রোভার্সি। যেখানে ভারত ডাহা ফেল করে। কানাডার মাটিতে তাদের নাগরিক হত্যা নিয়ে কানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী ভারতকে হুঁশিয়ার করে বলেন ‛Five eyes is considering and everything on the table’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিখ নেতাকে মার্ডারের দায়ে এক্স ইন্ডিয়ান আর্মি অফিসার এবং 'র' এর হিট স্কোয়াডের সদস্য বিকাশ জাদবকে মোস্ট ওয়ান্টেড লিস্টে রেখেছে FBI.

মানি লন্ডারিং, মার্ডারার হায়ার সহ নানান অপকর্মের জন্য ভারতকে ব্ল্যাকলিস্ট করেছিল ‛ফাইন্যান্সিয়াল একশন টাস্ক ফোর্সেস'- FATF

এই সবকিছুকে এক জায়গায় করে ইক্যুয়েশন মেলানোর চেষ্টা করলে আমরা যেটা পাই তা হলো- RAW তার লিমিট ক্রস করে CIA বা Five Eyes এর সাথে খেলতে গিয়েছিল। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে ফাইভ আইসের হাতে তাদের বেশকিছু আন্ডারকাভার অপারেটিভ হান্ট ডাউন হয়েছে এবং সর্বোপরি ভারতের প্রেস্টিজ লুস হয়েছে। ওয়ার্ল্ডওয়াইড ডিপ্লোম্যাটিক চ্যানেলে তাদের রেপুটেশন হ্যাম্পার হয়েছে। কাজেই আশা করি- ২৬' সালের মধ্যে সাউথ এশিয়ায় জিওপলিটিক্যাল আর্থকুয়াকে পুরো সিনারিও চেন্জ হয়ে যাবে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:২৫

বাকপ্রবাস বলেছেন: পড়ে ভাল লাগল

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মনে অনেক প্রশান্তি পাচ্ছি।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: খুব ভালো!

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


ভারত এই ট্যাগ সরাতে ব্যবস্থা নিবে,আমেরিকা ভারতকে ব্যর্থ রাষ্ট্রও করতে চেষ্টা করবে না।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

জুল ভার্ন বলেছেন: অপেক্ষা করতে হবে, সময়ই বলে দেবে.....

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত নিজেই ব্যস্ত থাকলে অন্যের পাছায় খোঁচাতে কম সময় পাবে।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

জুল ভার্ন বলেছেন: শয়তানের সময়ের অভাব হয় না!

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০১

ধুলো মেঘ বলেছেন: ইসকনের সদস্য তুলসী, এফবিআই এর কাশ প্যাটেল, আর সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স কি কিছু করতে পারবে ভারতকে রক্ষা করতে?

১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১০

জুল ভার্ন বলেছেন: ভারতীয়রা এবং এদেশীয় ভাদা রা খুব আশাবাদী।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

আনু মোল্লাহ বলেছেন: আপনার আলোচনা সুন্দর।
ভারত ব্যাকফুটে গেলে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর জন্য সুবিধা। তবে ভারতও চেষ্টা করবে এই থেকে উত্তরণের।
দেখা যাক ভবিষ্যতে কি হয়।

১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১১

জুল ভার্ন বলেছেন: রাইট, আমাদের অপেক্ষা করতে হবে।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:

ভারতকে ‛অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র?
ভাই - ভারত কি কারনে সৌদি বা পাকিস্তানের মত আমরিকার ‛সহযোগী’ (চামচা) দেশ হইবেক?

১৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

জুল ভার্ন বলেছেন: জ্বি জনাব, ভারতকে 'অসহযোগী দেশ' হিসেবে ঘোহণা দিয়েছে বাইডেন সরকার।
যে জন্য 'সৌদি-পাকিস্তানীরা চামচামী করে'- একই কারণে ভারতও যাতে চামচামী করে সেই চেষ্টাই করছে মার্কিনীরা।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

অরণি বলেছেন: আগে আম্লিগের চামচামী করতো এখন ভারতের চামচামী করছে!

১৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

জুল ভার্ন বলেছেন: দেশপ্রেম বিবর্জিত মেরুদণ্ডহীন দ্বিপদী জানোয়ারগুলো চামচামিই যোগ্যতা।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইজান আজকের আনন্দবাজারে দেখলাম তবে সেটা ভারতের রপ্তানি শুল্ক না কমানোর জন্য যেন এরকম লেখা পড়লাম। যাইহোক আমাগো দেশ স্বনির্ভর। এইমাত্র প্রতিবেশী সবদেশকে শত্রু বানিয়েও আমরা দিব্যি আছি। নেহেরুর নির্জোট আন্দোলন থেকে বেরিয়ে এসে মোদিজী এখন একলা চলার নীতি নিয়েছেন। আমরা তাই বগল বাজিয়ে গান গাইতেই পারি,"যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে..."তাবে আপনাদের পরিত্যক্ত মাল একদিন আবার সোনা ফলাবে সে আশায় বুঁদ হয়ে আমরা মোদিময় হয়ে প্রমাদ গুনছি :)

২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:২৭

জুল ভার্ন বলেছেন: শুধু উপমহাদেশেই নয়, বিশ্ব মানব সভ্যতার জন্য বড়ো হুমকি হয়ে দাঁড়িয়েছে মোদির নেতৃত্বে উগ্রবাদী হিন্দু, নেতানিয়াহুর নেতৃত্বে উগ্রবাদী ইহুদি সম্প্রসারণবাদী আগ্রাসন। বাংলাদেশে বিভাজনের রাজনীতি গোরা পত্তন করে গিয়েছে উল্লেখ্য দুই জায়ান্টের ভাব শিষ্য কুলাংগার শেখ হাসিনা।
ইয়াবা আসক্ত পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে মূত্রখোর মোদির সেই আশা কখনওই পূরণ হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.