নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
হিপোক্রেসি........
শিশুদের সাথে কথা বলা আমি খুব উপভোগ করি, তাই সু্যোগ পেলেই কথা বলি। দেশের সর্বত্র যেমন মসজিদের ছড়াছড়ি তেমনি সংখ্যানুপাতিক ধর্মীয় জনগোষ্ঠী অনুযায়ী মন্দির, গির্জা, প্যাগোডা/ক্যাংঘরও আছে। আমাদের বিল্ডিংয়ে আমাদের নাতনির সহপাঠী সনাতণ ধর্মাবলম্বী হলিক্রস স্কুলে পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর এক মেয়ে শিশুর সাথে কথা বলছিলাম....
* 'কি এতো সেজেগুজে ফুলপরি হয়ে কোথায় গিয়েছিলে?'
** আজ (২৫ ডিসেম্বর) চার্চে গিয়ে আমিও আমার খৃষ্টান ফ্রেন্ডদের সাথে প্রে করে এসেছে।
* তু্মি বাড়িতে পূজো হলে ঠাকুর কে কতকিছু দাও, যিশুকে কি দিয়েছো? তাছাড়া যিশু তো তোমাদের ঠাকুর না, তাহলে? তোমার প্রেয়ার যিশু শুনবে কেন?
** "আংকেল, ধর্ম যার যার, উৎসব সবার। আমার ঠাকুর না তো কি হয়েছে আমার খৃষ্টান বন্ধুদের তো ঠাকুর।"
* 'তাহলে তুমিও ঈদে ঈদগা / মসজিদেও গিয়েও প্রে করো?'
এবার ও জিভ দাঁতে কেটে বলল, "ছিঃ ছিঃ, এসব কি বলছেন আঙ্কেল, ওটা করা যাবেনা।"
আমি জিজ্ঞেস করি- 'কেনো করা যাবেনা?'
উত্তরে বললো- "গরু হলো গো-মাতা, দেবতা, মুসলমানরা গো-হত্যা করে খায়।"
আমি বললাম- 'তোমার খৃষ্টান বন্ধুরাওতো গরু খায়....'
"....না না না ওরা গরু খায় না..."!
এই উত্তরে অবাক হইনি, আবার এতে মেয়েটির অন্যায়ও দেখিনি। এই রকম হিপোক্রেসিতে এই ছোট্ট মেয়েটির সত্যি তো কোন দোষ নেই। এই হিপোক্রেসিটা আমদের সমাজ ধারন করেই আছে, আমিও আছি।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৪
জুল ভার্ন বলেছেন:
২| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫০
জটিল ভাই বলেছেন:
ভাই, এই ব্লগের বর্তমান এ্যাক্টিভ ব্লগারের কত পার্সেন্ট আপনার এই পোস্টের গভীরতা উপলব্ধি করতে পারবে বলে আশা করেন?
আমারতো মনে হয় বেশির ভাগই এটা বুঝবে, আপনি একটা নিষ্পাপ শিশুকে ধর্মবাণে জর্জরিত করেছেন
২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: জুলভার্ন বিদ্বেষীদের বিরুদ্ধে জোটবদ্ধ করার একটা মওকা! পেলো!
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:০১
সৈয়দ কুতুব বলেছেন: ছোটবেলায় আমার হিন্দু বন্ধু মুন কে নিয়েও আমায় বাসায় এসে কুরআন পড়াতেন যে হুজুর তার এলার্জি ছিলো। নানার মৃত্যুবাষির্কী তে মুন কে দাওয়াত দিয়েছিলাম দেখে হুজুরদের অনেকেই বিরক্ত হয়েছিলেন। হুজুররা মুনের সাথে এক টেবিলে খেতে চান নি। তবুও বাধ্য হয়ে খেতে হয়। তখন ক্লাস ২/৩ শ্রেণীতে পড়তাম। ধর্মের এত ভেদ ভেদাভেদ বুঝতাম না।
যখন কিশোর বয়সে হিন্দুদের বিভিন্ন বিয়েতে দাওয়াত খেতে যেতাম তখন আস্তে আস্তে বুঝতে শুরু করি। মুসলিম দের জন্য আলাদা খাবার দেওয়া, আলাদা টেবিলে মাংস পরিবেশন এসব খুব মনোযোগ দিয়ে দেখতাম।
খ্রিস্টান ফ্রেন্ড ও পরিবার গুলো সবচাইতে লিবারেল দেখে অনেকে যারা ধর্মীয় অনুশাসন মানতে চায় না তারা আকৃষ্ট হয়। আমার বন্ধু ছিলো একজন। তার পরিবারের সাথে মিশে কালচার টা বুঝেছিলাম খ্রিস্টান দের।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৫৬
জুল ভার্ন বলেছেন: এটাই আমাদের সামাজিক বাস্তবতা!
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩
Ruhin বলেছেন: খ্রিস্টান ফ্রেন্ড ও পরিবার গুলো সবচাইতে লিবারেল দেখে অনেকে যারা ধর্মীয় অনুশাসন মানতে চায় না তারা আকৃষ্ট হয়। আমার বন্ধু ছিলো একজন। তার পরিবারের সাথে মিশে কালচার টা বুঝেছিলাম খ্রিস্টান দের]]
এজন্যই মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই বাংলাদেশ থেকে অনেক মডার্ন আর পশ্চিমা কালচারের। কারন খ্রিস্টানরা তাদের ধর্মের থেকে ইউরোপীয় কালচার বেশি তুলে ধরে ।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২
জুল ভার্ন বলেছেন: কোনো মানুষকে দেখে নয়, তার কর্ম দেখে চিনতে হবে।
আর মর্ডান / কালচার এগুলো দেখানোর চাইতে শুদ্ধতা বেশী জরুরী।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
কর্মমুখী ডাইনো বলেছেন: আপনি ক্লাস টু-এর একটা বাচ্চাকে ট্রিক কোয়েশ্চেন করে সাম্প্রদায়িক বিষবাষ্পের বিস্তার আন্দাজ করেন।
আমি আপনার ক্লাস টু-এর একটা বাচ্চাকে ট্রিক কোয়েশ্চেন করা দেখে সাম্প্রদায়িক বিষবাষ্পের বিস্তার আন্দাজ করি।
কারটা বেশি লেজিটিমেট হইতে পারে বলে মনে হয়?
২৫ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৩
জুল ভার্ন বলেছেন: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্লগারের প্রেতাত্মা হাজির!
৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
কর্মমুখী ডাইনো বলেছেন: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্লগারের প্রেতাত্মা হাজির!
প্রেতাত্মাই তো, আলাপ চালিয়ে যান।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৩
জুল ভার্ন বলেছেন: অরিজিনালটার মতো বেয়াদবি করলেই গদাম দিয়ে খোয়াড়ে ঢুকিয়ে দেবো।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১০
আদিবাসী শামুক বলেছেন: আংকল, এইসব প্রশ্ন করে তো আরেকদিক দিয়ে ঝামেলা বাধায় দিছেন। খ্রেস্টান ধর্ম অন্যদের প্রে করতে এলাউ করে। ইসলাম ধর্ম কি তা করবে? হেন্দুরা আপনার ধর্মকে গোমাতা হত্যাকারী কয় আর আপনেরা শেখান যে মুশরিকদের সাথে বন্ধুত্ব করা যাবে না।কেমনে কী অ্যাঁ?
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৪
জুল ভার্ন বলেছেন: শামুকের খোলস থেকে বের হয়ে আসেন.....
৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩৫
আদিবাসী শামুক বলেছেন: না আংকল, বের হবো না। এসব কথা নিজ পরিচয়ে বলা বিপদজনক এবং তা আপনাদের কারণেই।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫৮
জুল ভার্ন বলেছেন: ভালো থাকুন।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১
আদিবাসী শামুক বলেছেন: লাস্টে একটা জিনিস খালি টুপ করে ফেলে গেলাম। খোদা হাফেজ।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০১
জুল ভার্ন বলেছেন: আমি এই স্ক্রিনশট এর মর্মার্থ বুঝতে পারিনি।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৪
কাঁউটাল বলেছেন:
১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ২:০১
কর্মমুখী ডাইনো বলেছেন: অরিজিনালটার মতো বেয়াদবি করলেই গদাম দিয়ে খোয়াড়ে ঢুকিয়ে দেবো।
আমার মনে হয় না থট-প্রভোকিং প্রশ্ন করাটা দোষের আর সেটার জন্য আপনি কিছু করতে পারবেন।
গ্রামের মাতব্বরদের মত বেয়াদব ট্যাগ দিয়ে প্রশ্ন এড়ানোর দিনও আর আছে বলে মনে হয় না।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭
আলামিন১০৪ বলেছেন: খ্রিস্টানরা শীর্ষে অবস্থান করছে, ওদের চার্চে না গেলে কি চলে?