নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
একজন মানুষের মূল্য কত?
মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই দেশে মানুষের দামই শুধু কমে। এখানেও বাজারের সেই নিয়মই খাটে। সরবরাহ বাড়লে দাম কম থাকে। বাংলাদেশে যেহেতু মানুষের সরবরাহ বেশি, তাই মানুষের জীবনের দাম কম। কখনো লঞ্চ ডুবে, কখনো আগুন লেগে মানুষ মারা যায়। গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। সর্বপরি বাংলাদেশের সড়ক পরিবহন যেন মৃত্যুফাঁদ। লক্ষ লক্ষ মানুষের আজীবনের পংগুত্বের মেশিন!
শেষ করছি-
শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার দুটি লাইন লিখেঃ-
"পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় শস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারত!"
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
জুল ভার্ন বলেছেন: এদেশে একটা বিড়ির জন্যও প্রাণ কেড়ে নেওয়ার সংবাদ পড়েছি।
২| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনি দেশ নিয়ে ভাবছেন দেখে ভালো লাগলো।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
জুল ভার্ন বলেছেন: দেশ নিয়ে ভাবার মতো জ্ঞানগম্যি কি আর আমার থাকে!
৩| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষের মূল্য নির্ধারণ করে মানুষের ডার্ক সাইট গুলো।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
জুল ভার্ন বলেছেন: মূল্য নির্ধারণ নয়, জাস্ট তুলনা।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবনের দাম নাই। মৃত্যুর ভয় মানুষের মাঝেও নাই
টোল প্লাজায় মর্মান্তিক দুর্ঘটনায় আমার চোখে পানি এসে গেছে
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬
জুল ভার্ন বলেছেন: ওই দৃশ্য দেখেন এজ পোস্ট।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮
তাবরিযি বলেছেন: মৃত্যুর দাম যথাযত আছে?
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮
জুল ভার্ন বলেছেন: প্রকৃতপক্ষে জীবন কোনো পণ্য নয়, তাই জীবন মৃত্যুর বিনিময় হয় না।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরবরাহ বাড়লে দাম কমে; আমাদের ক্ষেত্রে সেই সূত্র মেনেই আমারে দাম কমছে
২৯ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯
জুল ভার্ন বলেছেন: আমি সেটই বলতে চেয়েছি।ব
৭| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
মনিরা সুলতানা বলেছেন: আমাদের মূল্যই কমছে কেবল ।
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১
জুল ভার্ন বলেছেন: সব চাইতে বেশী কমেছে মানুষের পারস্পরিক সম্মানবোধ।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৩
সামিয়া বলেছেন: মানুষ মূল্যহীন এখন
২৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৫১
জুল ভার্ন বলেছেন:
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৪
মেহবুবা বলেছেন: একজন মানুষের মূল্য আর কে মাপে? প্রয়োজন কি? তবে মরে গেলে মাটিতে মিশে যে সার হয় তার কিছু মূল্য ধরা যেতে পারে আমাদের দেশে, অনুর্বর মস্তিষ্কের জন্য প্রয়োজন হতে পারে!
৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: বাহ কী সুন্দর উপলব্ধি!
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪
নতুন বলেছেন: দেশে জীবনের চেয়ে অন্য সব কিছুরই দাম বেশি।